কেমন আছেন ?
টাইটেল দেখে একটু অবাক লাগতেছে তাই না?
হ্যা এটা সত্যি , আমি আপনাদের সকল প্রুফ দিয়ে দিবো টেনশন নেই।
এর জন্যে কি লাগবে আমাদের ?? পিসি নাকি মোবাইল?
হ্যা আপনি এই কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন । এর জন্যে একটা পোস্ট আগেও করেছিলাম ।
তবে রুলস এর জন্য ডিলিট করা হইছে ঐটা । আবার করে দিবো ভিন্ন ভাবে।
এই পোষ্টটি শুধু আপনাদের Earning করতে হেল্প করবে এমন ও না ।
এর মাধ্যমে আমরা মুভি ডাউনলোড করতে পারব, কোন ঝামেলা ছাড়া। আরও অনেকের হেল্প হবে ।
সেটা পরের বিষয়,
এখন যেটা মূল কথা সেটা টাকা ইনকাম ।
তো আমরা জেহুতু ক্রিপ্টো কয়েন ইনকাম করবো এর জন্যে আমি faucetpay সাইটটিকে বেছে নিয়েছি এইটা পেমেন্ট করে প্রুফ নিচে দিয়ে দিলাম । আমি টাকা তুলেছি ।
এই সাইট নিয়ে আগেও ট্রিকবিডি তে পোস্ট আছে । নিচ থেকে পড়ে আসেন আমি আর কিছু লিখব না এই নিয়ে কারণ অনেক সময় যাবে।
পড়া শেষ হলে মেইন কাজ এখান থেকে শুরু ওকে।
আর হ্যা মোবাইলে আপনারা Kiwi Browser ব্যবহার করবেন । হবে কাজ।
- প্রথমে আমাদের Tampermonkey Extension টা ইন্সটল করতে হবে ।
- এইখান থেকে করে নেন ।
এইবার নিচের লিংক এ গেলে দুইটা স্ক্রিপ্ট পাবেন ।
Bypass All Shortlinks – স্ক্রিপ্ট ১
TimerHooker – স্ক্রিপ্ট ২
তো ইন্সটল করার পরে এখন আপনাদের বলি এই দুইটা স্ক্রিপট এর কি কাজ ।
প্রথমটা যেকোনো shortlink বাইপাস করে ফেলে ।
প্রথম স্ক্রিপ্ট টা যে সাইট গুলো faucetpay তে সর্ট লিংক এ টাকা দেয় ঐ গুলো বাইপাস করতে পারবেন । আর ফ্রি তে ইনকাম করতে পারবেন । অল্প সময় এ ।
২য় স্ক্রিপ্ট টির কাজ হচ্ছে টাইম বাইপাস করা । আপনারা যখন কোন মুভি ডাউনলোড করেন । তখন সাইট গুলো টাইম দেয় । সেইগুলো বাইপাস করতে হেল্প করবে ২য়টি ।
তবে এইটা আমারা টাইম বাইপাস এ কাজে লাগাব। ফসেট গুলো তে । যাতে করে অল্প সময় এ ভালো ইনকাম হয়,
এই দুইটা স্ক্রিপ্ট খুবি জরুরী ।
আমি এখন একটি সাইট এ এর কাজ করে দেখাচ্ছি ।
দেখেন আমি একটা সাইট খুজে বের করেছি যেটা কিনা Shortlink এ আমাদের কে বিট কয়েন দিবে।
এখানে ৩৭ টা short link আছে । আর এইগুলো স্ক্রিপ্ট এর ফলে অনেক স্পীডে আমি বাইপাস কারে ফেলব।
আচ্ছা একটা জিনিস মনে রাখবেন ২য় স্ক্রিপ্ট টা TimerHooker নাম যার সেটা ইন্সটল এর পড়ে কিন্তু এইটা আপনার ব্রাউজার এর বাম এ বল এর মত চলে আসবে ।
সেখানে মাউস রাখলে 2* অথবা ৩* দেখাবে।
সেখানে ক্লিক করে করে টাইম এর স্পিড বাড়িয়ে নিতে হবে। দেখেন উপরের ছবি তে দেখতে পারবেন এইটা কিভাবে কাজ করে ।
এইটা আমাদের Short Link বাইপাস এর সময়কার ছবি । এইটা অটোমেটিক চলে।
কিছু কথা এই স্ক্রিপ্ট টি ৯৮% short link সাইট বাইপাস করতে সফল ।
আর আপনাকে অবশ্যই নিজ থেকে ক্যাপচা সল্ভ করতে হবে।
একবার দেখেন কত সহজে আমি লাইট কয়েন ইনকাম করে ফেললাম ।
আসা করি বুঝতে পারছেন কিভাবে কাজ করে এই জিনিস টি ।
তাহলে লেগে পড়ুন যাদের একাবারে ফাকা টাইম আছে তারাই করবেন।
আর যদি তাও না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন রিপ্লে করে দিব ।
Thanks me Later
The post হ্যাক করে বিটকয়েন ইনকার করেন স্ক্রিপ্ট ব্যবহার করে। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/6wjl94q
via IFTTT
Comments
Post a Comment