Ping কী?ping সম্পর্কে বিস্তারিত

আগের Tutorial এ আমি দেখিয়েছিলাম কিভাবে ফ্রিতে Automatic website ping করবেন।সেখানে অনেকেই জানতে চেয়েছেন ping কী?তাই আজকে আমি সেটা নিয়েই আলোচনা করবো

 

প্রথমেই জেনে নেয়া যাক Ping কী?

সাধারনত Ping দ্বারা কোনো সার্ভারে Web request পাঠানো এবং সার্ভার থেকে Response পাওয়াকে বোঝায়।কোনো Website সাধারণত Ping করা হয় সেই Website এর Latency জানার জন্য।এখন অনেকেই প্রশ্ন করতে পারে Latency কী?চলুন জেনে নেয়া যাক Latency সম্পর্কে।

Latency কী?

Latency হলো server এ request পাঠিয়ে response পাওয়ার সময়।মনে করুন,আপনার একটি সার্ভার রয়েছে এবং সেটি network এর মাধ্যমে আপনার Pc এর সাথে connected রয়েছে।এখন আপনি আপনার pc দিয়ে সার্ভার এ একটি request send করলেন এবং response পেতে আপনার 5second সময় লাগলো, তাহলে এখানে আপনার pc এবং সার্ভারের Latency 5second। সাধারণত Latency millisecond এ পরিমাপ করা হয়।যেমন:কোনো Website এর latency 60ms হলে এই Website এ request পাঠিয়ে response পেতে সময় লাগে 60milliseconds

এবার জেনে নেয়া যাক Website Ping সম্পর্কে

Website ping করা বলতে বোঝায় কোনো website এ web request পাঠানো।

Website Ping কেন করা হয়?

Website অনেক কারণেই ping করা হয়।আমরা যদি আমাদের Website এর Performance Test করতে চাই তাহলে ping করার মাধ্যমে এটি করতে পারবো।আবার,অনেক সময় আমরা python বা node js এর free web hosting use করে থাকি।এগুলো ফ্রি হওয়ার কারণে অনেকক্ষণ ধরে কেউ Website visit না করলে Server idling বা sleep mode এ চলে যায়।তবে একটি নির্দিষ্ট সময় পর পর Website ping করলে এটি সবসময় সচল থাকে।এছাড়াও seo  এর অনেক কাজেও Website ping করা হয়।

আগের পোস্টে যেই Website শেয়ার করেছি সেটি কেন use করবেন?

যদি আমরা ফ্রি সার্ভার সবসময় সচল রাখতে চাই তাহলে Website ping করার প্রয়োজন পড়ে।ইতিমধ্যে ping করার অনেক website available ।তবে এর বেশিরভাগ Website দিয়ে শুধু website ping করে performance দেখতে পারবেন।কিন্তু Automatic ping করতে পারবেন না।যদিও Automatic ping করার অনেক Website Available। তবে, এগুলো Paid website, আবার কোনো website ফ্রি হলেও limited।তবে আমার দেয়া Website এ কোনো প্রকার Login করার ঝামেলা নেই এবং কোনো Limit ছাড়াই খুব সহজে Website Ping করতে পারবেন।

 

আগের পোস্টের লিংক: https://trickbd.com/tricks/881942

 

বিভিন্ন Tips and tricks পেতে জয়েন করুন: t.me/techzbd

 

The post Ping কী?ping সম্পর্কে বিস্তারিত appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/XMfxCdA
via IFTTT

Comments