অদ্ভুদ লাইট ৷ রাতে জলবে দিনে বন্ধ হয়ে যাবে ৷২০ টাকা খরচ এই বাড়িতেই তৈরি করুন ৷

সন্ধ্যা হওয়ার সাথে সাথেই জ্বলে ওঠা এবং সকাল হওয়ার সাথে সাথে নিভে যাওয়া একটি ডে নাইট বাল্ব কিভাবে তৈরি করবেন তা নিয়ে আজ আমি পোস্ট লিখতে বসেছি ৷ পষ্টটি ছোট হলেও যারা electronic প্রেমি তাদের জন্য অনেক কাজের আর সহজ একটা প্রজেক্ট ৷ এই সিস্টেম টিকে সাধারণত অটোমেটিক দে নাইট এলইডি বাল্ব বলা হয় ৷ যার প্রতিটি বাল্বেরাবাজার মূল্য ৪০০থেকে ৫০০ পর্যন্ত হয়ে থাকে ৷ এই ডে নাইট অটোমেটিক বাল্ব তৈরি করার জন্য আপনার তিনটি পার্টস এর প্রয়োজন হবে ৷
প্রথমে হচ্ছে ট্রানজিস্টোর৷ ট্রানজিস্টর নম্বর বিটি১৩৬ ৷

দ্বিতীয় একটি ২২০ কে রেজিস্টর ৷ চেনার জন্য আমি আপনাকে রংটা বলি ৷ লাল লাল হলুদ ৷
নম্বর তিন এলডিএল ৷
এ সকল পার্রস আপনি আরনার পার্শবর্তী ইলেট্রনিক্স এর দোকান এ পাবেন ৷ কিংবা দারাজ এ একটু বেশি টাকায় কিনতে পারেন ৷

নিচে দেয়া ডায়াগ্রাম থেকে সার্কিট তৈরি করে ফেলুন ৷

বোঝার সুবিদার্থে বলে রাখি , এখানে টার্মিনাল ওয়ান হচ্ছে ট্রানজিস্টরের প্রথম পা ,টার্মিনাল থ্রি হচ্ছে ট্রানজিস্টরের তিন নাম্বার পা আর মাঝের টা বা ট্রানজিস্টরের মধ্যখানির টা হলো t2 ৷
আপনাদেরবোঝার জন্য ছবিটাতে আমি স্ক্রিনশট দিয়ে দাগ করে দিয়েছি ৷ এবার আসি টেস্ট করার, সর্বশেষে ২২০ ভোল্টের সংযোগ দিন ৷ ব্যাস ৷

অনেকদিন ধরেই কারো সাড়া পাই না ৷ পোস্টে আপনারা সবাই কমেন্ট করুন৷ যদি বেশি কমেন্ট পড়ে তবে আরো একটা সুন্দর পোস্ট নিয়ে হাজির হব দ্রুত ৷ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন

নিত্যনতুন Tips পেতে নতুন ঘুরে আসুন trapdragon.com

The post অদ্ভুদ লাইট ৷ রাতে জলবে দিনে বন্ধ হয়ে যাবে ৷২০ টাকা খরচ এই বাড়িতেই তৈরি করুন ৷ appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/P3BLT7D
via IFTTT

Comments