আসসালামু আলাইকুম,
আজকে আপনাদের সাথে শেয়ার করব, একদম সিম্পল এবং নরমাল একটি অ্যাপ।
যেটি আপনারা ইতিমধ্য এর সম্বন্ধে জানেন এবং google এ বিভিন্ন ওয়েবসাইটেও এই অ্যাপ সম্বন্ধে আছে বা এরকম টাইপের অনেক অ্যাপ আছে,
এবং ওয়েবসাইটেও আছে যেগুলো দিয়ে আপনারা খুব সহজেই চাকরির বয়স বের করতে পারেন।
অথবা আপনার ফোনে থেকে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করতে পারেন তাদের সুবিধার্থে আমি একটা অ্যাপ তৈরি করেছি,
খুবই নরমাল আ্যাপ, আপনাদের মন চাইলে এটা ব্যবহার করতে পারেন অথবা মন না থাকলে ইগনোর করতে পারেন তো এখানে একটা কথা সেটা বলি।
চাকরীর বয়স বের করার একদম সিম্পল & নরমাল একটা আ্যাপ, এমন ও লোক আছে, যাদের অনেকের একবারে অনেকগুলো চাকরীর বয়স একসাথে ক্যালকুলেটর এ হিসাব করতে।
কিছুটা প্রবলেম বা ভেজাল হয়। তারা এটা দিয়ে খুব সহজেই বের করতে পারবেন।
আবার ও সেইম কথায় বল্লাম!
এটার জন্য আপনারা গুগলে বিভিন্ন ওয়েবসাইট পাবেন, প্লে স্টোরেও এরকম টাইপের অনেক আ্যাপ আছে। আপনারা চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন,
তবে, প্লে স্টোরে ইংরেজি ভার্সনের বেশি আ্যাপ আছে, আর এটা বাংলা ভার্সন।যারা কোনো মত বাংলা পড়তে পারে, তারাই ইউজ করতে পারবে।
মন চাইলে ব্যবহার করতে পারেন। যদি ভালো না লাগে, ইনগোর করবেন।
সবাই এগুলা সমন্বে জানে, আর ফোনের ক্যালকুলেটর হিসাব করলেও বের করা যায়।
তারপরও মন চাইলো শেয়ার করলাম।
App Link: Download করতে ক্লিক করুন।
The post চাকরীর বয়স বের করার আ্যাপ, Job age finder app. appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/UcbYrAD
via IFTTT
Comments
Post a Comment