আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
অনেক দিন আবার ও হাজির হলাম নতুন কিছু নিয়ে। উপরের টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন নিয়ে আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক।
Inspect কি সেটা সবাই জানি কমবেশি তাই বিস্তারিত আর বলছি না । আমরা সবাই পিসি দিয়ে inspect করা থাকি মোবাইলে সাপোর্ট করে না বলে । মোবাইলের কিছু ব্রাউজার আছে যেগুলোতে inspect অপশন রাখ হইছে।
কিন্তু কথা হচ্ছে এখন সব ফোনেই chrome ব্রাউজার থাকে। কিন্তু chrome মোবাইলের জন্য inspect রাখেনি খুব হতাশা জনক বিষয় ।
আরেক কথা হচ্ছে কিছু মানুষের মোবাইল আছে যাদের রেম রম কম তাদের তো বারি অ্যাপস করতে সমস্যা হয় ।তাদের কথা বিবেচনা করে আমি নিয়ে আসলাম কিভাবে আপনার ফোনে থাকা chrome ব্রাউজারকে যেকোন ওয়েবসাইটে গিয়ে inspect করবেন। তো চলুন কিছু স্কিনসর্ট দেখা যাক।
প্রথমে আমরা আমাদের ফোনে থাকা chrome ব্রাউজারে চলে যাবো।
তারপর থ্রী ডটে ক্লিক করবো।
এখন দেখেন স্টার চিহ্ন আছে সেখানে ক্লিক করবো।
তারপর এইরকম edit অপশন পাবেন সেখানে ক্লিক করবেন।
এইরকম বক্স পাবেন প্রথমে যেকোন একটা নাম দিবেন।
javascript:(function () {var script=document.createElement(‘script’);script.src=”//cdn.jsdelivr.net/npm/eruda”;document.body.appendChild(script); script.onload = function () { eruda.init() } })();
তৃতীয় নাম্বার বক্সে আমার দেওয়া কোডটা কপি করে পেস্ট করে দিবেন।
তারপর Done দিবেন।
আমরা যেকোন একটা ওয়েবসাইটে যাবো। তারপর ওয়েবসাইটের URL ক্লিক করে আমরা সার্চ করবো।
আপনি bookmarks যে নামে সেইভ করছেন সেই নামে সার্চ করে তারপর উপর ক্লিক করবো।
তারপর কনারে settings এর মতো একটা লগো দেখতে পাবো সেটার উপর ক্লিক করবো।
দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট inspect হয়ে গেছে । এইভাবে আপনি যেকোন ওয়েবসাইটকে inspect করতে পারবেন।
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
The post মোবাইল দিয়ে কিভাবে chrome ব্রাউজারে Inspect করবেন যেকোন ওয়েবসাইটে । । appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/YMquZBl
via IFTTT
Comments
Post a Comment