অনেকদিন থেকে এরকম অ্যাপস এর রিভিউ দেওয়া হয় না। তাই আজকে সবার প্রয়োজনীয় একটা অ্যাপস নিয়ে আসলাম। মূলত এই সমস্যাটা আমাদের সবারই। কারণ আমরা আমাদের ফোনে এলার্ম দিয়ে ঘুমাই। কিন্তু যখন এলার্ম বাজে আমরা অর্ধ ঘুম অবস্থায় সেটা বন্ধ করে দেই। যখন ঘুম থেকে উঠি তখন আমরা বলতেও পারি না যে কখন এলার্ম বন্ধ করেছি। এই সমস্যাটা আমার হয়ে থাকে। আপনারা যারা এরকম ফেস করেন তাদের জন্য একটা সমাধান নিয়ে এসেছি। আর যারা এলারাম বাজা সত্ত্বেও ঘুম ভাঙ্গে না তাদের জন্য এটা না। আপনার পোস্টটি স্কেপ করতে পারেন। তাহলে চলুন শুরু করি :-
বিবরণ :
আজকে আপনাদের সামনে যে অ্যাপসটি নিয়ে এসেছি সেটা আপনাকে ঘুম থেকে না জাগা পর্যন্ত থামবে না। হ্যাঁ বলতে পারেন সবই তো একই, বারবার তো বাজতে থাকবে। তাহলে রিভিউ দেওয়ার কি প্রয়োজন? হ্যাঁ যেহেতু আমি রিভিউ নিয়ে এসেছি তাহলে এটা একটু আলাদা হবেই। আর সেটি হচ্ছে এটি বন্ধ করার জন্য আপনাকে ম্যাথ হাটাহাটি অথবা ব্যায়াম করতে হবে। শুনে অবাক লাগলেও এটা সত্য। এটি আপনাকে অনেক কিছু সেট করার পারমিশন দিয়ে থাকে। এটির আসল ভাষণ আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আর সেখানে থেকে চালাতে হলে আপনাকে প্রিমিয়াম কিনতে হবে। এবং আমি আপনাকে mod version দিয়ে দিবো। তাহলে নিচে দেখুন এটি দিয়ে কি কি করতে পারবেন :
নিচের স্ক্রিনশট গুলো দেখুন। আমি কিছু মেইন মেইন জিনিস মার্ক করে দিচ্ছি।
এখানে যদি টাইপিং দেন, তাহলে আপনাকে অ্যালবাম বন্ধ করার জন্য নির্দিষ্ট ওয়ার্ড টাইপ করতে হবে। আবার যদি আপনি স্টেপ দেন, তাহলে আপনাকে হাঁটতে হবে। এবং কত পা হাঁটবেন সেখানে অ্যালরাম দেওয়ার সময় ঠিক করতে পারবেন। আবার যদি এস্কয়াট দেন তাহলে আপনাকে উঠবস করতে হবে। যদি ম্যাথ দেন তাহলে গণিত করতে হবে। আর ম্যাথগুলো সোজা না , অনেক কঠিন দিয়ে থাকে।
এগুলো করার কি প্রয়োজন? হ্যাঁ এরকম প্রশ্ন আসতেই পারে। এগুলো করার একটাই কারণ যেন আপনি রিফ্রেশমেন্ট পান। ঘুম থেকে উঠে যদি আপনি একটু আপনার মাথা ব্যবহার করেন তাহলে আপনার ঘুম কেটে যাবে। তাই এখানে এগুলো এপ্লাই করা হয়েছে। আবার ঘুম থেকে উঠে যদি একটু হটেন বা একটু ব্যায়াম করেন তাহলে তো ঘুম আরো চোখে থাকবেই না। আর দ্বিতীয়ত আপনি এগুলো না করে অ্যালবাম থামাতে পারবেন না …
তাই এটাই একমাত্র পারফেক্ট সলিউশন…. আর আপনারা এখানে একসঙ্গে তিনটা কাজ যুক্ত করতে পারবেন এলারামে। এর বেশি পাবেন না। আর প্রয়োজন হবে না আমি মনে করি। আশা করি এবার আপনাদের ঘুম ভাঙবেই। এই অ্যাপসে আরও অনেক ফিউচার আছে, এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্তই নিচে ডাউনলোড
করে নিন :
Tg (mod premium): click here
Web (mod premium) : click here (ads,)
Play store: click here
The post এলার্ম দেওয়ার পরও ঘুম ভাঙছে না? নিয়ে আল্ট্রা অ্যালারাম অ্যাপ। এবার ঘুম ভাঙবেই! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/0bwKl1k
via IFTTT
Comments
Post a Comment