২০২৩ সালে নম্বর গোপন রেখে, ফ্রীতে পৃথিবীর যেকোন দেশে কল , Call anywhere in the world for free in 2023, keeping the number private, Team x 1337
আসসালামু আলাইকুম আজকে শিখবো যে কিভাবে আমরা ইমারজেন্সি দরকারে ফ্রিতে নাম্বার গোপন রেখে কল করে কথা বলতে পারব।
অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ দরকার কথা বলার প্রয়োজন পড়ে ওই সময় আমাদের ফোনে এমবি ওয়াইফাই থাকলেও ব্যালেন্স না থাকাই আমরা কথা বলতে পারি না।
যদি এমন হতো যে আমাদের ফোনে এমবি & ওয়াইফাই আছে।
পাশাপাশি আমাদের ইমারজেন্সি দরকারে নাম্বার গোপন রেখে ফ্রীতে কথা বলতে পারব, এবং এর জন্য অন্যান্য কলিং অ্যাপ এর মত কোন ক্রেডিট আর্ন করা দরকার হবে না।
কোন Ads দেখার দরকার হবে না, এমনকি কোন একাউন্ট খোলারও দরকার হবে না, শুধু আমরা কোন খাটুনিই ছাড়ায় কথা বলতে পারব।
এমনকি শুধু বাংলাদেশেই না পৃথিবীর যেকোন দেশেই নম্বর গোপন রেখে ফ্রিতে কথা বলা যেত, তাহলে কতই না ভালো হতো!
এটা কি সম্ভব? এটা কি আসলেই সত্যি?
হ্যাঁ এটা আসলেই সম্ভব এবং আসলেই সত্যি,
তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, যে আমাদের ফোনে টাকা না থাকা সত্ত্বেও কিভাবে আমরা কোন প্রকার কষ্ট ছাড়াই শুধু নম্বর বসিয়েই ফ্রিতে কথা বলতে পারি।
১/ প্রথমে আপনারা এই ওয়েবসাইটটি ওপেন করবেন তার পাশে ( ফোন কলস = Phone Calls)
অপশন দেখতে পারবেন এখানে আপনারা ক্লিক করবেন।
২/ এরপর আপনার নিচের ছবির মত ডায়াল প্যাড দেখতে পারবেন। যেখানে আপনি যার কাছে কল করতে চান তার নাম্বার উঠাতে হবে।
তবে নম্বর উঠানোর আগে অবশ্যই তার পাশে যে পতাকা আছে সেই পতাকা আইকন এ ক্লিক করবেন।
৩/ এরপর আপনারা ছবির মত স্পিনার মেনু দেখতে পারবেন যেখানে আপনার কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করার জন্য আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এবং তারপর বাংলাদেশ কান্ট্রি দেখতে পারবেন সেটি সিলেক্ট করে নিবেন।
এরপর আপনি যার নাম্বারে কথা বলতে চান সেখানে ( 1) থেকে শুরু করে নাম্বার উঠাবেন।
৪/ এরপর আপনাকে কল করতে হবে কল করার আগে অবশ্যই আপনার পারমিশন এলাও করতে হবে।
এলাও না করলে আপনি কথা বলতে পারবেন না।
এবং যার কাছে কল করবেন সে আপনার কথা শুনতে পারবেন না
এখন নিচের কল আইকনে ক্লিক করে কল করুন এবং কিছুক্ষণ পর দেখবেন যে তার নাম্বারে কল চলে গেছে।
তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি কল করার সাথে সাথেই আমার কাছে একটি গোপন নাম্বার থেকে কল এসেছে। এখন যদি আমি কলটা রিসিভ করি,
এখন রিসিভ করার সাথে সাথেই দেখেন আমার কলটি রিসিভ হয়ে গেছে এখন আমি কথা বললে অপরপক্ষ আমার কথা শুনতে পারবে।
এরপর আপনারা দুই মিনিট করে প্রতিদিন কথা বলতে পারবেন।
ওয়েবসাইট লিংকঃ https://plagibot.com/
হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।
চ্যানেলঃ https://t.me/Teamx1337official
কোন সমস্যা হলে, আমার সাথে যোগাযোগ করতেঃ https://xofikul07.github.io/About-Me/
সবাই ভালো থাকবেন।
~ আল্লাহ হাফেজ।
The post ২০২৩ সালে নম্বর গোপন রেখে, ফ্রীতে পৃথিবীর যেকোন দেশে কল , Call anywhere in the world for free in 2023, keeping the number private, Team x 1337 appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/HLUIwg0
via IFTTT
Comments
Post a Comment