আপনার Gmail এ থাকা ১০ এমবির উপরের মেইল গুলো একেবারে ডিলেট করে একান্ট স্টোরেজ ফাকা করুন

আসসালামুওয়ালাইকুম

কেমন আছেন সবাই? আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পোস্ট নিয়ে এলাম!  আশাকরি আপনাদের ভালো লাগবে!

 

আমাদের বেশিরভাগ জিমেইল ইউজার দের ই একটা সমস্যায় ভুগতে হয় তা হলো একাউন্ট স্টোরেজ এর সমস্যা!

 

সবার প্রথমে আপনার মোবাইলে থাকা জিমেইল এপ টি ওপেন করুন,

এরপরে “Search in mail” এ ক্লিক করুন!

এবার সেখানে সার্চ করুন “has:attachment larger:10MB” এটা লিখে। 

তা লিখে সার্চ করলেই এমন কিছু মেইল আসবে!

এগুলো সবগুলো ১০ এমবির উপরে!

 

এবার এগুলোর মধ্যে যেগুলো প্রয়োজন নেই সেগুলো সিলেক্ট করে ডিলেট করে দিন।

ব্যাস, হয়ে গেলো মেইল ডিলেট।

ধন্যবাদ আজ এ পর্যন্তই

আসসালামুওয়ালাইকুম।

– Saimum Raihan

The post আপনার Gmail এ থাকা ১০ এমবির উপরের মেইল গুলো একেবারে ডিলেট করে একান্ট স্টোরেজ ফাকা করুন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/KSPLE9e
via IFTTT

Comments