সমাজে নিজের সম্মান বাড়াবেন যেভাবে জেনে নিন!!

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

মানুষ হলো সামাজিক জীব, সকল মানুষ চাই দুনিয়া তে ভালো মত চলতে। নিজের আধিপত্য বিস্তার করতে । মানুষ চাই যে সবাই তাকে সম্মান করুক মেনে চলুক।

এই সম্মান জিনিস টা সবাই পায় না এই জন্য মানুষ এর মধ্যে নির্দিষ্ট কিছু গুন থাকতে হয় তাহলে সবাই মানুষ কে সম্মান করবে শ্রদ্ধা করবে।

আজকে আমি আপনাদের কিছু ট্রিক সম্পর্কে বলবো যেগুলো যদি আপনি মেনে চলেন যেখানে যাবেন ইনশাআল্লাহ সম্মান পাবেন।

প্রথমত এই সব দিক গুলো মনে রাখুন।

▪কথা দিয়ে কথা রাখুন। কথা ও কাজে মিল রাখুন।
যদি এটা করতে পারেন মানুষ আপনার প্রতি আস্থাশীল হবে।

▪এমন কিছু করুন যা সত্যিই মানুষের কাজে লাগে। যার ফলে মানুষ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে এবং যা আপনার সম্মান বৃদ্ধি করতে সহায়তা করবে।

▪ দোষ না করলে দুঃখিত বলবেন না। অতি বিনয়ী হওয়া পরিহার করুন। এরফলে আপনি নিজে মর্যাদাশীল ব্যাক্তি হিসেবে পরিচিত হবেন।

▪ ভুল করলে স্বীকার করুন এবং সংশোধন করুন। অহংকার করবেন না কখনো। এটা আপনার নৈতিক গুনাবলি প্রকাশ করবে।

▪ অযথা অন্যের সময় নষ্ট করবেন না। সময়ের দাম দিবেন।

▪ না জেনে মন্তব্য করবেন না। আবেগের বদলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন।

▪ অন্যের মতামতকে মূল্য দিতে শিখুন।

▪ সৎ থাকুন এবং সব সময় সাহসের সাথে সত্যি কথা বলুন।

▪ সবসময় নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন।

▪ সব সময় ইতিবাচক থাকুন এবং অন্যদেরকে অনুপ্রাণিত করুন।

যদি আপনি আপনার জীবনে এইসব দিক মেনে চলতে পারেন আপনি জীবনে সফল হবেন সাথে সামাজিকভাবে আপনি সম্মানজনক স্থান লাভ করবেন।


তাই, চেষ্টা করুন এইসব অভ্যাস নিজের জীবনে কাজে লাগানোর জন্য।

তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য, দেখা হবে নতুন কিছু নিয়ে আবারও আপনাদের সাথে ততক্ষণ TRICKBD এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post সমাজে নিজের সম্মান বাড়াবেন যেভাবে জেনে নিন!! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Kf9WXZY
via IFTTT

Comments