আসসালামুওয়ালাইকুম
সবাই কেমন আছেন ? আবারও ট্রিকবিডি তে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম ।
কিছু স্টেপ্স ফলো করে বাইরের দেশের ভিউজ বা সাবস্ক্রাইবার আনা যেতে পারে যেকোনো ইউটিউব চ্যানেল এ !
আপনাদের ভুলের কারণেই আপনাদের ফরেইন চ্যানেল গ্রো করে না !
গ্রো না করার মূল কারন হলোঃ
- চ্যানেল লোকেশন বাংলাদেশ দেওয়া
- ভিডিওর ভাষার সেটিংস পরিবর্তন না করা
- ভিডিও বাঙালি অডিয়েন্স এর সাথে শেয়ার করা
চলুন এই সমস্যা গুলোর সমাধান করি !
প্রথমে ইউটিউব স্টুডিও তে যান !
তারপর বাম কর্ণারে দেখুন Settings আছে সেখানে ক্লিক করুন !
দেখবেন Country Of Residence একটি অপশন রয়েছে !
এটা পরিবর্তন করে সেই দেশ দিন যেই দেশের ভাষার ভিডিও আপনি তৈরি করেন !
তারপর সেইভ করুন !
তারপর আবার সেটিংস থেকে
তারপর Advanced settings এ ক্লিক করুন
তারপর Video Language এর উপর চাপ দিন
এবং ভাষা English করে দিয়ে সেভ করুন !
Video Sharing
যদি আপনার কাছে কোনো আমেরিকান অডিয়েন্স থাকে অর্থাৎ আপনি যেই ভাষার ভিডিও বানান সেই ভাষার অডিয়েন্স থাকে তাদের সাথে ভিডিও শেয়ার করুন নাহলে কোনো প্রয়োজন নেই !
তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ ।
The post ইংরেজিতে ইউটিউব ভিডিও বানান ? কিন্তু বাইরের দেশের ভিউ / সাবস্ক্রাইবার পান না ! নিয়ে নিন সমাধান ! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/FpxATrt
via IFTTT
Comments
Post a Comment