একটি ( Telegram Bot) টেলিগ্রাম বট এর মাধ্যমেই, Facebook, Instagram, Likee,Tiktok Video ডাউনলোড করুন।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকের পোস্টের বিষয়  টেলিগ্রাম বট দিয়ে কিভাবে আমরা খুব সহজেই ফেসবুক instagram likee tiktok ভিডিও ডাউনলোড করতে পারব!

এর আগে আমি টেলিগ্রাম বট সম্বন্ধে প্রায় অনেকগুলো পোস্ট করেছি যেগুলো ভিডিও ডাউনলোড সমন্ধে ছিল।

আপনারা চাইলে এর আগের পোস্টটি পড়ে নিতে পারেন তো যাই হোক এখন আর বেশি কথা বলব না চলে যাচ্ছি মেইন পোস্টে।

এই বটের সুবিধাঃ

যদি আমি এই Bot এর সুবিধার কথা বলি তাহলে তাদের কাছেই বেশি সুবিধা হবে, যারা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে।

কারণ আমরা যারা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করি তাদের কিন্তু অনেক সময় অনেক রকমের ভিডিও ডাউনলোড করতে হয়,

কিন্তু দেখা যায় যে আমরা কখনো ভিডিও ডাউনলোড করার জন্য স্যানাপ- টিউব বা ভিডমেট অ্যাপ ব্যবহার করি সেখানে শুধু ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়,

আবার ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য বা ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করার জন্য আমরা আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করি কিন্তু আমরা যারা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করি,

তারা এ সমস্ত ঝামেলা ছাড়াই মাত্র একটি টেলিগ্রাম বট এর মাধ্যমে খুব সহজেই ভিডিও ডাউনলোড করতে পারব।

 

প্রথমে আপনারা এই টেলিগ্রাম বটটি ওপেন করে নেবেন এবং এখানে যে স্টার্ট অপশন আছে সেখানে ক্লিক করবেন।

তারপরে এখানে এরকম একটি মেসেজ আসবে এখানে হয়তো বা আপনাকে বিভিন্ন বটে সাবস্ক্রাইব করতে বলতে পারে আপনারা সেগুলো করে নিবেন, বা নাও বলতে পারেন। এবং এখানে হচ্ছে এখন আপনি যে ভিডিও ডাউনলোড করতে চান লিংক দেবেন।

 

মনে করুন, আমি ফেসবুকের ভিডিও ডাউনলোড করব সুতরাং আমি আপনাদের প্রথমে ফেসবুক থেকে দেখাই এ কারণে হচ্ছে আমি ফেসবুকে এপ ওপেন করে নিলাম,

 

এবং এই ভিডিওটি মনে করুন আমি ডাউনলোড করব, সেজন্য আপনারা উপরে যে থ্রি ডট আইকন দেখতে পারছেন সেখানে ক্লিক করবেন তারপর নিচের মতো কপি লিংক অপশন পাবেন এখানে ক্লিক করে আপনারা সেই ভিডিওটির লিংক কপি করে নিবেন,

 

 

এখানে ক্লিক করে লিংক কপি করা হয়ে গেলে তারপর আপনারা টেলিগ্রাম বটটি ওপেন করে দিবেন,

এটা একটি হাস্যকর ব্যাপার কারণ যারা টেলিগ্রাম ব্যবহার করে তারা সবাই জানে যে ফেসবুকের লিংক কিভাবে কপি করতে হয় তারপরও আমি দেখিয়ে দিলাম।

 

দেখুন এখানে আমি ভিডিও লিংকটি পাঠিয়ে দিলাম এরপর উপরে দেখুন সেখানে সেন্ডিং ভিডিও একটি স্ট্যাটাস বাড়ে লেখা আসছে।

এবং নিচে বয়সে যে অর্থাৎ ভিডিওটি আমাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর দেখতে পারবেন আপনার কাছে ভিডিওটি পাঠিয়ে দিয়েছে।

আপনারা দেখতেই পারছেন এখানে আমাকে ভিডিওটি পাঠিয়ে দেওয়া হয়েছে ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে লাল চিহ্ন দিয়ে আমি যে অপশনটি আপনাদের দেখিয়েছি এখানে ক্লিক করবেন তাহলে ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে।

 

এখন দেখবো Instagram থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন?

 

ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করা সেম একই যেমনটা আমি ফেসবুকে দেখিয়ে দিলাম, শুধু আপনারা ইনস্টাগ্রামে যাবেন এবং লিঙ্কটি কপি করে এখানে পাঠিয়ে দিবেন তারপরও আমি আপনাদের একটু স্ক্রিনশট সহকারে দেখিয়ে দিচ্ছি

তো আমি এখানে instagram এ আসলাম ধরুন আমি এখানে যে ভিডিওটি দেখা যাচ্ছে এটি ডাউনলোড করব এ কারণে উপরে থ্রি ডট ম্যান এ ক্লিক করলাম

 

এখন এখানে যে কপি লিংক বলে একটি অপশন দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন যেমনটা আমরা ফেসবুক থেকে ভিডিও লিংক কপি করলাম সেম একই সিস্টেম,

 

 

এরপর এখানে আমি ভিডিও লিংকটি পাঠিয়ে দিলাম এবং এটি সেন্ড করলাম তারপর এখানে আগে যেমন আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছে ঠিক একই ভাবে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে,

 

 

এরপর দেখুন এখানে ভিডিওটি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে এখন আপনারা উপরে যে একটি আইকন দেখতে পারছেন যেটি আমি লাল চিহ্ন দিয়ে দেখেছি সেখানে ক্লিক করে আপনারা ভিডিওটি সেভ করে নিবেন এবং এটি আপনার গ্যালারিতে চলে যাবে,

 

 

এখানে আপনারা চাইলে youtube ভিডিও ডাউনলোড করে নিতে পারেন এ কারণে ইউটিউব ভিডিও লিংক কপি করে সেখানে পাঠিয়ে দেবেন এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন,

 

সমস্যাঃ

অনেকের ক্ষেত্রে ইউটিউব ভিডিও ডাউনলোড সিস্টেমে টি কাজ নাও করতে পারে। 

টেলিগ্রাম বট লিংকঃ @AllSavesBot

 

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

 

আজকের পোস্ট এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ.

 

The post একটি ( Telegram Bot) টেলিগ্রাম বট এর মাধ্যমেই, Facebook, Instagram, Likee,Tiktok Video ডাউনলোড করুন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/kd3mvhM
via IFTTT

Comments