Hash Droid : এন্ড্রয়েড ফোনেই জিপ ফাইলের MD5 Hash খুব সহজেই ক্যালকুলেট করুন Root / nonroot user must see.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ট্রিক বিডির আরেকটি পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার মত আপনারাও সবাই ভালো আছেন।

আজকের পোষ্টের মূল টপিক হচ্ছে আমাদের ডাউনলোডকৃত ZIP ফাইলটি করাপ্টেড /অকেজো কিনা- MD5 Hash ক্যালকুলেশন এর মাধ্যমে সেটি কিভাবে চেক করব।

বর্তমান সময়ে আমরা যারা অনলাইন থেকে কোন জিপ ফাইল ডাউনলোড করে থাকি অনেক সময় ইন্টারনেট কানেকশন স্লো থাকার কারণে বা বারবার ডাউনলোড বন্ধ করার কারণে জিপ ফাইলটি করাপ্টেড বা অকেজো হয়ে যায় অর্থাৎ জিপ ফাইলের মধ্যে যেসব ফাইলগুলো কমপ্রেস করা থাকে সেগুলোর প্যাকেট লস হয় যার ফলে ফাইলটি ঠিকভাবে কাজ করেনা।

এমনিতেই এর কোন প্রভাব না থাকলেও আমরা যারা রুট ইউজার আছি তারা যখন কোন বুট ইমেজ বা কাস্টম রিকভারি ইমেজ অথবা কাস্টম রম ডাউনলোড করে রিকভারিতে গিয়ে সেটিকে ফ্ল্যাস করি তখন আমাদের ডাউনলোডকৃত জিপ ফাইলটি করাপ্টেড হয়ে থাকলে আমরা বুটলুপে আটকা পড়ি অথবা ফোন ব্রিক করে আর সেজন্য কোন জিপ ফাইল ফ্ল্যাস করার আগে এর MD5 Hash ক্যালকুলেট করে চেক করে নেওয়া ভালো।

আমরা এটি আমরা করব একটি অ্যান্ড্রয়েড অ্যাপ এর মাধ্যমে যার নাম হচ্ছে: Hash Droid

আমি নিচের স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অ্যাপস থেকে যেকোনো জিপ ফাইল এর MD5 হ্যাশ ক্যালকুলেট করবেন এবং যে ওয়েবসাইট থেকে ফাইলটি ডাউনলোড করেছি সেই ওয়েবসাইটের md5 স্ক্রিপ্ট এর সাথে মিলিয়ে দেখবেন।

আমরা সাধারনত ওয়েবসাইট থেকে যে জিপ ফাইল ডাউনলোড করে থাকি সেখানে ফাইলটির নিচে ফাইলের MD5 নাম্বারগুলো দেওয়া থাকে সেগুলোকে কপি করে নিবো।

হ্যাশ ড্রয়েড এপ্স ওপেন করে নিচের স্ক্রিনশট এর মার্ক করা স্থানে ক্লিক করুন।

এর পর নিচের ছবির মতো মেমরী থেকে জিপ ফাইলটি সেলেক্ট করে ক্যালকুলেট করে নিন।

এখন মিলিয়ে দেখুন যে ওয়েবসাইটে প্রদান করা MD5 Hash ও আপনার ক্যালকুলেট করা হ্যাশ মিলেছে কিনা। যদি না মিলে থাকে তাহলে বুঝবো যে আমাদের ডাউনলোড করা জিপ ফাইলটি করাপ্টেড এবং এটি যেকোনো জায়গায় ফ্লাশ করা নিরাপদ নয় সুতরাং সেটিকে আবার ডাউনলোড করতে হবে।

অ্যাপ ডাউনলোড লিংক: Hash Droid-Play Store

আজকের এতোটুকুই।ভুলত্রুটি গুলো ক্ষমা করে দেবেন। আমরা কেউই ভুলের উর্ধে নই।
আল্লাহ হাফিজ।

ফেসবুকে আমি
টেলিগ্রামে আমি

The post Hash Droid : এন্ড্রয়েড ফোনেই জিপ ফাইলের MD5 Hash খুব সহজেই ক্যালকুলেট করুন Root / nonroot user must see. appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/oEjClGa
via IFTTT

Comments