পিসির সব সফটওয়্যার আপডেট রাখতে নিয়ে নিন Iobit Softwer Updater 5 সাথে ৮ মাসের লাইসেন্স কি সহ

আসসালামু আলাইকুম ।

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন ।

তো আজকে আলোচনা করবো পিসির সফটওয়্যার আপডেটার নিয়ে।

আমরা যারা পিসি ইউজ করি এবং পিসিতে যে সমস্থ সফটওয়্যার ব্যাবহার করে থাকি ঐ সফটওয়্যার গুলো কিছুদিন পর পর আপডেট হয় ।

ধরুন আপনি যে সফটওয়্যার গুলো ব্যাবহার করছেন তাতে অনেক সমস্যা বা Bug থাকতে পারে ।এর জন্য সফটওয়্যার কোম্পানীর প্রতিষ্ঠাতারা ঐ সফটওয়্যার গুলো সকল সমস্যার সমাধান করে তা আবার লেটেস্ট ভার্শন বা আপডেট করে থাকে।

তাই আমাদের পিসিতে যে সমস্থ সফটওয়্যার সমস্যা থাকে ঐগুলো সমাধানের জন্য আমরা আপডেট করার জন্য ব্যাবহার করবো Iobit Softwer Updeter 5 ,এই সফটওয়্যার ব্যাবহার করা একদম সহজ এবং ঝামেলা মুক্ত।

তাই কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন নিচে স্ক্রীনশট আকারে দেখানো হলো:

প্রথমে এই লিংক থেকে সফটওয়্যারটি ইনস্টল করে নিন official site

নিচের Free Download থেকে ডাউনলোড করুন

তারপর Install এ ক্লিক করুন

এরকম আসলে No,Thanks এ সিলেক্ট করে তারপর Next এ ক্লিক করুন।

তারপর আবারো No,Thanks এ ক্লিক করুন

ব্যাস আমাদের ইনস্টল করা হয়ে গেছে। এইবার আমরা এই সফটওয়্যারটি প্রো ফিচার ব্যাবহার করার জন্য আমাদের লাইসেন্সটি দিয়ে ৮মাসের জন্য একটিভ করে নিবো। একটিভ করার জন্য নিচে ছোট করে Enter Code লেখা আছে ঐখানে আমাদের কাংক্ষিত লাইসেন্সটি কপি করে পেস্ট করে দিন।

লাইসেন্সটি হলো: 3322C-FE128-749FA-DF2T5 যা ১৫ই নভেম্বর ২০২৩ ইং পর্যন্ত সচল থাকবে।

এইবার দেখুন আমাদের লাইসেন্সটি একটিভ হয়ে গেছে ।

এখন দেখুন আমার পিসির ৫টি সফটওয়্যার আপডেট এসেছে এর জন্য এইখানে Update লেখা এসেছে।

এখন আপনি যদি যে সমস্থ সফটওয়্যার আপডেট এসেছে সব গুলো আপডেট করতে চাইলে উপরের Update Now তে ক্লিক করে সব আপডেট করতে পারবেন।

দেখুন আমি আপডেট দেওয়ার পর আমার সফটওয়্যার Downloading হচ্ছে ।

এইভাবেই আপনার পিসির সফটওয়্যার গুলো খুব সহজে আপডেট করতে পারবেন এবং পিসির সমস্থ সফটওয়্যার আপডেট রাখার জন্য  Iobit Softwer Updater  এর ভুমিকা অপিহার্য যার ব্যাবহার একদম সহজ ও নির্ভরযোগ্যে।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানে বিদায় নিচ্ছি আমি সোহেল আরমান

আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুকে আমি

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন  এবং ট্রিকবিডির সাথেই থাকুন সবসময় এই প্রত্যাশায় আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ

ধন্যবাদ।

 

The post পিসির সব সফটওয়্যার আপডেট রাখতে নিয়ে নিন Iobit Softwer Updater 5 সাথে ৮ মাসের লাইসেন্স কি সহ appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/EGY3uQV
via IFTTT

Comments