আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। অন্যান্য সকল ধর্মাবলম্বীদের প্রতি অশেষ স্নেহ। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন।আপনাদের মাঝে অনেকদিন পর নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আছি আপনাদের মাঝে অতি উন্নতমানের একটি QR Code Scanner এ্যাপ শেয়ার করবো।
প্রথমেই দিয়ে দিচ্ছি এ্যাপ টির ডাউনলোড লিংক :
এখানে ক্লিক করে সরাসরি play store থেকে ডাউনলোড করে নিন
এ্যাপটির বৈশিষ্ট সমূহ:
১. এ্যাপটিতে যেমন আপনারা QR কোড স্ক্যান করতে পারবেন ঠিক তেমনি QR কোড Generate ও করতে পারবেন।
২.text থেকে QR Code এবং Bar Code genarate করতে পারবেন।
৩.এছাড়াও Sms, Mail,Link,Contact,Phone, Calendar,Location, Wifi,Youtube, Skype,App Package Name,UPI Paymnet,Business Card, Paypal,Crypto Currency, Metting Id প্রভিতির QR Code generate করতে পারবেন।
যেভাবে QR Code Generate করবেন :
সবার প্রথমে এ্যাপ টি ওপেন করে নিয়ে সব permission allow করে দিন।
Text থেকে QR Code Generate করতে সবার প্রথমে text select করুন।
তারপর এখানে text লিখুন। দেখুন text থেকে QR Code তৈরী হয়ে গেছে।
এখানে ক্লিক করলে text থেকে Bar Code তৈরী হবে।
এখানে ক্লিক করলে আপনাদের QR Code/Bar Code gallery তে save হয়ে যাবে।
[বিঃদ্রঃ এভাবে আপনারা অন্যান্য সব গুলো মাধ্যমে QR Code তৈরী করতে পারবেন। যেমন:SMS QR Code তৈরী করে শুধু Scan করলেই।উক্ত ব্যক্তির কাছে SMS টি চলে যাবে।]আশা করি পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে। এতো কষ্ট করে আপনাদের জন্য পোস্ট লিখি। একটা লাইক আশা রাখছি। পোস্টটি ধৈর্যসহকরে পড়ার জন্য ধন্যবাদ।
সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। শীঘ্রই আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হবো ইন শা আল্লাহ, আল্লাহ যদি তাওফিক দান করেন।
প্রযুক্তি এবং আরো নিত্যনতুন বিষয় সম্মদ্ধে আপডেট পেতে ট্রিকবিডির সাথে থাকুন।
…………..আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।…………..
ফেসবুকে আমি:For any problem
অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন:
Telegram Channel
The post অতি উন্নত মানের একটি QR Code Scanner and Generator এ্যাপ। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/j3bHLB6
via IFTTT
Comments
Post a Comment