আসসালামু আলাইকুম আজকের পোস্টে দেখবো যে কিভাবে আমরা টেলিগ্রাম Bot এর মাধ্যমে গুগল ড্রাইভের ডিরেক্ট ডাউনলোড লিংক জেনারেট করতে পারব!
কিছু, কমেন্টকারীদের উদ্দেশ্য,
পুরো পোস্টটা ভালোভাবে না পড়ে উল্টাপাল্টা মন্তব্য করে বংশের পরিচয় দেবেন না! অন্যথায় যদি এটা করেন তাহলে প্রতিটি কমেন্টে রিপোর্ট করা হবে!
এই বটের ফিচার সমুহঃ
𝟙.𝔼𝕟𝕔𝕣𝕪𝕡𝕥𝕖𝕕 𝔸𝕟𝕪 𝕋𝕪𝕡𝕖 𝕋𝕖𝕩𝕥
𝟚.𝔻𝕖𝕔𝕣𝕪𝕡𝕥 𝕋𝕠 𝔼𝕟𝕔𝕣𝕪𝕡𝕥𝕖𝕕 𝕋𝕖𝕩𝕥
𝟛.𝕋𝕖𝕩𝕥 ℝ𝕖𝕡𝕖𝕒𝕥𝕖𝕣 𝕚𝕟 𝕠𝕟𝕖 𝕔𝕝𝕚𝕔𝕜
𝟜. 𝕃𝕚𝕟𝕜 𝕊𝕙𝕠𝕣𝕥𝕖𝕟𝕖𝕣, (𝔹𝕖𝕤𝕥 𝕊𝕡𝕖𝕖𝕕)
𝟝. 𝔼𝕞𝕒𝕚𝕝 𝔹𝕠𝕞𝕓𝕖𝕣
উপরের গুলো নিয়ে একবার পোস্ট করেছিলাম তাই এগুলো সমন্ধে বলবো না এখন আজকের বিষয় নিয়ে পোস্ট শুরু করা যাক
আগেই বলে নেই যে গুগল ড্রাইভ লিংক ডাইরেক ডাউনলোড করার কিন্তু অনেক ওয়েবসাইট আছে, এবং টুলস আছে যেগুলো ব্যবহার করে আপনি গুগল ড্রাইভের ফাইলের লিংক, ডিরেক্ট ডাউনলোড লিংকে কনভার্ট করতে পারবেন।
বাট আমি যে বিষয় নিয়ে কথা বলব এটাও সেম বিষয় কিন্তু এটার পদ্ধতিটা আলাদা!
আপনারা যেভাবে ইউজ করে ডাউনলোড লিংক কনভার্ট করেন, যারা আগে থেকে জানেন, সেটা কিছু টা ঝামেলা হলেও,
এটা একদম ইজি পদ্ধতি আমরা যারা টেলিগ্রাম ব্যবহারকারী আছি তারা খুব সহজেই টেলিগ্রাম অ্যাপ থেকেই গুগুল ড্রাইভের ডিরেক্ট ডাউনলোড তৈরি করতে পারব!
তো এখন যে নিয়ে কথা বলবে এটা আমি এর আগে একটা পোস্ট করেছিলাম এখন নতুন আপডেট এড করার পর সেটা নিয়ে একটা পোস্ট করতেছি!
তো এখন দেখব যে, এটার মাধ্যমে আমরা কিভাবে গুগল ড্রাইভের ডিরেক্ট ডাউনলোড লিংক তৈরি করে, ডিরেক্ট গ্যালারি বা ফাইল ম্যানেজারে নিয়ে যাবো।
প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম বটটি ওপেন করে নিবেন এর পরের স্টাটে ক্লিক করবেন।
তারপর এখানে মেনু অপশন দেখতে পারবেন এখানে ড্রাইভ /drive কমান্ড দেখতে পারবেন, সেটাতে ক্লিক করবেন অথবা আপনি এখানে Telegram X Use করেন, তো /drive ড্রাইভ কমান্ড লিখলেও এই অপশনটি পাবেন!
তারপর /drive Command টি টেলিগ্রাম বট এ পাঠিয়ে দিবেন,
এরপর দেখতে পারবেন আপনার কাছে google ড্রাইভের ডিরেক্টর পাবলিক লিংক চাওয়া হচ্ছে।
এরপর আপনি যে পোস্টের লিংক ডিরেক্ট ডাউনলোড লিংক এ কনভার্ট করতে চাচ্ছেন সেই পোস্টের থ্রি ডট মেনুতে ক্লিক করবেন,
তারপর ম্যানেজ এক্সেস এ আছে, সেখানে ক্লিক করবেন।
এরপর নিচের স্ক্রিনশট,
এর মত দেখতে পারবেন তারপর Restricted অপশনে ক্লিক করবেন এরপর
Anyone With the link অপশনে ক্লিক করবেন।
তারপর Viewers করে দিবেন।
এরপর Back আসবেন, নিচেী স্ক্রিনশটে দেখানো অপশনে ক্লিক করে লিংকটা কপি করে নেবেন।
এরপর আবার টেলিগ্রাম বটটি ওপেন করে নিবেন তারপর আপনার কপি করা লিংকে পাঠিয়ে দিবেন!
এরপর দেখবেন এক সেকেন্ডের কম সময়ে এটি দিয়ে ডিরেক্ট ডাউনলোড লিংকে কনভার্ট করে দিয়েছে!
এখন কেউ এই লিংকে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে চলে যাবে।
Bot Link: @Tools01_bot
যারা সম্পূর্ণ পোস্টটি পড়েছেন তাদেরকে ধন্যবাদ!
The post এবার টেলিগ্রাম বটের মাধ্যমে খুব সহজেই গুগল ড্রাইভ ফাইলের, ডিরেক্ট ডাউনলোড লিংক তৈরি করুন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/x9S3DZm
via IFTTT
Comments
Post a Comment