যেকোন ছবি Resize করুন খুব সহজেই কোন রকম ঝামেলা ছাড়া।

আসসালামু আলাইকুম।

বরাবরের মতো আজকেও হাজির হলাম নতুন কিছু নিয়ে।  আজকের আলোচনা টপিক হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন। তো চলুন শুরু করা যাক।

প্রথমে আমরা প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেব

Download

 

এখন আমরা অ্যাপসটি ওপেন করব

এখন অনেকগুলো অপশন দেখতে পাব তার থেকে আমরা single Resizer ওপেন করবো।

pick image ক্লিক করে আমাদের পছন্দের ছবিটি সিলেক্ট করে নেব।

দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে।

  1. Exif
  2. Presets
  3. Width / height
  4. Quality
  5. Extension
  6. Image type

আমরা চাইলে উপরে সবগুলো পরিবর্তন করতে পারবো। এখানে আপনি হাইট ওয়েট যত দিবেন ঠিক ততই হবে। আমরা সাধারণত online এ রিসাইজ করে থাকি কিন্তু তখন সঠিক ভাবে করতে পারি না বিভিন্ন ধরেনর সমস্যা তখন দেখা দেয়।

চাইলে ছবির extension ও পরিবর্তন করতে পারবেন ।আর ছবি সেইভ করার সময় আমরা resize type > Flexible করে রাখবো সব সময়।

চাইলে আমরা exif পরিবর্তন করতে পারবো।

Add tag ক্লিক করবো।

এখানে অনেক গুলো মেটাডাটা পাবেন আপনার ইচ্ছে মতো add করে edit করে নিবেন।

এখন pick color দেখাবো।

একটি ছবির যদি কোন অংশ ভালো লাগে সেই অংশের কালার কোডটা আপনি পেয়ে যাবে ।

Generate palette মাধ্যমে একটি ছবি কোন কালার কত বেশি ব্যবহার করা হয়েছে সব দেখতে পারবো সাথে কালার কোড পেয়ে যাবো।

Crop অনেক গুলো অপশন আছে আপনার মনে মতো করে সিলেক্ট করে নিতে পারবেন।

যদি কারো বুঝতে সমস্যা হয় নিচের ভিডিও টি দেখতে পারেন।

তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Facebook

YouTube 

The post যেকোন ছবি Resize করুন খুব সহজেই কোন রকম ঝামেলা ছাড়া। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/NlXHVyp
via IFTTT

Comments