ল্যাপটপ এবং নোটবুক এর মধ্যে পার্থক্য, দেখে নিন।

  • আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

আমরা বেশির ভাগ লোকজন ল্যাপটপ ব্যাবহার করে থাকি। আবার কিছু কিছু লোক নোটবুক ও ব্যাবহার করে থাকি। কিন্তু এই ল্যাপটপ এবং নোটবুক এর মধ্য কি কি পার্থক্য রয়েছে অনেকে জানে না।
তাই আজকের আর্টিক্যালটি মনোযোগ সহকারে পড়বেন, তাহলে ল্যাপটপ এবং নোটবুক এর মধ্যকার পার্থক্য কি জানতে পারবেন।

আগের দিনে একটি কম্পিউটার রাখার জন্য বিশাল বড় ঘর লাগতো। কিন্ত দিন পরিবর্তন এর সাথে সাথে সব পরিবর্তন হয়েছে।।
 ডিজিটাল এই যুগে, এখন কম্পিউটার রাখার জন্য ছোট একটা টেবিল হলেই হয়। এবং কম্পিউটার ছোট হতে হতে ল্যাপটপে রুপান্তরিত হয়েছে। ল্যাপটপ থেকে হয়েছে নোটবুক।

কথা না বাড়িয়ে শুরু করা যাক, ল্যাপটপ এবং নোটবুক এর মধ্য পার্থক্যঃ-

  ল্যাপটপ এর কনফিগার অনেক বেশি হয়ে থাকে। কিন্তু নোটবুক এর কনফিগার কম হয়ে থাকে।

ভাল কনফিগার এর দিক দিয়ে ল্যপটপ ১ টেরাবাইট এর উপর হার্ডডিস্ক এবং র‍্যাম থাকে ৮ জিবি-১২ জিবি পযন্ত।
এবং ব্যাটারির এম্পিয়ার অনেক বেশি হয়ে থাকে। যার ফলে টানা অনেক ঘন্টা অনায়সে যেকোন কাজ করা যায়।

অপরদিকে নোটবুকে হার্ডডিস্ক থাকে ৫১২ জিবির ও কম, এবং র‍্যাম থাকে ২জিবি থেকে ৪ জিবি।
এবং ব্যাটারির চার্য ও থাকে ল্যাপটপ এর তুলনায় অনেক কম। কারন নোটবুকের ব্যাটারির এম্পিয়ার অনেক কম

ল্যাপটপ এর তুলনায় নোটবুক এর দাম অনেক কম। কারন ল্যাপটপ এ অনেক ভাল কনফিগার কিন্তু নোটবুকে কম কনফিগার দেয়া।

ল্যাপটপ এর স্কীনসাইজ অনেক বড় হয়ে থাকে। অপরদিকে নোটবুকের স্কীন এর সাইজ অনেক কম হয়ে থাকে।

ল্যাপটপ এর স্কীন সাইজ হয়ে থাকে ১০-২০ ইঞ্চি অপরদিকে নোটবুকের স্কীনসাইজ হয়ে থাকে ১৫ ইঞ্চির নিচে।
ওজনের দিক দিয়ে ল্যাপটপ এর ওজন বেশি,এবং নোটবুক এর ওজন কম।

ল্যাপটপে ভাল মানের প্রসেসর, মাদারবোর্ড, র‍্যাম,রম,গ্রাফিক্সকার্ড দিয়ে তৈরি হয়ে থাকে। কিন্তু নোটবুকে কম শক্তিশালী কনফিগার দেয়া থাকে। 
যার কারনে নোটবুকে অনেক কাজ করা অসম্ভব হয়ে থাকে।

আপনার চাহিদা অনুযায়ী আপনি ল্যাপটপ নাকি নোটবুক কিনবেন, এটা পুরোটা নির্ভর করবে আপনার উপর।

আপনারা কিন্তু বুঝলেন ল্যাপটপ এবং নোটবুক এর মধ্যকার পার্থক্য।

আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

  • একদম কম দামে প্রতিদিনের এম্বি/মিনিট অফার দেখে কিনতে নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হোনঃ-

একদম কম দামে এম্বি/মিনিট প্যাক হোয়াটসঅ্যাপ গ্রুপ

যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-

Sk Shipon

  • ধন্যবাদ। 








The post ল্যাপটপ এবং নোটবুক এর মধ্যে পার্থক্য, দেখে নিন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/6pOIUb3
via IFTTT

Comments