অসাধারণ সিস্টেম! টেলিগ্রামের মাধ্যমে ছবি সহ যতপ্রকার ফাইল আছে,সেগুলোকে যেকোনো ফরমেটে এ এডিটিং করুন।

আসসালামু আলাইকুম আজকে টেলিগ্রাম বট এর আরেওও একটি মারাত্মক এবং অসাধারণ ফিচার নিয়ে কথা বলব।

যেটা সমন্বে বলবো

আমরা এটার জন্য অনেক আলাদা ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপস ইউজ করি, কিন্তু আমরা যারা টেলিগ্রাম ব্যবহারকারী আছি, তারা এসবকিছু ছাড়াই খুব সহজেই টেলিগ্রামের মাধ্যমে ফটো অডিও যেকোন ফাইল পিডিএফ ইত্যাদি মেক করতে পারবো,

অর্থাৎ এডিট করে রিজাইজ করতে পারবো।

এবং এটি খুবই সোজা এবং খুবই ইজি!

এবং কোন প্রকার আলাদা প্লাটফর্ম ব্যবহার না করে শুধু টেলিগ্রাম অ্যাপ এর মাধ্যমে আমরা এসব করতে পারি।

এই ভোটের কিছু সুবিধা নিয়ে নিচে আলোচনা করলাম প্রথমে কিছু কথা বলি,

এই বটের মাধ্যমে আমরা ছবি রিসাইজ করতে পারবো,

এবং অডিও ডকুমেন্ট ইত্যাদি রিলাইজ করতে পারবো,

অনেক সময় আমরা যারা কোডার আছি তাদের ওয়েব ডেভেলপিং করতে হয় বা এরকম কিছু অনেক সময় বাইরে থেকে পিক রিয়ালাইজড করতে হয়, এত কাহীনি ছাড়াই দুই, থেকে তিন, চার সেকেন্ডের মধ্যেই আমরা এটি টেলিগ্রাম অ্যাপ এর মাধ্যমে করতে পারবো।

প্রথমে আপনারা টেলিগ্রাম বটটি ওপেন করে নেবেন,

 

তারপর নিচে দেখেন স্ক্রিনশট এর মাধ্যমে আপনি যে ডকুমেন্ট এডিট করতে চাচ্ছেন সেই ডকুমেন্টটি সেন্ড করবেন,

আর একটি কথাঃ  যারা ওয়েব ডেভেলপার আছেন বিভিন্ন সময়ে ওয়েবসাইটে ব্যবহার করার জন্য পিএনজি এবং জে পি জি যেকোন সাইজের ইমেজ এর দরকার হয়,

 

এটির মাধ্যমে আপনারা সেটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন ।তো এর পরবর্তীতে আপনারা অপশন গুলো ফলো করুন!

 

তারপর নিচে ছবির মত দেখতে পারবেন, এখানে কিছুক্ষণ লোডিং হবে এর মধ্যে আপনার পিক টাকে রিয়ালাইজড করবে।

সাপোস আমি একটি GIF তৈরি করব এর জন্য হচ্ছে আমি একটি ছবি সেন্ড করলাম।

এবং এখন কিছুক্ষণ ওয়েটের পর আমার কাছে পাঠিয়ে দিয়ে দিল,এখন আমি একটি অডিও ফাইল দিয়েও দেখলাম।

আর আমি জাস্ট একটা সিম্বল আপনাদের দেখালাম। আরো একটি কথা বলি শুধু ইমেজ সাইজ বা অন্যান্য বিষয় না এটার মাধ্যমে আপনারা পিডিএফ ফাইল ও তৈরি করতে পারবেন খুব সহজেই।

এখানে যে অপশন গুলো আছে এই অপশন গুলোর মধ্যেও, আপনি যেটা দিয়ে আপনার ফটো বা অডিও যে ডকুমেন্টস আছে সেটি এডিট করতে চাচ্ছেন,

 

সেটি সেন্ড করার পর আপনার পছন্দ মত অপশন থেকে আপনি আপনার কাজ করে নিতে পারবেন।

যারা আগে থেকে জানেন, পোস্ট এড়িয়ে চলুন। যারা জানেনা তাদের কে কিছু জানতে দিন।

বট লিংকঃ @newfileconverterbot

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

ভালো লাগলে লাইক কমেন্ট করুন।

তো সবাই ভালো থাকবেন।

~আল্লাহ হাফেজ।

The post অসাধারণ সিস্টেম! টেলিগ্রামের মাধ্যমে ছবি সহ যতপ্রকার ফাইল আছে,সেগুলোকে যেকোনো ফরমেটে এ এডিটিং করুন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/BsyRvSp
via IFTTT

Comments