আসসালমুআলাইকুম ট্রিকবিডি এর সকল ভিজিটরগণ। সবাইকে জানাই নতুন পোস্ট এ স্বাগতম।
আমি অভি আছি আপনাদের সাথে নতুন পোস্ট নিয়ে আবারও হাজির হলাম। কোনো ভুল ত্রুটি হলে নিজ গুনে ক্ষমা করবেন।
মহান আল্লাহ তায়ালা এর সন্তুষ্টি লাভের আশায় মাহে রমজান মাসে আমরা রোজা পালন করি।
এতে মহান আল্লাহ এর নৈকট্য অর্জন করা যায়, কিন্তু আমাদের মধ্যে অনেকেই বিবাহিত আছেন যারা রমজান মাস নিয়ে দ্বিধায় আছেন।
রোজা রাখার জন্য ফজর এর আগে উঠে একদম খেয়ে সন্ধা পর্যন্ত মাগরিব এর আযান পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয়।
যা আমরা মাহে রমজান মাসে পালন করে থাকি পুরো বিশ্বের মুসলমান গণ। যেটি সুন্নত সকলের জন্য।
তবে স্বপ্নদোষ বা স্বামী স্ত্রী গোসল এর পর গোসল করা ফরজ অনেকেই জানতে চান এই ফরজ গোসল না করে রোজা রাখলে সেটি হবে কিনা।
আসুন জেনে নেই এই সম্পর্কে ইসলাম কি বলে,,
মহান আল্লাহ কে খুশি করার উদ্দেশ্য নিয়ে মুলত সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকাই রোজা বলা হয়।
কিন্তু রোজা নিয়ে অনেক মুসলমান এর মধ্যেই কিছু না কিছু ভুল ভ্রান্তি আছে, যেমন এই যে সেহেরী এর সময় ফরজ গোসল টা করা বাধ্যতামূলক নাকি সেটা নিয়ে অনেকেই ভুল তথ্য পেয়ে থাকেন।
রোজা যেহুতু সুন্নত সুতরাং সেটা পালন করা প্রত্যেক মুসলমান এর জন্য বেশ দরকারি। কিন্তু ফরজ গোসল যেটি ইসলাম ফরজ করে দিয়েছে সেটা আগে করা উত্তম।
আর গোসল করা হলো বিশুদ্ধতা,, আর ইসলাম বলে সব কাজ শুদ্ধতম ভাবে করতে যাতে মহান আল্লাহ তায়ালা খুশি হন বান্দার ওপর।
তবে সেহেরী খাওয়ার জন্য ফরজ গোসল আদায় করতে হবে তার কোনো মানে নেই,, সেহেরী এর সময় পবিত্রতা টা গুরুত্তপূর্ণ এমন কিছু না,, তবে সুন্নাত আদায় করা টা দরকার।
নবী মুহাম্মদ সা বলেছেন যে,গোসল ফরজ অবস্থা তে কোনো বান্দা যদি সেহেরী করতে চান সে করতে পারবে। তবে নামাজ আদায় এর পূর্বে অবশ্যই তাকে পাক পবিত্র হতে হবে।
নাহয় সেটা কবুল হবে না, আল্লাহর দরবারে, এই জন্য তখন গোসল করতে হবে এবং নামাজ আদায় করতে হবে। কারণ অপবিত্র অবস্থায় নামাজ আদায় করা মারাত্মক গুনাহ।
তাই বিবাহিত ভাই গণ চিন্তা মুক্ত থাকুন আপনারা চাইলে ফরয গোসল এর আগে সেহেরী করতে পারবেন। তবে নামাজ এর পূর্বে অবশ্যই নামাজ আদায় করে নিতে হবে।
রেফারেন্স: মুসলিম শরীফ,হাদীস ২৫৯২
এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য trickbd এর সাথেই থাকুন
The post বিবাহিতদের জন্য সেহেরী খাওয়ার জন্য ফরজ গোসল করা কি জরুরী!! যেনে নিন বিস্তারিত appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/pU935zD
via IFTTT
Comments
Post a Comment