ফেসবুকে Story/Post দেওয়ার জন্য নিয়ে নিন 60+ চমৎকার সব স্ট্যাটাস। না দেখলে মিস করবেন।



আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি।

বর্তমান সময়ে ফেসবুক চালায় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ফেসবুক চালাতে গিয়ে অনেকেই সুন্দর সুন্দর পোস্ট বা স্টোরি দেওয়ার ইচ্ছা পোষণ করেন। কিন্তু সময় মত ভালো জিনিস মনে পড়েনা। এটা একটা কষ্টের সময়, যখন মন ভালো থাকা সত্যেও তা প্রকাশ করার মত ভাষা খুঁজে পাইনা। মনে না আসলে আর কি করার, আবোল তাবোল একটা লিখে স্টোরি দিয়ে ফেলি।

আজ থেকে আর সেরকমটা হবেনা। আপনাদের মন ভালো রাখার জন্য আর জীবনের ভালো ভালো মুহুর্ত গুলো আবেগের মাধ্যমে প্রকাশের জন্য আমি নিয়ে এসেছি মজার মজার কিছু স্ট্যাটাস এবং স্টোরি। যেগুলা আপনার আবেগের মুহুর্ত গুলো প্রকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময়ের সাথে তাল মিলিয়ে Story/Post দিয়ে মুহূর্তকে করে ফেলুন প্রাণবন্ত।

তো চলুন শুরু করা যাক।


১. বউকে ভালোবাসতে শিখুন কিন্তু, কার বউ সেটা দেখার বিষয় না!!

২. ভিটামিন love এর অভাবে আজ আমি single রোগে আক্রান্ত।

৩. তিন দরনের মানুষের সাথে তর্ক করতে নেই (১) মেয়ে মানুষ (২) মহিলা মানুষ (৩) বেডি মানুষ

৪. ভিটামিন She এর অভাবে মরে যাবো তবুও কাউকে প্রোপ্রজ করবো না

৫. বউদের দিন শেষ, এখন থেকে বরদের দিন শুরু। যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর

৬. বউ হারালে বউ পাওয়া যায়! কিন্তু, বন্ধুকে টাকা দিলে সেটা আর ফেরত পাওয়া যায় না রে পাগল।

৭. বিয়া করমু মেয়ে খুজতাছি কোন কালারের মেয়ে হলে ভাল হয়? পিন্ক, ব্লু, গ্রীন নাকি ইয়েলো?

৮. পার্কে গিয়া দেখি লেখা রয়েছে ফুল ছেড়া নিষেধ। আমি কি বোকানি গাছটা তুইলা নিয়া দিছি দৌড়!!

৯. বডি স্প্রে নিজের হলে ফস ফস আর বন্ধুর হলে ফুসসসসসস !!!!

১০. বউ বউ ডাক পারি বউ তুমি কেন বাপের বাড়ি – আইরে বউ ঘরে আই তোমার জামাই রে মশায় খায়

১১. বিয়ে করতে চাই বাট, ফ্যামিলির কেউ মুখ ফুটে একবারও বলে না !!

১২. Someone: তোমার প্রিয় লেখক কে Me: এক্সাম এর সময় আমার পাশে যার সিট পড়ে সে

১৩. কি আর বলবো আমার gf ২ টার জ্বর তবে আলহামদুলিল্লাহ! বাকি ৪ টা ভালোই আছে

১৪. মেয়েঃ জান তুমি আমার হৃদয় চুরি করে নিয়েছ। ছেলেঃ শোন আমরা গরীব হতে পারি বাট চোর নাহ!!

