প্যারাডক্স (PARADOX) জিনিস টা কি? পরিচিত হয়ে নিন।

Hello ট্রিক বিডি বাসি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন আমিও ভাল আছি তো আবারো আজকে একটি নতুন আটিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনারা আজকের আর্টিকেলটিও প্রতিবারের ন্যায় উপভোগ করবেন তাহলে চলুন কথা না বাড়ি আজকে আর্টিকেলটি শুরু করি।

প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি তো আমরা অনেকেই পরিচিত কিন্তু আমরা আদৌ কি প্যারাডক্স এর মানে সম্পর্কে পরিষ্কার? দেখুন আপনি সোশ্যাল মিডিয়া বা অন্য যেকোনো জায়গায় হয়তো প্যারাডক্স শব্দটি শুনেছেন কিন্তু এর আসল মানে আপনি কি জানেন অনেকে হয়তো এই প্যারাডক্স এর মানে জানেন না আজকের আর্টিকেলটিতে এই প্যারাডক্স নিয়ে কথা বলব।

প্যারাডক্স (PARADOX) কি?

প্যারাডক্স (PARADOX) এর অর্থ হলো তার কূটভাস। বোঝেন নি হয়তো বুঝায় বলছি।

এমন কিছু বাক্য বা উক্তি যা থেকে নির্দিষ্ট কোন সিদ্ধান্তে আসা যায় না। এসকল বাক্যের অর্থ বের করতে গেলে সাধারণত দুটি পরস্পর বিরোধী সমাধান পাওয়া যায় যার কোনটিকে সম্পূর্ণ সত্য বা সম্পূর্ণ মিথ্যা বলা যায় না। এমন দুটি সমাধানের একটি সত্য হলে অন্যটি মিথ্যা হয় আবার একটি মিথ্যা হলে অন্যটি সত্য হয়।

অন্যভাবে,প্যারাডক্স হলো মূলত এক ধরনের বাক্য বা বিবৃতি যেখানে বাক্যটি একটি বিষয় বা ঘটনার পরস্পরবিরোধী দুটি সমাধানের উৎপত্তি ঘটায়। যে কারণে সঠিক সমাধান পাওয়া যায় না। কারণ প্রথম সামাধান সঠিক হলেও দ্বিতীয় সমাধানটি সঠিক নয়। একইভাবে দ্বিতীয় সমাধান সঠিক হলে প্রথমটি সঠিক নয়।

কয়েকটি প্যারাডক্স (PARADOX)

পৃথিবীতে প্রায় অনেক রকমের প্যারাডক্স আছে। নিচে কয়েকটি প্যারাডক্স এর সাথে আপনাদের পরিচয় করে দেওয়া যাক।

The Barber Paradox

একটি গ্রামে একজন নাপিত আছেন যিনি শুধু তাদের দাড়ি  কাটেন  যারা নিজেরা দাড়ি কাটতে পারে না। যারা দাড়ি কাটতে পারে তাদের দাড়ি তিনি কামান না। প্রশ্নটি হচ্ছে নাপিত কি নিজের দাড়ি কাটেন?

Bullet vs Bullet-proof Armor

মনে করুন এমন একটি গুলি বানানো হলো যা সবকিছু ভেদ করে যেতে পারে। আবার এমন একটি বর্ম বানানো হলো যাকে কোন বস্তু ভেদ করতে পারবে না। কিন্তু সবকিছু ভেদনযোগ্য গুলি দ্বারা অভেদনযোগ্য বর্মকে আঘাত করা হয় তাহলে কি ঘটবে?

Socratics paradox

সক্রেটিস বলেছিলেন আমি কিছু জানি না। এটাও একটা প্যারাডক্স। কেউ যদি কখনো বলে আমি কিছুই জানি না, সেটাও কিন্তু একটা প্যারাডক্স। কারণ সে যে কিছু জানে না, সেটাও তো একটা জানা। প্যারাডক্সের এটাই সবচেয়ে বড় উদাহরণ।প্যারাডক্স মানে পরস্পরবিরোধী বক্তব্য।

এরকম অনেক প্যারাডক্স আমাদের পৃথিবীতে আছে এবং প্রতিনিয়ত আমরা এরকম প্যারাডক্সের মুখোমুখি হচ্ছি অনেক ইন্টারেস্ট।

এই ছিল প্যারাডক্স। আর হ্যাঁ প্যারাডক্সিকাল সাজিদ বই টা পড়তে পারেন। আমার পড়া সেরা একটা বই যা।

আরো পড়ুনঃ Free Internet 2023

আরো পড়ুনঃ Top 10 bank in bangladesh (Updated information 2023)

আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

The post প্যারাডক্স (PARADOX) জিনিস টা কি? পরিচিত হয়ে নিন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/mulQJiH
via IFTTT

Comments