ফেসবুক ম্যাসেঞ্জারে কেউ মেসেজ দিলে আপনি দেখলেও সে বুঝবে আপনি দেখেন নাই। চমৎকার একটি ফিচার।

আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে ফেসবুক একাউন্ট নাই এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব। ফেসবুকের পাশা পাশি মেসেজে কথা বলার জন্য ফেসবুকের ম্যাসেঞ্জার সবাই ব্যাবহার করে থাকে।

ম্যাসেঞ্জারের চমৎকার একটি ফিচার নিয়ে আজকে  হাজির  হয়েছে আপনাদের মাঝে। অনেক সময় দেখা যায় আমাদের কোনো বন্ধু মেসেজ দেয় আমাদের মেসেঞ্জারে একাউন্টে।
কিন্তু আমরা যে সে  মেসেজটি দেখব,কেমন হয় যদি সে মেসেজ দেখলেও অপর পাশের বন্ধু জানতে পারে আপনি সিন ই করেন নাই।

এমন একটি চমৎকার ফিচার আপনাদের দেখাব।সবাই মনোযোগ সহকারে সম্পন্ন আর্টিক্যালটি পড়বেন।

এটা অনেক সময় উপকারে আসবে, অনেক সময় দেখা যায় কেউ আমাদের থেকে টাকা চায় বা কোনো জিনিস চাইলো, এখন আপনি ইচ্ছা করলে সে মেসেজ দেখবেন কিন্তু আপনার সে লোক বুঝবে না

কথা না বাড়িয়ে শুরু করা যাক,
এটি করার জন্য অবস্যই মেসেঞ্জার আপডেট দিয়ে নিবেন।
মেসেঞ্জার আপডেট দেয়ার পর ওপেন করবেন।

তারপর  যার মেসেজ দেখবেন কিন্তু তাকে বুঝতে দিবেন না তার আইডি এর উপর চাপ দিয়ে ধরে রাখবেন

তারপর এখানে ক্লিক করুন

তারপর এখানে ক্লিক করুন

তারপর এখানে

তারপর

তারপর আইডি তে ক্লিক করুন

মেসেজ দেখা যাচ্ছে কিন্তু যে মেসেজ দিয়েছে সে বুঝতে পারছে যে আমি তার মেসেজ দেখি ই নাই

তারপর আগের অবস্থায় ফিরে নিতে এখানে ক্লিক করুন।
কাজ শেষ

এই ফিচার অনেকে জানে আবার অনেকে জানে না।

আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-

Sk Shipon

ধন্যবাদ। 

The post ফেসবুক ম্যাসেঞ্জারে কেউ মেসেজ দিলে আপনি দেখলেও সে বুঝবে আপনি দেখেন নাই। চমৎকার একটি ফিচার। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/pI6Tx0J
via IFTTT

Comments