আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে কিভাবে টেলিগ্রাম আ্যাপ ছাড়ায়, আমরা ক্রোমো ব্রাউজার বা যে কোন ব্রাউজারে ব্যবহার করব,
তো এটার কিছু সুবিধা এবং অসুবিধা বলে নেই প্রথমে এটার সুবিধা গুলো বলি,
ব্রাউজারে টেলিগ্রাম অ্যাপ ব্যবহারের সুবিধা গুলো হল,
প্রথমত ব্রাউজারে ব্যবহার করার জন্য প্লেস্টোর থেকে আপনাকে এমবি খরচ করে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করতে হবে না। সুতরাং আপনার ফোনের র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ ফাঁকা থাকবে।
এবং টেলিগ্রাম অ্যাপ এ যাদের কেউ নেই তাদের টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করতে মন চায় না, সে ক্ষেত্রে তারা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার না করেই
কোন কিছুর দরকার হলে ব্রাউজার থেকে টেলিগ্রাম ব্যবহার করতে পারবে,
যেমন আমরা যদি কোন অথর বা কেউ কোন একটি লিঙ্ক টেলিগ্রাম থেকে শেয়ার করি, তখন যাদের টেলিগ্রাম অ্যাপ নেই তারা কিন্তু সেই ফাইলটি ডাউনলোড করতে পারে না।
সেই ফাইলটি ডাউনলোড করতে হলে তাদেরকে প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করতে হয়, তারপর আবার একাউন্ট তৈরি করতে হয়, তারপর আবার লিংক থেকে সেই ফাইলটি ডাউনলোড করতে হয়, সব একটি ভেজাল যা যাদের টেলিগ্রাম নেই যারা এটি ব্যবহার করে না, তাদের কাছে এটি প্রচুর বিরক্তিকর।
তো তারা কোন ইমার্জেন্সি দরকারের জন্য কোন ফাইল ডাউনলোড করার জন্য যেটি টেলিগ্রাম থেকে ডাউনলোড লিংক তৈরি,
সেই ফাইলটি ইমারজেন্সি ডাউনলোড করার জন্য, তাদের টেলিগ্রাম অ্যাপ ছাড়াই তারা ওয়েবসাইট ভিজিট করে সেই ফাইলটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন।
এবং এর অসুবিধাটা যদি বলি, আসলে অসুবিধাটা খুবই সামান্য।
যেটা অসুবিধে না বললেও চলে তারপরও এটাকে আমি এজন্য অসুবিধা বললাম তার কারণ নিচে একটা উল্লেখ করে বলি।
প্রথমত যারা ফাস্ট টাইম ব্রাউজারে টেলিগ্রাম ব্যবহারের জন্য, টেলিগ্রাম আ্যাপ দিয়ে ফোন নাম্বার দিয়ে লগইন করে নিতে হবে।
অর্থাৎ টেলিগ্রাম একাউন্ট ওপেন করবে তাদের জন্য শুধু প্রথমবার টেলিগ্রাম অ্যাপ অবশ্যই ডাউনলোড করতে হবে তাছাড়া ব্রাউজার একাউন্ট তৈরি করতে পারবেন না,
সে ক্ষেত্রে যারা এটি করে রাখতে চান অর্থাৎ যারা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করতে চান না কিন্তু প্রয়োজনের তাগিদে টেলিগ্রাম এ্যারাই টেলিগ্রাম থেকে যে কোন ফাইল ডাউনলোড করতে চান তাদের জন্য শুধু প্রথমবার টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করতে হবে তারপর টেলিগ্রাম অ্যাপ এ একাউন্ট তৈরি করতে হবে,
এবং ১মবার টেলিগ্রাম আ্যাপ থেকে অ্যাকাউন্ট তৈরি করা শেষে আপনারা নিচে দেখানো এই ওয়েবসাইটটি ওপেন করবেন, যেটি টেলিগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট।
তো এটি ওপেন করার পর যেভাবে আপনি টেলিগ্রাম একাউন্ট তৈরি করেছিলেন, ঠিক সেভাবেই আপনি এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে টেলিগ্রাম অ্যাপের নম্বর বক্সে আপনার ফোন নাম্বার বসিয়ে দিয়ে লগইন করবেন।
তারপর আপনার কাছে একটি ভেরিফিকেশন কোড আসবে যেটা আপনাকে আপনার ফোনে খুদেবার্তার মাধ্যমে না পাঠিয়ে আপনি টেলিগ্রাম অ্যাপের টেলিগ্রাম যে একটি অফিসিয়াল চ্যানেল আছে সেটার মাধ্যমে আপনারা যে লগ ইন ভেরিফিকেশন কোড আছে সেটি পেয়ে যাবেন,
তারপরে সেই কোড দিয়ে ব্রাউজারে লগইন করে নেবেন। এরপর আপনি চাইলে টেলিগ্রাম এপ আনইন্সটল করে দিতে পারেন।
এবং তারপর আপনি টেলিগ্রাম অ্যাপ ছাড়াই যে কোন ডকুমেন্ট কল মেসেজ সবকিছু ব্রাউজার থেকে টেলিগ্রামের ওয়েব লিংকটা ভিজিট করে টেলিগ্রামের সমস্ত ফিচার ব্যবহার করতে পারবেন।
এটা খুবই সহজ টেকনিক আমি জানি এখানে অনেকে জানে তারপরও এখনো অনেকে আছে যারা জানে না তাদের সুবিধার্থে বললাম, এবং এজন্য ট্রিকবিডিতে এই পোস্ট টা করা, যেনো যারা জানেনা,তারাও জানতে পারে।
লিংকটি সেভ করে রাখবেন, তাহলে সেটা দিয়ে,ডিরেক্ট ওপেন করতে পারবেন।
ব্রাউজার থেকে টেলিগ্রাম ব্যবহার করতে ক্লিক করুন।
ইন্টারনেট ও প্রযুক্তি বিষয়ে, লেটেস্ট আপডেট পেতে মন চাইলে টেলিগ্রাম এ যুক্ত হতে ক্লিক করুন।
তো সবাই ভালো থাকবেন, TrickBD সাথে থাকবেন।
~আল্লাহ হাফেজ।
The post টেলিগ্রাম আ্যাপ ছাড়ায়,টেলিগ্রাম ব্যবহার করুন। Use Telegram Without Telegram App. appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/JGv1PyY
via IFTTT
Comments
Post a Comment