আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি এর বৃদ্ধি পাচ্ছে,, বলা যায় মানুষ আজ এই প্রযুক্তির কল্যাণে উন্নতির চরম শিখরে পৌঁছেছে।
আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন পর্যুক্তির সহায়তা এর দরকার পড়ে,,
কিন্তু আমরা সবাই জানি না যে আমাদের দরকারি এইসব জিনিস গুলোর পুরো নাম কি,,
আমরা শুধু মাত্র সংক্ষিপ্ত নাম গুলো জেনে থাকি, কিন্তু পুরো নাম জানি না এর জন্য মাঝে মাঝে কৌতূহল জাগে জানার জন্য ।
আজকে আমি সবগুলো দরকারি জিনিসগুলোর নাম বলবো যা আমাদের প্রতিদিন এর কাজে বেশ দরকারি কাজে লাগে।
যেকোনো ধরনের অনুসন্ধান বা
কাজের ক্ষেত্রে সমাধান হিসেবে মানুষ গুগল এর সাহায্য নিয়ে থাকেন, এবং বিশ্বের অন্যতম টেক জায়ান্ট হলো গুগল।
কিন্তু অনেকেই আছেন যে এই গুগল এর পুরো নাম টি জানেন না, Google এর পূর্ণরূপ হলো (Global Organization of Oriented Group Language of Earth)
যা আমরা অনেকেই জানতাম না,, এই টেক জায়ান্ট গুগল এর পুরো নাম এটি।
গুগল এর পরে বিশ্বের আরেক বড় সার্চ ইঞ্জিন এবং মেইল সার্ভিস হলো ইয়াহু, যা কিছু সংখ্যক মানুষ ব্যাবহার করেন।
ইয়াহু এর পূর্ণরূপ হলো(Yet Another Hierarchical Officious Oracle)
আমরা যেইসব মোবাইল ফোন ব্যবহার করে থাকি,, এইসব মোবাইল ফোন গুলোতে সিম কার্ড লাগানো থাকে,
যার মাধ্যমে আমরা নেটওয়ার্ক এর সংস্পর্শে এসে একে ওপরের সাথে যোগাযোগ করতে পারি,, এই সিম এর পূর্ণরপ হলো (Subscriber Identity Module)
ইন্টারনেট এর জন্য আমরা মোবাইলের ডাটা এর পাশাপাশি ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করি।
কিন্তু অনেকেই আছেন যে এই ওয়াইফাই এর পুরো নাম টি জানেন না, তবে যারা একাদশ শ্রেণীর আইসিটি বই পড়েছেন তারা হয়তো জানেন।
ওয়াইফাই এর পূর্ণরূপ হলো(Wireless Fidelity)
আমরা বর্তমানে ব্যাংকে না গিয়ে দিন রাত ২৪ ঘন্টা ATM বুথ এর মাধ্যমে লেনদেন করতে পারি।
যা আমাদের জীবন কে সহজ এবং সাবলীল করেছে, জানেন কি এই ATM এর পূর্ণরূপ কি?
ATM এর পূর্ণরূপ হলো: (Automated Teller Machine)
আমরা যারা পিসি ব্যাবহার করে থাকি, তারা বেশিরভাগ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি, জানেন কি এই উইন্ডোজ এর মানে কি?
উইন্ডোজ (Wide interactive Network Development for Office Work Solution)
মূলত আইশুলো আমাদের নিত্যপ্রয়োজনীয় বেশ জরুরি কিছু জিনিষ এর সংক্ষিপ্ত থেকে পূর্ণরূপ ।
তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য trickbd এর সাথেই থাকুন।
The post গুগল সহ নিত্যপ্রয়োজনীয় দরকারি জিনিস এর পূর্ণরূপ জেনে নিন!! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/zkqifNS
via IFTTT
Comments
Post a Comment