“ChatGPT ক্লোন” এবার নিজস্ব এপিআই দিয়ে Chatgpt Clone করে ফুল স্পীডে Chatgpt ব্যববহার করুন।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন তো বেশি কথা না বলে আজকের পোস্টটা শুরু করা যাক!

প্রায় গত কিছুদিন হল আমি Chatgpt সমন্ধে অনেকগুলো পোস্ট করেছি যেগুলো আপনারা ব্যবহার থেকে একদম বানানো পর্যন্ত সব বেসিক বিষয়ে দেওয়া আছে সেখানে।

আপনারা চাইলে আমার আইডি থেকে সেই পোস্টগুলি পড়ে নিতে পারেন সেখানে আপনারা দেখতে পারবেন যে আমি দেখিয়েছি যে,

কিভাবে Chatgpt বানাবেন সেটি দেখিয়ে দিয়েছি, এবং কয়েকটা Chatgpt  ওয়েব সাইট ও এপ বানানোর পর সেগুলো ও শেয়ার করেছি মোট কথাই  এই টপিক সম্বন্ধে ফুল ট্রিক্স আছে সেখানে দেওয়া।

 

যাইহোক, এখন আসি মুল পোস্টে যে কিভাবে “ChatGPT ক্লোন” এ  নিজস্ব এপিআই দিয়ে ফুল স্পীডে Chatgpt ব্যববহার করবো।

 

Chatgpt দিয়ে আপনি ব্যবহার করতে চাইলে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আপনার নিজস্ব Api Key দিয়ে দিয়ে আপনি ব্যবহার করতে চাইলে,

 

প্রথমে আপনাকে Chatgpt  একাউন্ট তৈরি করতে হবে তো আমাদের ইতিবদ্ধ সবারই অনেকেই একাউন্ট তৈরি করা  আছে আমরা সেই একাউন্ট দিয়ে এটি করতে পারি।

 

আমাদের সবার জন্য Chatgpt Owner Section থেকে একটি এপিআই ( Key কি)  দেওয়ার ব্যবস্থা রেখেছে 

 

যেটিকে কাজে লাগিয়ে যারা প্রোগ্রামার বা ডেভেলপার আছে তারা চ্যাট দিয়ে পিটি তৈরি করতে পারে তো সেম সেভাবে আজকে আমরা সেই এপিআই কি  key দিয়ে, চ্যাট জিপিটি তৈরি করে দেখাবো,

এর জন্য আপনারা নিচে স্ক্রিনশট এবং আমার কথাগুলো ফলো করুন.

প্রথমে আপনারা আপনার ব্রাউজারের সার্চ করবেন ওপেন এ আই এ পি আই লিখে,

 

সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করবেন তারপর আমার উপরের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন  অথবা আপনারা চাইলে পোস্টের নিচে থেকে সরাসরি লিংকটি ওপেন করে নিতে পারেন, আমি পোস্টের নিচে  লিংক দিয়ে রেখেছি।

 

 

উপরে দেখানো স্ক্রিনশটে অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে চ্যাট জিপিটি ওপেন ইআই ডেভলপার সেকশনের যে সাইট পেস্ট আছে সেটা ওপেন হবে।

 

এরপর এখানে হচ্ছে আপনারা আপনাদের এপিআই কি পাবেন এর জন্য এখন আপনাদের চ্যাট ডিপিটি অ্যাকাউন্ট লগইন করতে হবে,

 

তার আগে আপনাদের কাছে রোবট ভেরিফিকেশন চাইবে সেটি আপনারা ভেরিফাই করে নিবেন এরপর আপনাদের সামনে অ্যাকাউন্ট লগ ইন পেজ ওপেন হবে, অ্যাকাউন্ট লগইন করা শেষে নিচে স্ক্রিনশট এর মত দেখতে পারবেন

 

এরপর আপনার এখানে উপরে দেখানো অপশন এ ক্লিক করবেন,

 

তারপর নিচে দেখানো যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন, আপনারা চাইলে সাইটটি ডেস্কটপ মোড করে নিতে পারেন,

তাহলে আপনাদের যাদের ডিভাইসের হাইট ওয়াইট ছোট তারা এই অপশনটা খুব সহজে দেখতে পারবেন,

 

 

উপরে দেখানো অপশনে ক্লিক করার পর এরকম একটি অপশন দেখতে পারবেন যেখানে ভিউ এ পি আই কি বলে একটি অপশন এটাতে আপনারা ক্লিক করে দেবেন,

 

 

তারপর (ক্রিয়েট এ নিউ সিক্রেট এপিআই কি) নামে একটি অপশন সেখানে ক্লিক করবেন,

এরপর আপনাদের যে এপিআই আছে সেটি কপি করে নিবেন

 

উপরে দেখানো কপি অপশন এ ক্লিক করে আপনার এপিআই টা কপি করে নিবেন,

 

তারপর এই ক্লোন Chat জিপিটি ওয়েব সাইটটি সেটি আপনারা ওপেন করে নিবেন,

 

যেটির লিঙ্ক আমি দিয়ে রেখেছি পোস্টের  নিচে দিছি, সেখান থেকে ওপেন করার পর ওপরের মত একটি ইন্টারফেস দেখতে পারবেন,

 

যেখানে এপিআই কি দেওয়া হবে সেখানে আপনি যে এপিআই কি কপি করলেন সেটি এখানে এসে পেস্ট করে দেবেন তারপর ওকে অপশনে ক্লিক করবেন,

এরপর দেখুন আমার চ্যাট জিপিটি ওয়েবসাইট সম্পূর্ণ তৈরি।

যেটি এখন আমি আমার নিজস্ব Api Key দিয়ে ব্যবহার করে বাানিয়ে ফেল্লাম।

 

এখানে আপনাকে কোন একাউন্ট খুলতে হবে না এবং এটি অফিসিয়াল  Chatgpt এর থেকেও ভালো স্পিডে কাজ করে যেটি আমি নিজেই প্রমাণ করে দেখেছি।

 

কোথাও কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন আমি ফ্রি থাকলে রিপ্লাই দিয়ে জানাবো।

এবং এখানে কিছু কমেন্ট করি আছে যারা আন্দাজে কিছু বুঝুক আর না বুঝুক,

এমনি একটা কমেন্টে বকাবকি করে, তাদের ক্ষেত্রে বলি,তারা যদি এমন কমেন্ট করে,

তাহলে ট্রিকবিটে নীতিমালা থাকার কারণে আমি তাদেরকে সেরকম জবাব দিতে পারব না,  বাট তাদের কমেন্টে রিপোর্ট করব। 👻

 

Chatgpt Clone Link: https://fastgpt.app/

ChatGPT Api Key Link: https://platform.openai.com/overview

 

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

 

আজকের পোস্ট এ পর্যন্ত সবাই ভাল থাকবে,  আল্লাহ হাফেজ।

The post “ChatGPT ক্লোন” এবার নিজস্ব এপিআই দিয়ে Chatgpt Clone করে ফুল স্পীডে Chatgpt ব্যববহার করুন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/iJFhERp
via IFTTT

Comments