১৫. আজকাল মেয়েরা নাকি সব করতে পারে! পারলে মুতে দেয়ালে নিজের নাম লিখে দেখা

১৬. সব মেয়েরা পরী হতে চায় কিন্তু, আজ পর্যন্ত কোন ছেলে জ্বিন হতে চায়নি!! # ভদ্র_পোলা

১৭. আমার বিয়ের কাডে উপরে লিখে দিব। কম সেজে আসবেন বিয়েটা আমার আপনার না।

১৮. – যে মেয়েরা শিস দিতে পারে – সেই মেয়েরা খুবই মিষ্টি #বালিকা

১৯. মেয়েটি আজও দেওয়াল ধরে কাঁদে কারণ, ছেলেটি ছিল রাজমিস্ত্রী।

২০. সালুট এই মেয়েদের যাদের আজ পযর্ন্ত কোন ছেলে পটাতে পারেনি। #naughty_boy

২১. GF নিয়ে ঘুরতে গেছিলাম আম্মু থাপ্পর দিয়ে ঘুম থেকে তুলে দিল।

২২. সবাই বলে তাকে বলে দিও!! কিন্তু,আমি গেচিলাম তাকে বলতে গিয়ে দেখি সে কানে শুনে নাহ্!!

২৩. পরিবেশ পরিস্কার রাখুন কুরবানির বর্জ্য Ex এর বাসার সামনে ফেলুন।

২৪. চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু বড়লোক না।

২৫. ওরা কারা! যারা কাটা চামুচ ছারা পানি খেতে পারেন।

২৬. ওহে বালিকা – সময় পেলে আসিস একদিন আমার শহরে – থাবরাইয়া ভালোবাসা শিখামু তোরে!

২৭. ছোট ভাই বোনদের সাথে ভাল ব্যবহার করুন না হয় রেগে গিয়ে আপনার গোপন সব তথ্য আম্মু আব্বুর কাছে ফাঁস করে দিতে পারে।

২৮. কথায় কথায় সুইসাইড করবোবলা মেয়েটাও ডেঙ্গু মশার ভয়ে এখন মশারী টাঙ্গায়।

২৯. আজ #সিঙ্গেল বলে কারো জন্য হাত কাটতে পারি না, নখ কেটেই নিজেকে সান্ত্বনা দেই!!

৩০. ওগো,শুনছো তোমাকে ছাড়া আমার 1 ঘন্টা কে 60 মিনিট মনে হয়!!মাঝে মাঝে এমনও হয় যে, হুট করে মরে যাওয়ার চিন্তা নিয়ে ভীষণভাবে বাঁচতে ইচ্ছা করে।

৩১. হারার পর বোঝলাম জিতাটা কতটা জরুরি ছিল

৩২. কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট !

৩৩. অন্য কারো হাতে তোমার সুখ আমানত.. দিও না, কারন সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি খুজে পাবে না !!!

৩৪. কাউকে ভালবেসে তাকে কষ্ট দিলে সে নিজে ও কষ্ট পায়।

৩৫. লাগবে না কারো ভালোবাসা। আমি একাই ভালো আছি।

৩৬. কখনো চেনা ভিড়ে হরিয়ে ফেলি নিজেকে,.. কখনো বে রঙিন ব্যাথা কাদে এ বুকে, এলোমেলো ঝড়ে মন ভেঙে পড়ে, হারিয়ে ফেলি পরিচয়।

৩৭. জীবনের গল্প হলো ভূমিকাহীন যার প্রতিটি লাইন পরা সহজ কিন্তু বোঝা অনেক কঠিন।

৩৮. নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই!

৩৯. জীবন যুদ্ধে নিজেকে টিকিয়ে রাখা সত্যিই অনেক কষ্টকর।

৪০. সুন্দর স্ট্যাটাস, “বন্ধু যার নিজের ঘর কাঁচের,তার অন্যের ঘরে পাথর ছোঁড়া উচিৎ নয়।”

৪১. কারা বলছে যে আমরা বদলে গেছি… আরে কারা বলছে যে আমরা বদলে গেছি… আমরা আগেও খারাপ ছিলাম… আর আজও খারাপই আছি!!!

