কেমন আছো তোমরা তো অনেকদিন পরে পোস্ট লিখতে বসলাম। আর পোস্টের টাইটেল দেখে হয়তো বা বুঝে গেছেন আজকের পোস্টটি কি নিয়ে।
আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার । কিন্তু এটি পিসি ছাড়া সহজে ব্যবহার করা যায় না।
তাই অনেক সময় আমরা এর ব্যতিক্রম হিসেবে গুগল ডক্স ইউজ করি।
যেটা একেবারে ফ্রি এবং অনেক কাজের।
তো অনেক সময় আমরা যখন আমাদের ডকুমেন্টগুলো কে বানাই তখন নিজের ডকুমেন্টের মধ্যে Watermark add করার দরকার পড়তে পারে।
এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে খুব সুন্দর ভাবেই করতে পারি।
কিন্তু আপনি কি জানেন Google Docs এ এটা করা সম্ভব?
তো আজকের পোস্টে আমরা এটাই জানতে যাচ্ছি…
তো চলুন শুরু করা যাক…।।
সবার প্রথমে আমরা আমাদের Google Docs এ প্রবেশ করব এবং আমাদের ডকুমেন্টও ওপেন করে নেব।
আমি ওপেন করে নিয়েছি…
আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আমার ডকুমেন্টটি ওপেন করে রেখেছি এবং এই ডকুমেন্টে আমি একটি ওয়াটার মার্ক এড করতে চাই।
এর জন্য সবার প্রথম আমাকে ইনসার্টে যেতে হবে আমি লাল কালার দিয়ে মার্ক করে দিলাম।
এবার আমরা ড্রপ ডাউন অপশন থেকে ওয়াটার মার্ক দেখতে পাচ্ছি। সেখানে ক্লিক করে নেই…।
সেখানে ক্লিক করা হলে আপনাদের ডান পাশে একটি স্লাইডার ওপেন হবে।
যেখান থেকে আমরা ওয়াটার মার্ক হিসাবে ইমেজ কিংবা টেক্সট ইউজ করতে পারবো।
আর নিচের দিকে ফরম্যাটিং থেকে আমরা ওয়াটার মার্কের সাইজ ভিজিবিলিটি এডিট করতে পারব।
আমি আমার ক্ষেত্রে একটি ইমেজ ব্যবহার করতেছি।
দেখুন ইমেজ ব্যবহার করার সাথে সাথেই ওয়াটার মার্কটি চলে এসেছে।
তো আশা করি আপনারা সবাই এটি বুঝতে পেরেছেন এবং ফিউচারে আপনাদের অনেক হেল্প করবে।
আর ওয়াটারমাক রিমুভ করতে হলে কি করব ?
ওয়াটার মার্ক রিমুভ করার জন্য সিম্পলি Remove Watermark বাটনে ক্লিক করতে হবে। ব্যাস হয়ে গেল।
তো এই ছিল আজকের পোস্ট।
দেখাবে নতুন কোন পোস্টে নতুনভাবে বাই বাই।
The post Google Docs এ Watermark add করার সিস্টেম শিখে নিন ! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/xQrbSYD
via IFTTT
Comments
Post a Comment