ঐতিহাসিক চরমোনাই মাহফিল ২০২৩ লাইভ দেখুন “চরমোনাই লাইভ” অ্যাপে


আসসালামু আলাইকুম ট্রিকবিডিবাসী! কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে চমৎকার একটি ইসলামিক অ্যাপ নিয়ে হাজির হলাম।

পুরো বিশ্বে মুসলমানদের বড় বড় কিছু জমায়েত ক্ষেত্র রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে হজ্ব, বিশ্ব ইজতেমা এবং চরমোনাই মাহফিল। চরমোনাই মাহফিলে সারাদেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাসহ বহির্বিশ্বের উলামায়ে কেরামগণ কুরআন এবং হাদীসের আলোকে বয়ান পেশ করে থাকেন। ধর্মপ্রাণ মুসলমানরা নিজেদের ঈমান-আমল শুদ্ধ করতে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে থাকেন। নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে এবং রুহের খোরাক মেটাতে শায়েখদের বয়ানসমূহ মনোযোগের সাথে শ্রবণ করে থাকেন। চরমোনাই মাহফিলের মাধ্যমে প্রতিবছর বহু মানুষ ইসলামের সুশীতল ছায়ার পথে ফিরে আসে। পথহারা দ্বীনি ভাইয়েরা সঠিক পথের দিশা পায়। অনেকেই নানা সমস্যার কারণে উক্ত মাহফিলে শরীক হতে পারে না। তাদের জন্য চলে এলো “চরমোনাই লাইভ” এন্ড্রয়েড অ্যাপ। এই অ্যাপের সাহায্যে খুব সহজেই চরমোনাই মাহফিল ২০২৩ লাইভ দেখা যাবে। যারা চরমোনাই মাহফিল কোনো ঝামেলা ছাড়াই যেকোনো জায়গা থেকে সরাসরি দেখতে চান, তারা নিচের লিংক থেকে ইন্সটল করুন অথবা গুগল প্লেস্টোরে সার্চ করুন “চরমোনাই লাইভ”।

অ্যাপটির বৈশিষ্ট্য:
– আকর্ষণীয় ডিজাইন
– সহজ ইউজার ইন্টারফেস
– চরমোনাই মাহফিল লাইভ সার্ভার
– ভিন্ন ভিন্ন ৩টি লাইভ সার্ভার
– পুরাতন মাহফিলের ভিডিও
– বাফারিং ছাড়া দ্রুত ভিডিও দেখার সুবিধা
– সাজানো গোছানো ক্যাটাগরী

অ্যাপটি ইন্সটল করতে Play Store-এ সার্চ করুন “চরমোনাই লাইভ” অথবা নিচের লিংক থেকে ইন্সটল করে নিন।
অ্যাপটির লিংক


অ্যাপটিতে পাবেন:
চরমোনাই মাহফিল ২০২৩ লাইভ,
চরমোনাই ফাল্গুনের মাহফিল ২০২৩,
চরমোনাই মাহফিলের ভিডিও,
চরমোনাই মাহফিল সরাসরি,
চরমোনাই মাহফিল ২০২২ এর ভিডিও,
ইসলামী আন্দোলন বাংলাদেশের লাইভ প্রোগ্রাম,
চরমোনাই পীর সাহেবের ওয়াজ,
চরমোনাই জিকির,
চরমোনাই গজল,
চরমোনাই বর্তমান মাহফিল,
Charmonai vs live 2023,
Charmonai mahfil 2023 live,
Mufti Rezaul Karim Pir Saheb Charmonai boyan,
Mufti Foyzul Karim Shayekhe Charmonai boyan.

অ্যাপটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ।

আজকের মত বিদায় নিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন কিংবা আমাকে নক করুন।

আমার ফেসবুক প্রোফাইল

সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।

আল্লাহ হাফিজ।

The post ঐতিহাসিক চরমোনাই মাহফিল ২০২৩ লাইভ দেখুন “চরমোনাই লাইভ” অ্যাপে appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/whrnzyb
via IFTTT

Comments