ফেসবুক আইডি হ্যাকিং এর জন্য, ১ মিনিটের ও কম সময়ে অটো লাইকার এবং অটো ফলোয়ার ফিশিং সাইট তৈরি করুন। Hack করা তথ্য আনুন টেলিগ্রাম বট এ।
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে শিখব যে,
কিভাবে আমরা এক মিনিটে কম সময়ে অর্থাৎ ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে খুব সহজেই পাওয়ারফুল ফেসবুক অটো লাইকার এবং অটোফলোয়ার তৈরি করতে পারব।
সেটির মাধ্যমে আমরা সহজে মানুষকে বোকা বানিয়ে তার ফেসবুক আইডি লগইন করাতে পারবো।
ওয়ার্নিংঃ
ফেসবুকের এই হ্যাকিং টুলসটি শুধুমাত্র শিক্ষনীয় উদ্দেশ্যে ব্যবহার করুন। যদি আপনি এই টুলস টি বা এই পোস্টটি পড়ে কারো আইডি হ্যাক করে তাকে হ্যারাসমেন্ট অথবা টাকার দাবি করে কোন আইনি সমস্যা পড়েন।
তাহলে এটার জন্য সম্পূর্ণভাবে একমাত্র আপনি দায়ী থাকবেন আমি বা ট্রিকবিডি কখনোই এরজন্য দায়ী থাকবে না।
তো চলুন পোস্ট শুরু করা যাক!
প্রথমে আপনারা এই টেলিগ্রাম বটটি ওপেন করে নেবেন, লিঙ্ক আমি পোস্টের শেষে দিয়ে রাখছি এরপর এখানে স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন।
এরপর এখানে আপনাদের সামনে এরকম অপশন শো করবে এখানে স্ক্রিনশট আমি ব্যাপারটা খুব ভালোভাবে বুঝিয়ে দিছি তারপর একটু ক্লিয়ার করে বলি।
১ম এ My ChatID Option এ ক্লিক করবেন।
২য় নম্বর ওখানে দেওয়া যে লিংক টা আছে, ওটাতে ক্লিক করে, ChatID Bot টি ওপেন করে নিবেন।
আমি ChatID Bot টি ওপেন করে নিলাম এরপর স্টার্ট অপশনে ক্লিক করলে এখানে আপনার চ্যাট আইডি দেখতে পারবেন এই Chatআইডিটি আপনারা কপি করে নিবেন।
এখন ফিশিং বানানোর জন্য আপনাদের একটি অ্যাপ প্রয়োজন হবে যেটার লিংক আমি পোস্টে শেষে দিয়ে রাখছি। এরপর আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে নিবেন।
একটি ওপেন করার পর ওপরে থ্রি ডট মেনু অপশন এ ক্লিক করে দেবেন
এরপর ওপরের স্ক্রিনশটে দেখানো সোশ্যাল হ্যাক টুলস
Social Hacked Tools
নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবেন.
এরপর ফেসবুক ক্যাটাগরি অপশনে ক্লিক করে দিবেন।
ওখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এবং নিচে স্ক্রল ডাউন করে আসলেই দেখতে পারবেন,
ফেসবুক অটো লাইকার এবং নিচে দেখতে পারবেন ফেসবুক অটো ফলোয়ার।
আমি এখানে অটো লাইকার দিয়ে দেখাবো তাহলে আপনারা এটা বুঝল, ফেসবুক অটো ফলোয়ার নিচে যে টুলস টা দেওয়া আছে এটি আপনারা বুঝে যাবেন, কারণ দুটো ফিশিং এর সিস্টেম একই।
এখন Open Cpanel অপশনে ক্লিক করবেন।
তারপর এখানে উপরে এইচটিএমএল বক্সটি,
নিচে মিস কল ডাউন করলে এরকম একটি লেখা দেখতে পারবেন,
আপনার চ্যাট আইডি দিন
এই লেখাটি আপনারা কেটে দিবেন।
এরপর আপনি যে টেলিগ্রাম থেকে চ্যাট আইডি কপি করলেন সেটা এর মাঝখানে,
অর্থাৎ ইনভার্টেড কমার মাঝখানে বসিয়ে দিবেন।
তারপর একদম নিচে এসে, উপরে দেখানো স্ক্রিনশট এর মত কিবোর্ডের ইন্টার বাটনে প্রেস করে কোডটা সেভ করে নিবেন।
এরপর উপরে দেখান স্ক্রিনশটের অপশনে Now Published My Website এ ক্লিক করে আপনার ফিশিং পাবলিশ করে নিবেন।
দেখুন আমরা কত তাড়াতাড়ি ফিশিং তৈরি করে নিলাম এখন এখানে লিঙ্ক কপি করে আপনি যাকে পাঠাতে চান তাকে পাঠাতে পারেন।
তবে এই লিঙ্কটা অনেক বড় হবে এ কারণে আপনাদের লিংক টা শর্ট করে নিতে হবে। তার জন্য ওখানে দেখতে পারবেন,
শর্ট লিংক Short Link
বলে একটি অপশন এই অপশনে ক্লিক করে দিবেন.
