আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।
পড়া-লেখা চলা অবস্থায় নিজের হাত খরচ নিজে চালানো মতো আনন্দের আর কি আছে।অনেকে আছে টিউশনি করে নিজের হাত খরচ চালিয়ে থাকে।কিন্তু,আজকে আপনাদের ভিন্ন ধরনের আইডিয়া দেব,যেটা ফলো করলে আপনি বাড়ীতে বসে অনায়াসে পড়া-লেখার পাশা পাশি নিজের হাত খরচ নিজে চালাইতে পারবেন।অনেকে আছে বাড়ী থেকে টাকা নিয়ে চলতে পছন্দ করে না।আজকে আপনাদের জানাব কিভাবে পড়া-লেখা অবস্থায় নিজের হাত খরচ নিজে চালানো যায়।আশা করি সম্পন্ন আর্টিক্যালটি মনোযোগ সহকারে পড়বেন।
আমাদের মধ্য অনেকে আছে পড়া-লেখার পাশাপাশি পার্ট টাইম জব করে নিজের হাত খরচ এর টাকা বের করেন।আবার অনেকে আছে টিউশনি করে নিজের হাত খরচ এর টাকা বের করেন নিজেই।এগুলো করতে গেলে দেখা যায় সে মাস শেষে টাকা হাতে আসে,আবার তাড়াতাড়ি খরচ হয়ে যায়।আপনি ইচ্ছা করলে এগুলো বাদ দিয়ে একটি কাজ করতে পারেন,সেটি হলো ফটোগ্রাফি। আসলে শুনতে খারাপ মনে করবে অনেকে,কিন্তু এর ডিমান্ড কিন্তু অনেক।আপনি পড়া-লেখা চালিয়ে যাবেন,পাশাপাশি এ কাজ করলে অনেক ভাল পরিমান টাকা আয় করতে পারবেন।এবং অনায়াসে আপনার হাত খরচ এর টাকা আপনার কাছে আসবে।এজন্য একটু প্রথমে টাকা লাগবে।যাদের ফ্যামিলিতে মোটামুটি ২০-৫০ হাজার টাকা জোগাড় করার সামর্থ আছে, তাদের জন্য এটি দারুন সুযোগ।আপনার শুধু দরকার হবে একটি ভাল মানের ক্যামেরা কেনা,তারপর আপনার ইচ্ছা মত সময় দিয়ে পড়া-লেখার পাশাপাশি আয় করতে পারবেন।আপনার ক্যামেরা কেনার পর একটি পেজ বানাবেন ফেসবুকে,তারপর সবাইকে সেখানে কানক্ট করাবেন।দেখেন এটি কিন্তু অনেক ভালমানের একটি কাজ।আপনার দিনে ইচ্ছা করলে ৫০০-১০০০ টাকা আয় করা ব্যাপার না।আপনার যদি ভাল মানের ক্যামেরা থাকে কোনো অনুষ্ঠান বা যেকোন মুহুর্তে ছবি তোলার জন্য সবাই আপনাকে খুজবে।আপনার পড়া-লেখার পাশাপাশি এই কাজ করে অনেক মোটা অঙ্কের টাকা আয় করতে পারেন।এখানে সুবিধা আছে তবে অসুবিধা ও আছে।আপনার তো পড়া-লেখার পাশাপাশি অনেক বন্ধু হবে বন্ধু কমাতে হবে।কারন, এই কাজ করলে বন্ধু বেড়ে যাবে।আপনার পড়াশোনার পর যে সময় পাবেন সে সময় এই কাজ ফটোগ্রাফি করতে পারেন।এছাড়াও পড়া-লেখার ফাকে কোনো আশেপাশের দর্শনীয় স্থানে গিয়ে বিকালে ফটো তুলে দিলেন, বিনিময়ে টাকা নিলেন।কিংবা পেজে ভাল মানের ছবি পোস্ট করলেন। এবং লোকজন আপনাকে নক দিল,এবং আপনার সময় অনুযায়ী আপনি তাদের ছবি তুলে দিলেন।এছাড়াও আরো অনেকভাবে আয় করতে পারবেন, আপনার ইচ্ছা থাকলে উপায় হবে।এজন্য এই ভাবে আপনার হাত খরচ অনায়াসে চালাতে পারবেন।শুধু যে ফটোগ্রাফি তা না,আপনি ছোট ব্যাবসা করেও আপনার হাত খরচ নিজেই চালাইতে পারবেন।আসলে আমাদের দেশের সবাই অলস,এজন্য কেউ উন্নতি করতে পারে না।অনেকে আছে বেকার, তারা শুধু চাকুরির পিছে ছোটে। আসলে চেস্টা করলে নিজেই উদ্যোগতা হওয়া যাবে এটি ভাবে না।পড়া-লেখা করে চাকুরি করতেই হবে এই মন মানসিকতা বদলাতে হবে।
পরিশেষে, আপনি যদি ২০-৫০ হাজার টাকা ইনভেস্ট এর মতো পরিস্থিতি থাকে।তাহলে আপনি পড়া-লেখার পাশাপাশি ফটোগ্রাফি করে অনেক ভাল পরিমান আয় করতে পারবেন।নিজের ইচ্ছাশক্তি ও ইচ্ছা ও কিছু টাকা থাকলে অনায়াসে দিনে ৫০০-১ হাজার টাকা আয় করতে পারবেন পড়া-লেখার পাশাপাশি।
আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-
ধন্যবাদ।
The post পড়া-লেখা করা অবস্থায় নিজের হাত খরচ চালানোর জন্য দারুন একটি আইডিয়া নিয়ে নিন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/Y6LRZyA
via IFTTT
Comments
Post a Comment