#পোস্ট ১৭
আসসালামু আলাইকুম। বর্তমানে টেলিগ্রাম অত্যন্ত জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ। যার জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ এর প্রাইভেসি এবং বিভিন্ন রকমের বট। আমরা প্রতিনিয়তই এসকল বটগুলো ব্যবহার করি যা আমাদের ইন্টারনেট দুনিয়ার অনেক কাজকে সহজ করে দেয়। এরই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সাথে ৩ টি চমকপ্রদ টেলিগ্রাম বটের সাথে পরিচয় করিয়ে দিব যা আপনার কাজে লাগবেই। তাই চলুন মূল পোস্ট শুরু করা যাক। (বিদ্রঃ প্রতিটি বটের লিংক টাইটেলেই দেওয়া আছে।)
Universal Search Bot
এই বটটি দিয়ে আপনি যেকোনো ইনফরমেশন দিয়ে তার সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। বিভিন্ন ধরনের তথ্য আপনি এখানে ইনপুট দিয়ে পারবেন এবং বট আপনাকে বিস্তারিত বলে দিবে মানুষটি সম্পর্কে। এছাড়াও আপনি চাইলে অনেক এডভান্স কাজ করতে পারবেন। প্রতিটা অপশনে ক্লিক করলে বিস্তারিত টিউটোরিয়াল দেখতে পারবেন।
যেমনঃ ধরুন আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেন। সেক্ষেত্রে ঐ মোবাইল দিয়ে কোন কোন জনপ্রিয় ওয়েবসাইট বা অ্যাপে একাউন্ট তৈরি করা হয়েছে সেটি দেখিয়ে দিবে।
আপনি কী কী ইনফরমেশন ইনপুট দিতে পারবেন তার একটি লিস্ট দেওয়া হলোঃ
GPT + Midjourney Bot
এই বটটি চ্যাট জিপিটি ও মিডজার্নি এআইকে একসাথে করে বানানো হয়েছে। তাই বলা যায় অত্যন্ত শক্তিশালী এই বটটি। এই বটটির কিছু কী ফিচার যেগুলো করতে পারবেনঃ
- নিজের পছন্দমত ইমেইজ তৈরি করতে পারবেন
- কপিরাইটিং এবং রিরাইটিং করতে পারবেন
- কোড লেখা এবং এডিট করতে পারবেন
- যেকোনো ভাষা থেকে অনুবাদ করতে পারবেন
- চ্যাট জিপিটির মতো চ্যাট করতে পারবেন
- ইউটিউবের ভিডিও সামারি তৈরি করতে পারবেন ইত্যাদি
Music Search_bot
এই বটটি Shazam অ্যাপের মতোই। এটি দিয়ে আপনাদের আশেপাশে বাজতে থাকা যেকোনো অজানা মিউজিকটিকে খুঁজে বের করতে পারবেন। এমনকি গানের লিরিক্স একটু আধটু মনে থাকলেও সেটি দিয়ে খুঁজে বের করতে পারবেন সহজেই। চাইলে একবার ব্যবহার করে দেখতে পারেন।
উপরিউক্ত বটগুলোর মধ্যে প্রথম বটটি আমার কাছে অনেক কাজের মনে হয়েছে। আপনার কাছে কোনটি কাজের মনে হয়েছে সেটি কমেন্ট করে জানাতে পারেন। অথবা আপনার জানা এমন কোনো ইন্টারেস্টিং বট জানা থাকলে জানাতে পারেন। আমি নিজে সেটি ব্যবহার করে দেখব। পর্যাপ্ত সাড়া পেলে এমন আরো ইন্টারেস্টিং বট নিয়ে পোস্ট করব।
পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ রইলো । ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। <3
আমার সম্পর্কে About me
The post চমকপ্রদ ৩ টি টেলিগ্রাম বট যা আপনার কাজে আসবেই। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/wM7YJGX
via IFTTT
Comments
Post a Comment