তারপর আপনার কপি করা লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে শর্ট করে নিবেন, এবং শর্ট করা লিংকটি আবার কপি করে নিবেন.
এখন আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন.
এবং এখানে আপনি আপনার ফিসিং সাইটটি সারা জীবনের জন্য রানিং রাখতে পারবেন,
আপনি যতজন মানুষকে পাঠাতে চান ততজন মানুষকে পাঠাতে পারবেন। আনলিমিটেড এর জন্য আপনাকে কোন টাকা বা কোন কিছু খরচ করতে হবে না.
কিভাবে ভিক্টিম কে বোকা বানাবেন?
ভিকটিমকে লিংকটি দেওয়ার সময় এভাবে এভাবে বলবেন খুব সহজেই কোন প্রকার ঝামেলা ছাড়াই ফ্রিতে ফেসবুকে অটো লাইক নিয়ে নিন প্রতি ক্লিকে এত এত লাইক পাবেন ওখানে যে এমনটা বলা আছে, আপনি আপনার আইডি লগইন করে আনলিমিটেড পোস্টে লাইক দিয়ে নিতে পারবেন।
যারা পোস্টটা লাইক পাননা, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এরকম কিছু উদ্দেশ্যমুলক কথা লিখলেই সেখানে তার আইডি দিয়ে লগইন করবে।
দেখুন আমি ব্রাউজার থেকে লিংকটা ওপেন করে লগইন করলাম,
এবং উপরে দেখাবে ইনকারেক্ট পাসওয়ার্ড,
ভিক্টিম যদি এটা প্রমাণ করতে চায় যে এটা ফিশিং সাইড তখন যখন সে তার ভুল তথ্য দিয়ে লগইন করবে, চেক করার জন্য
তখন এখানে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাবে এবং সে ভাববে এটা original facebook লাইক নেওয়ার ওয়েবসাইট।
তখন সে আবার তার অরিজিনাল ইনফরমেশন দিয়ে লগইন করলে আপনার টেলিগ্রাম বটে চলে আসবে।
দেখুন লগইন করা মাত্র ইনফরমেশন গুলো চলে আসছে
আবারো বলতেছি এটা শুধু আমি আপনাদের শিক্ষনীয় উদ্দেশ্যে শেখালাম এখান থেকে আপনারা ধারণা পেলাম যে কিভাবে ফিশিং সাইট তৈরি করতে হয়।
এবং কিভাবে কি করতে হয় এটা শুধুমাত্র শিক্ষনীয় দেশে ব্যবহার করবেন এটির মাধ্যমে কারো কোনো ক্ষতি করবেন না
টেলিগ্রাম বট লিংকঃ https://t.me/TeamxHack_bot
এপ ডাউনলোড লিংকঃ https://tinyurl.com/XwebhostPhisher
অটো লাইক এবং অটো ফলেয়ার ফিশিং বানানোর সিস্টেম একই, ওটা আপনারা নিজেরায় পারবেন। তাই ওটা আর দেখালাম না।
সবাই ভালো, থাকবেন, কোথাও কিছু না বুঝলে উল্টাপাল্টা কমেন্ট না করে আমাকে জানাবেন আমি ঠিক করে দেব।
আল্লাহ হাফেজ।
The post ফেসবুক আইডি হ্যাকিং এর জন্য, ১ মিনিটের ও কম সময়ে অটো লাইকার এবং অটো ফলোয়ার ফিশিং সাইট তৈরি করুন। Hack করা তথ্য আনুন টেলিগ্রাম বট এ। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/5PShGpb
via IFTTT
Comments
Post a Comment