আসসালামুওয়ালাইকুম
সবাই কেমন আছেন ? আবারও ট্রিকবিডি তে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম ।
আমরা সকলেই ইতিমধ্যে ChatGPT সম্পর্কে জেনে গেছি এবং ইমরুজ ভাই অলরেডি সেই বিষয়ে একটি পোস্ট করেছেন । যারা দেখেন নি দেখে আসুনঃ
তো আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারি যে এই Ai কতো ভয়ংকর হতে পারে !
এখন অনেকেরই মাথায় প্রশ্ন আসে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে আমরা কী কী করতে পারি । তাদের উদ্দেশ্যে বলছি , অনেক কিছুই করতে পারি । বড় বড় কোম্পানি টেকডাউন হয়ে যাচ্ছে এই Ai সিস্টেম লঞ্চ হওয়ার পর থেকে ।
কীভাবে এই Ai সিস্টেম দিয়ে আর্টিকেল লিখবো ?
এটা খুবই সহজ, যারা অলরেডি ব্যবহার করেছেন তারা জানেন । আর যারা জানেন না তাদের উদ্দ্যেশ্যে দেখাচ্ছি ।
প্রথমে ChatGPT তে প্রবেশ করতে হবে । তারপর সেখানে সেটা লিখবো আমরা যে রিলেটেড কন্টেন্ট চাই ,
ধরুন আমি লিখছি ,
এটা লেখার কিছুক্ষনের মধ্যেই সে আমাকে রিপ্লাই করছে এটা ,
অর্থাৎ আমি পেয়ে গেছি একটি ডিটেইলড পোস্ট যেখানে সে কম্পিউওটার স্পিড আপ করা সম্পর্কে লিখেছে ।
কিন্তু এই কন্টেন্ট কী আদও ইউনিক , যখন এটা আমি ChatGPT কেই প্রশ্ন করলাম সে আমাকে উত্তর দিলো,
তো সে আমাকে উত্তর দিলো যে এটা ইউনিক কন্টেন্ট , কিন্তু তবুও আমি যখন এর সত্যতা যাচাই করতে গেলাম , তখন একবারেই অভিভূত হলা যে এটা আসলেই একটি ইউনিক কন্টেন্ট ।
আমি এর প্লাগারিজম চেক করলাম এবং দেখলাম
যে এটি আমাকে ৯৬% একটি ইউনিক কন্টেন্ট দিয়েছে ।
তাহলে কী আমি এটা দিয়ে এডসেন্স এপ্রুভাল পেতে পারি ?
হ্যা , অবশ্যই । কারন এটি একটি ইউনিক কন্টেন্ট যা দিয়ে এডসেন্স এপ্রুভাল সম্ভব ।
তবে যার জন্য একটু মাথা খাটাতে হবে । কন্টেন্ট এর কিছু শব্দ চাইলে নিজে থেকে চেঞ্জ করতে পারি আমরা । চাইলে কিছু ইমেজ এড করতে পারি সেই কন্টেন্ট / আর্টিকেল রিলেটেড ।
আমি অলরেডি এই ব্যাপার এ অনেক রিসার্চ করছি যদি সব দিক থেকে সফল হতে পারি , অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার ।
তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ ।
The post ChatGPT দিয়ে আর্টিকেল লিখে এডসেন্স এপ্রুভাল পাওয়া সম্ভব ? appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/SulnjMa
via IFTTT
Comments
Post a Comment