ওয়ার্ডপ্রেস ইউজারদের ইনফর্মেশন দেখানোর জন্য যেভাবে ফাংশন তৈরী করবেন।

আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে একটি পেজের ভেতরে কোন এক ইউজারের ইনফর্মেশন দেখানো দরকার পরে থাকে। আজকে আমি একটি ওয়ার্ডপ্রেস ফাংশন নিয়েই কথা বলতে চলেছি। আমার এই পোষ্টটি মন দিয়ে পড়লে বুঝতে পারবেন কিভাবে একজন ইউজারের সকল ইনফর্মেশন দেখানো যেতে পারে।

ইউজার ইনফর্মেশন দেখানোর জন্য একটি ফাংশন রয়েছে সেটি হলোঃ

get_userdata($user_id)

$user_id এর যায়গায় আপনি যে ইউজারের আইডিটা বসাবেন, সেই ইউজারের সকল ইনফর্মেশন ওটার ভেতরে গিয়ে জমা হবে। এটা আপনি যেকোন যায়গায় ব্যাবহার করতে পারবেন। এখন চলুন দেখি এটার ব্যাবহার। get_userdata($user_id) এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে, নিচে দেখুনঃ

উপরে দেখুন আমি একটি Variable নিয়েছি $user_data নামে। এখানে আপনি আপনার যেকোন নাম ধারা Variable টা দিতে পারেন। আর ইউজার ডাটা ফাংশনের মধ্যে আমি 1 নাম্বার ইউজারকে রেখেছি। এখন এটার কাজ শেষ, এই ফাংশটা একেবারে উপরে রাখবেন। এখন আমি যদি ঐ ১ নাম্বার ইউজারের ইনফর্মেশন গুলো দেখাতে চাই তাহলে এভাবে লিখতে হবে।

এখন এটার লিখার ফলে ১ নাম্বার ইউজারের ফুল নামটা দেখা যাবে। display_name দেয়ার কারনে পুরো নামটা দেখা যাবে, এখানে আপনারা অন্যান্য মেটা ইনফর্মেশন দেখানোর জন্য নিচে ফলো করুনঃ

“user_login” ইউজারের Username দেখানো যাবে।
“first_name” ইউজারের First Name দেখানো যাবে।
“last_name” ইউজারের Last Name দেখানো যাবে।
“display_name” ইউজারের ফুল নাম দেখানো যাবে।
“nickname” ইউজারের Nick Name দেখানো যাবে।
“description” ইউজারের ডেস্ক্রিপশন/বায়ো দেখানো যাবে।
“user_email” ইউজারের ইমেইলটি দেখানো যাবে।
“roles” ইউজারের রোলটি দেখানো যাবে।

আমি একটি ফুল ফাংশন তৈরী করে দেখাই চলুনঃ

নিচে আউটপুট দেখুনঃ

আসা করি বুঝতে পেরেছেন। আপনারা ওয়ার্ডপ্রেস এর কিরকম পোষ্ট চান কমেন্ট বক্সে লিখুন ইনসাহ আল্লাহ আপনাদের মন মতো কন্টেন্ট লিখার চেষ্টা করবো।

The post ওয়ার্ডপ্রেস ইউজারদের ইনফর্মেশন দেখানোর জন্য যেভাবে ফাংশন তৈরী করবেন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/cbe9BOZ
via IFTTT

Comments