ICANN কি ? ICANN এর কাজ কি? ICANN Verification কেন করতে হয় ?

প্রিয় Trickbd ভিজিটর।
আশা করি ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকের দেখাতে যাচ্ছি ICANN Verification কি এবং কেন করতে হয় এটা।

চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল।

ICANN কি ?

ICANN ১৯৯৮ সালে একটি অলাভজনক কোম্পানি হিসেবে (ICANN-Internet Corporation for Assigned Names and Numbers) আত্মপ্রকাশ করে। ICANN-এর কাজ হচ্ছে ইন্টারনেটের টেকনিক্যাল ম্যানেজমেন্ট দেখাশুনা করা।

আগে এই কাজটি সম্পাদন করতো আমেরিকা সরকারি প্রতিষ্ঠান। বর্তমানে আন্তর্জাতিকভাবে প্রাইভেট কোম্পানি হিসাবে ICANN ইন্টারনেটের টেকনিক্যাল ব্যবস্থাপনার কাজ সম্পাদনা করছে। যে কোন আগ্রহী কোম্পানি ICANN এর সাথে কাজ করতে পারে। কারণ সারা বিশ্বের বিভিন্ন ইন্টারনেট কমিউনিটির সাথে কাজ করে ICANN।

ICANN এর কাজ কি?

1.ইন্টারনেট ডোমেইন নেম সিস্টেমের টেকনিক্যাল ম্যানেজমেন্ট রেগুলেট করা।
2.রুট সার্ভার সিস্টেম ম্যানেজ করা।
3.IP address স্পেস Allocate করা।
4.প্রোটোকল প্যারামিটার Assign করা।

ICANN VERIFICATION কি ?

আমরা যখন ডোমেইন ক্রয় করি তখন কিছু তথ্য দিয়ে ডোমেইন রেজিস্ট্রার করতে হয়। যে তথ্য গুলো দিয়ে আমরা ডোমেইন নিয়ে থাকি সেই তথ্যগুলো ডোমেইন এর ম্যানেজমেন্ট কোম্পানিকে ICANN কে নিশ্চিত করতে হয়। নিশ্চায়নের এই পদ্ধতিকে বলা হয় ICANN VERIFICATION।

ICANN VERIFICATION কেন করে ?

সাধারণত ডোমেইন ব্যবহারকারীদের সচেতন করা এবং ডোমেইনে দেওয়া তথ্যের অ্যাকুরেচি ঠিক রাখার জন্য এই ভেরিফিকেশন করা হয়ে থাকে। ডোমেইন যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং এর ব্যবহারকারী যেন এ বিষয়ে সচেতন করাা।

ICANN VERIFICATION কিভাবে করে ?

সচরাচর ডোমেইন রেজিস্ট্রার করার পর ব্যবহারকারীর কাছে ইমেইল আসবে, যেখানে ডোমেইন ভেরফিকশনের কথা বলা থাকে। ইমেইলে প্রদক্ত লিংকে ক্লিক করলেই কাজ সম্পূর্ণ হয়।
আবার অনেকের ইমেইল আসেনা বা আসতে দেরী হয়। যাদের আসতে দেরী হয় বা আসেনা আপনারা চাইলে ইমেইল Resend এ ক্লিক করে ঐ ইমেইল আবার পেতে পারেন।

এভাবে ICANN VERIFICATION করতে হবে, যাতে আমাদের ডোমেইন নষ্ট না হয়।

Author : T@HER
Website :


পোস্টটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন।

The post ICANN কি ? ICANN এর কাজ কি? ICANN Verification কেন করতে হয় ? appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/LhxKUjD
via IFTTT

Comments