নতুন ফোন কিনে যেভাবে ফ্রীতে ইন্টারনেট নিবেন জেনে নিন!!

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমাদের জীবনের প্রয়োজনীয় একটি উপাদান এর মধ্যে মোবাইল একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিচিত হয়েছে।

বলা যায় জীবনের প্রয়োজনীয় মাধ্যম এটি। প্রায় প্রতিদিন মোবাইল গ্রাহকের সংখ্যা বাড়ছে।

বাংলাদেশের এক পর্যায়ে গবেষণায় জানা গিয়েছে প্রায় ১৮ কোটি+ মানুষ মোবাইল ফোন ব্যাবহার করে।

এখন প্রায় প্রতিটি বাড়িতে একটি করে হলেও মোবাইল ফোন রয়েছে। যা দিয়ে যোগাযোগ করা যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।

বাংলাদেশে মোবাইল ফোন এর ব্যাবহার বাড়ছে এই জন্য মোবাইল অপারেটররা বিভিন্ন লোভনীয় অফার প্রদান করছে ।

এখন যেকোনো ব্র্যান্ডের 4G বা 5G ফোন কিনলেই বাংলাদেশের জনপ্রিয় ৩ টি মোবাইল সিম অপারেটর রবি,এয়ারটেল এবং বাংলালিংক দিচ্ছে বছর ব্যাপী ফ্রী ইন্টারনেট ।

কিন্তু একটি ট্রিক ফলো করে এই ফ্রী ইন্টারনেট নিতে হবে।

প্রথমেই আসি বাংলালিংকে :

যদি আপনি বাংলালিংক ইউজার হন প্রথমে সিম কার্ড টি সিম স্লট ১ এ তুলবেন। তারপর আপনি ডায়াল করবেন *5000*521#

তারপর এমন এসএমএস পাবেন এবং ফ্রী ইন্টারনেট চলে আসবে ২ থেকে ৩মিনিটের মধ্যেই।

আপনি পাবেন ৩ জিবি টফি প্যাক এবং ১ জিবি ডাটা। যার মেয়াদ থাকবে ৭ দিন।

এছাড়াও পরবর্তী ১১ মাস *5000*523# / *121*702# ডায়াল করলে প্রতি মাসে ১ জিবি করে ফ্রী ডাটা পাবেন।

রবি :

এইবার যদি আপনি রবি গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি প্রথমে আপনার সিম টা সিম স্লট ১ এ তুলবেন।

এইবার আপনি ডায়াল করবেন *21291*21# তাহলে সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে আপনি 4 জিবি ডাটা পেয়ে যাবেন একদম ফ্রি তে। (৩জিবি সাধারণ ডাটা এবং এক জিবি বিংস অ্যাপ ডাটা)

যদি আপনি অফার টা পান তাহলে এইরকম এসএমএস আসবে আপনার ফোনে।

এবং প্রতি মাসে এই কোড ডায়াল করলে ২ জিবি করে ডাটা পাবেন (১ জিবি সাধারণ ডাটা এবং ১ জিবি বিংস্ অ্যাপ ডাটা)

এছাড়াও প্রথম ৩ মাসের জন্য বিংস অ্যাপ কোনো প্রকার সাবস্ক্রিপশন না কিনে দেখতে পারবেন সকল প্রিমিয়াম কনটেন্ট।

এয়ারটেল:

এইবার আসা যাক এয়ারটেল সিমে। আপনার যদি এয়ারটেল সিম থাকে আগের মত সিম স্লট ১ এ সিম তুলবেন ।

এইবার আপনি ডায়াল প্যাড থেকে ডায়াল করবেন *21291*21# কিছুক্ষণ এর মধ্যেই আপনি আপনার ফোনে এসএমএস পাবেন ।

আমার কাছে এয়ারটেল সিম নাই তাই এটা দেখাতে পারলাম না। এয়ারটেল রবি আজিয়াটা লিমিটেড এর নিজস্ব ব্র্যান্ড তাই কোড একই।

আপনি এয়ারটেল গ্রাহক হলে পাবেন ৪ জিবি ডাটা যার মেয়াদ থাকবে ৭ দিন।

এবং প্রতি মাসে একবার ডায়াল করলেই পাবেন ২ জিবি ডাটা ।

তো এইভাবে নতুন ফোন কিনেই এক বছর ফ্রী তে ইন্টারনেট পাবেন টেলিকম অপারেটর গুলোর পক্ষ থেকে।

তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ TRICKBD এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post নতুন ফোন কিনে যেভাবে ফ্রীতে ইন্টারনেট নিবেন জেনে নিন!! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/wTQn0Aa
via IFTTT

Comments