আসসালামুওয়ালাইকুম
সবাই কেমন আছেন ? আবারও ট্রিকবিডি তে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম ।
আজ কথা বলবো জিক্যাম নিয়ে ! যা দিয়ে রাতে বা লো লাইটে অসাধারণ ফটো তোলা যায় ।
এবং যেই জিক্যাম এর কথা বলছি তার নাম হলো CamStellar !
Camstellar আর অন্য জিক্যাম গুলোর মধ্যে পার্থক্য কী ?
সকল জিক্যাম ই মূলত গুগল এর পিক্সেল সিরিজের যেই ক্যামেরা থাকে সেই ক্যামেরা থেকে পোর্টেড হয়ে থাকে এবং প্রতিটি জিক্যাম আলাদা আলাদা ভাবে মডিফাইড থাকে । এই ক্যামস্টেলার জিক্যাম মূলত নাইট মোড কে বেশি ফোকাস করে মডিফাই করা হয়েছে ।
এই ক্যামেরায় কী কী এক্সট্রা ফিচার থাকছে ?
Super Astrophotography
যারা জিকাম ব্যবহার করি তারা আগে থেকেই এই এস্ট্রোফটোগ্রাফির ব্যাপারে জানি । এটা হলো মূলত নাইট মোড এর পিকচার কে আরো বেশি পিক্সেলস ও লাইট ব্যবহার করে আরও বেশী আকর্ষনীয় করে থাকে !
Best Night Sight
নাইট সাইড হলো এই ক্যামেরার একটি ফিচার যা দিয়ে মূলত রাতের ফটো বা সেলফি তোলা হয় , যা সকল জিক্যাম এই থাকে কিন্তু এই জিক্যাম এ যা এক্সট্রা করে মডিফাই করা হয়েছে ।
আরও রয়েছে মুন মোড , স্টার স্পেশালাইজড মুন মোড , সান মোড ইত্যাদি ।
একটি উদাহরণ দেওয়া যাক
দেখুন এখানে কতো অন্ধকার !
আমি এখন এই জায়গার ছবি জিক্যাম দিয়ে ক্যাপচার করে দেখাচ্ছি !
নাইট মোড এ ছবি তোলার সময় Astrophotography অবশ্যই অন রাখতে হবে , কিন্তু যার ফলে কিছু সময় নিবে এই ক্যামেরা প্রতিটি ক্লিক এ !
দেখুন ছবিটি কতোটা আলোকিত এবং সুন্দর । যদি এই ছবিটি আমি শুধুমাত্র এই পোস্টের জন্যই তুলেছি আমার জানালার বাইরে পাশের কুড়েঘরের । জানালায় রেখে দিয়েছিলাম । আপনার আরও ভালো ভালো জায়গায় ছবি তুলতে পারেন যা আরও আকর্ষনীয় লাগবে !
Camera Download Link
পরবর্তীতে আমি এই ক্যামেরার কনফিগ শেয়ার করবো এবং আরও শেয়ার করবো কীভাবে আকর্ষনীয় ছবি তোলা যায় ।
তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ ।
The post রাত কে দিন বানানোর Gcam – Night Mode এর জন্য সেরা Gcam appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/VCdiWkS
via IFTTT
Comments
Post a Comment