পিসি বিল্ড করার বাংলাদেশের সেরা ৫টি ওয়েবসাইট -Pc Builder Bangladesh

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল-ই আছেন।

আজকে আলোচনা করবো পিসি বিল্ড করার কয়েকটি বাংলাদেশি ওয়েবসাইট নিয়ে।

বর্তমান সময়ে গেমার ,শিক্ষার্থী থেকে শুরু করে সরকারী কর্মকর্তা, ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান বা ইউটিউবার, ভিডিও এডিটর/ফটোগ্রাফার বিভিন্ন ধরনের কাজের ভিত্তিতে বিভিন্ন পেশার মানুষের কম্পিউটার ব্যাবহার করে থাকে ।অনেকেই রিডিমেট পিসি না কিনে কাস্টমস পিসি বিল্ড করে থাকেন।এরুপ পূর্ব প্রস্তুতির জন্য এই ওয়েবসাইট গুলো থেকে নিজের বাজেট অনুযায়ী পিসি বিল্ড করতে পারবেন।

আবার আমরা অনেকেই আছি যারা পিসি কিনতে গিয়ে দোকানদার এর কাছে মুরগী হয়ে গেছি।আমাদের কাছে বাজেট শুনে তারা এক টাকার পিসি তিন টাকায় বিক্রি করেছে।  যে গুলো পন্য বিক্রি করতে পারেনা আমাদের কাছে সরলতার সুযোগ নিয়ে তারা লাভবান হচ্ছে। এরুপ সমস্যার সমাধান পাওয়ার উপায় হলো পূর্ব প্রস্ততি ।তাই পিসি বিল্ড করার কয়েকটি সেরা ওয়েবসাইট নিয়ে আজকে আলোচনা করবো যেখান থেকে আপনি নিজের বাজেট অনুযায়ী নিজের পচ্ছন্দমতো পিসি বিল্ড করতে পারবেন।

আবার এই ওয়েবসাইট থেকে আপনি পিসি বিল্ড করে তা স্ক্রীনশট করে আপনার বিল্ডটি ঠিকঠাক আছে কিনা তা অভিঙ্গ যে কাউকে  দেখিয়ে  সাহায্য নিতে পারেন।যে আপনার পিসি বিল্ডটি ঠিকঠাক ‍আছে কিনা ।

আবার আপনি চাইলে এইখান থেকে পিসি বিল্ড করে আপনার সুবিধা মতো অফলাইন দোকান থেকেও নিতে পারেন বা আপনি চাইলে এই ওয়েবসাইট থেকেও অনলাইন অর্ডার করতে পারবেন। (বিষয়টি একান্তই আপনার ব্যক্তিগত)

বি:দ্র: অনলাইনের দোকান থেকে অফলাইনের প্রডাক্টের মূল্য কম থাকতেও পারে আবার নাও থাকতেও পারে।পিসি বিল্ড করার সময় আপনার প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি দেখে নিবেন এবং তার সিরিয়াল কোড মিলিয়ে দেখবেন।আর অফিসিয়াল প্রোডাক্টগুলোর আসলে অফিসিয়াল কিনা তা চেক করে নিবেন।

 

প্রথমে পিসি বিল্ড করার  জন্য থাকছে বর্তমান একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান Techland

আপনি চাইলে techland থেকে নিজের পচ্ছন্দ মতো পিসি বিল্ড করতে পারবেন।

Build Your Pc With Techland

দ্বিতীয়-তে পিসি বিল্ড করার  জন্য থাকছে বর্তমান একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান Star Tech

Star tech থেকেও আপনি নিজের মতো  পিসি বিল্ড করতে পারবেন।

Build Your Own Computer Star Tech

তৃতীয়তে রয়েছে পিসি বিল্ড করার  জন্য থাকছে বর্তমান একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান Ryans Computer

রায়ানস কম্পিউটার ওয়েবসাইট থেকেও আপনি পিসি বিল্ড করতে পারবেন।

Build Your Dream pc

 

চতুর্থ-তে পিসি বিল্ড করার  জন্য থাকছে বর্তমান একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান Skyland

Skyland থেকে আপনি আপনার পচ্ছন্দমতো পিসি বিল্ড করতে পারবেন।

 

Build Your Own Computer Skyland

পঞ্চম-এ পিসি বিল্ড করার  জন্য থাকছে বর্তমান একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান Computer Villege

Computer Villege থেকেও আপনি আপনার পচ্ছন্দমতো পিসি বিল্ড করতে পারবেন।

Build Your Pc With Computer Villege

আপনি চাইলে অন্য ওয়েবসাইট থেকেও পিসি বিল্ড করতে পারেন ।

তো উপরে প্রথম,দ্বিতীয় , তিৃতীয় এই রকম সিরিয়াল আমি নিজ হতে লিখেছি কোন ওয়েবসাইটের র‌্যাংকিং ভাবে উল্লেখ করেনি।

পোষ্টের কোন অংশে ‍যদি ভুলক্রটি হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

তো আজকে এইখানেই বিদায় নিচ্ছি আমি সোহেল আরমান রাজু

আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুকে আমি টুইটারে আমি

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ।আল্লাহ হাফেজ।

ধন্যবাদ

The post পিসি বিল্ড করার বাংলাদেশের সেরা ৫টি ওয়েবসাইট -Pc Builder Bangladesh appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/1BIpONa
via IFTTT

Comments