Farlight 84 : early stage এই ডাউনলোড সংখ্যা ৫০ লক্ষ+


ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম জানাই

আজকে শেয়ার করব একটি online battle royal গেম লিংক যার নাম Farlight 84। যারা Call of duty, Freefire,Apex Legend খেলতে খেলতে বোরিং হয়ে গেছেন তাদের জন্য এটি। এর গ্রাফিক্স বলতে গেলে মোটামুটি ভালো। ব্যাটল রয়েল গেম হিসেবে বেশ‌ নতুনত্ব আছে। যারা Fun Vibe এর সাথে Action চান তাদের জন্য এটি। PubG,Call of Duty তে মোটামুটি competitive Tendency নিয়েই খেলতে হয়। কিন্তু এখানে তেমন stress কাজ করবে না। টাইমপাস করার জন্য বেশ ভালোই বলা‌ চলে

এটির Graphics অনেকটা PC Fortnite এর মতো। ৪০ জনের ব্যাটেল‌ রয়েল গেম। তাই বলা যায় বেশ fast ভাবেই গেম শেষ করতে পারবেন। ম্যাচপ্রতি দীর্ঘ টাইম লাগবে‌না। গেমে নতুনত্ব যারা আনতে চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য পারফেক্ট গেম।

গেমটির জন্য ডিভাইস রিকোয়ারমেন্ট


Ram: minimum 2 জিবি। তবে আমি সাজেস্ট করবো 4 জিবি ফোনে ট্রাই করতে
Storage: প্লে-স্টোর সাইজ 0.91 জিবি। সাথে গেম ইন্সটল করার পর additional ফাইল লাগবে।‌‌ মোটামুটি ১.৫ জিবির মতো স্টোরেজ লাগবে।
Android version: 6+

📍📍Appটির ডাইরেক্ট ডাইনলোড লিংক পেতে এখানে ক্লিক করুন
তবে‌ চাইলে play store এ search দিয়েও‌ ডাউনলোড দিতে পারবেন।

নিচে কিছু ingame স্ক্রিনশট দিলাম। ভালো লাগলে খেলতে পারেন




আজকে এটুকুই। আপনাদের মন্তব্য জানাবেন। পজিটিভ কিংবা নেগেটিভ উভয়‌ই সাদরে গ্রহন করা হবে

The post Farlight 84 : early stage এই ডাউনলোড সংখ্যা ৫০ লক্ষ+ appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/8RriCJO
via IFTTT

Comments