৪২. আমি দুষ্টুমি সহ্য করব , কিন্তু শয়তানি না।

৪৩. ভুল যেমনি মানুষকে শেখায়। তেমনি ভলোবাসা মানুষকে কাঁদায়।

৪৪. জীবনে প্রথম একজন আমাকে খুব ভালবেসে ফেলেছে!!! সে নাকি আমাকে ছেড়ে যাবে না!!! আমি ছাড়া সে নাকি মূল্যহীন!!! আমাকে ছাড়া সে অর্থহীন!!! আর সে হল “কষ্ট”।

৪৫. মনে রাখবেন অন্যের দিকে আঙ্গুল তুল্লে, নিজের দিকে তিনটি আঙ্গুল ঘুরে থাকে।

৪৬. আমার চিন্তা বন্ধ করুন, মানশিক ভাবে সুস্থ থাকুন।

৪৭. আমি কোন দিন হারি না, জিতি নয়তো শিখি।

৪৮. বেশি মোবাইল চালালে নাকি চোখ খারাপ হয়ে যায়! এইজন্যই সারাদিন আমি শুধু একটাই মোবাইল চালাই।

৪৯. দুটো চকলেট কিনছি একটা আমি খাবো আর একটা কিছুক্ষণ পরে আমিই খাবো

৫০. আমার বন্ধুগুলার চেহারা মাশাল্লাহ কিন্তু তাদের চরিত্র আস্তাগফিরুল্লাহ

৫১. মনের মধ্যে শান্তি নাইরে যেদিকে তাকাই জোড়া আর জোড়া মাঝখানে আমি এক কপাল পোড়া

৫২. কিছু মানুষ আছে, যারা ছ্যাকা-ট্যাকা কিছুই খায় না হুদাই স্যাড পোষ্ট কইরা আপন মানুষদের টেনশনে রাখে

৫৩. প্রেম করলে কেমন লাগে? তা জানতে চাওয়া আমার নিস্পাপ মন

৫৪. সব ছেলেরাই মেয়ে দেখলে চুল ঠিক করে না কিছু ছেলে মেয়ে দেখলে মাথাও নিচু করে

৫৫. যারা বেশি রাত জাগে তারা তাড়াতাড়ি মারা যায়!

৫৬. বাবা হওয়ার সপ্ন দেখিয়ে । মামা বানিয়ে চলে যাওয়ার নামই হলো । Same age Relationship

৫৭. সব স্যারদের একটাই ডায়লগ: আপনার ছেলের মেধা ভালো! কিন্তু পড়ে না!

৫৮. আমার এক বন্ধু বহু কষ্টে জীবনে একটা মেয়ে পটাইসিলো সৌভাগ্যবশত ওইটা ফেক আইডি ছিল!!

৫৯. বাপ খাই দার করিয়া বিড়ি মেয়ে ফেসবুকে নাম দিয়েছে ডানা কাটাপরি

৬০. লাইটের মধ্যে আব্বুর নাম লেইখা দিছি! মোট কথা যেভাবেই হোক আব্বুর নাম উজ্জ্বল করতে হবে

৬১. যে কবির কল্পনাতে জীবন শুধু প্রেম গান, আজ সে আমার কাছে অগ্রাহ্য।

৬২. বালক তোমার নিজের বলতে কিছু নাই তোমার ইয়েটা ও অন্যর কথা মনে করে দাঁড়ায়!

৬৩. ছেলেরা চুল বড় রাখলে খারাপ ভাবার কিছু নেই নিউটন বা রবীন্দ্রনাথ হওয়ার লক্ষন

৬৪. আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাদেঁ, তবে আমার অস্তিত্বের কোন মুল্য নেই

৬৫. সারা বছর কাঁচা আম দেয়া ডাল কিভাবে খাওয়া যায় চিন্তা করতেছি।

৬৭. শিক্ষা প্রতিষ্ঠান না খোলার জন্য সারাদিন বসে বসে দোয়া করা আমি আর আমার বন্ধু

৬৮. ভালোবাসলেই কি তাকে পেতে হবে থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায়।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

প্রয়োজনীয় আরও টেক রিলেটেড আর্টিকেল দেখতে –

Visit করুন: Minpoints.com

The post ফেসবুকে Story/Post দেওয়ার জন্য নিয়ে নিন 60+ চমৎকার সব স্ট্যাটাস। না দেখলে মিস করবেন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/4xTi9L1
via IFTTT

Comments