আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া লাইভ দেখুন , প্রেডিকশন

Argentina vs croatia prediction

এই মুহূর্তে সবার মাথায় ফুটবল বিশ্বকাপের চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার কারণ হল এখন ফুটবল বিশ্বকাপ চলছে যেখানে আমাদের প্রিয় খেলোয়াড়রা মেসি হোক বা রোনালদো বা নেইমার সবাই খেলছে। কারো প্রিয় দল ব্রাজিল আবার কারো আর্জেন্টিনা। এইভাবে, আমরা সবাই কোন না কোন অজুহাতে ফুটবলের সাথে যুক্ত। আর এই কারণেই আমরা ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে ভালোবাসি। কিন্তু আমাদের মধ্যে অনেকেরই ভাগ্য ভালো না যে বাড়িতে বসে চা খেতে খেতে টিভিতে লাইভ ফুটবল ম্যাচ উপভোগ করা, কারণ অনেকেই বিভিন্ন পেশায় দেশ ও দেশের বাইরে নিয়োজিত আছেন সেই কারণেই অনেকে খেলা দেখতে পারেন না, আর্টিকেল, আমরা লাইভ ফুটবল ম্যাচ দেখার জন্য উপায় বলব – কিভাবে লাইভ ফিফা বিশ্বকাপ দেখবেন সেই ব্যাপারে আলোচনা করেছি ।

লাইভ ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেন

আপনার যদি ঘরে বসে ফুটবল ম্যাচ উপভোগ করার পর্যাপ্ত সময় না থাকে তবে মনখারাপ করার কিছু নেই কারণ এই ব্লগ পোস্টে আমরা আপনাকে বলতে যাচ্ছি কিভাবে আপনি আপনার কাজে ব্যস্ত থাকা অবস্থায় আপনার স্মার্টফোনের সাহায্যে লাইভ বিশ্বকাপ দেখবেন ।

আপনাকে যা করতে হবে তা মোবাইল থেকে যেকোনো ব্রাউজার ওপেন করে search সার্চ বারে FIFA LIve Score টাইপ করুন এবং আপনি সেই সময়ে যে অনলাইন ম্যাচটি চলছে তা দেখতে পাবেন। আপনাকে যা করতে হবে তা হল প্লে button চাপুন। এর পর আপনি আপনার মোবাইলে আরামে লাইভ ফুটবল ম্যাচ দেখতে পারবেন।

Football

অথবা এই লিংকে ক্লিক করে উপভোগ করুন লাইভ ফুটবল ।🔗👉 এখানে ক্লিক করুন

আপনার মোবাইল ফোন থেকে অনলাইনে লাইভ ফুটবল ম্যাচ দেখার জন্য এটি একটি খুব কার্যকরী উপায় বলেছি যাতে আপনার কোনও ঝামেলার হবে না । কোনও অ্যাপ ইনস্টল করা, কোনও ওয়েবসাইটে সাইন আপ করা ইত্যাদি। শুধু আপনার ফোনের ব্রাউজারে এটি টাইপ করুন এবং লাইভ ফুটবল ম্যাচ উপভোগ করতে এন্টার চাপুন শুধু এতটুকুই।

নেইমার, রোনালদোর বিদায়ের পর মেসির কাছ থেকে ভক্তদের আশা
20 নভেম্বর কাতারের আল বায়েত স্টেডিয়ামে বিশ্বকাপের 22 তম আসর শুরু হলে তিন কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং নেইমার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে। শেষবার এসেছিল এর মধ্যে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে রোনালদো ও নেইমারের দল।

চোখের জলে বিদায় নিলেন দুই তারকাই। এখন ফুটবল ভক্তদের আশা মেসির কাছ থেকে তিনি অবশ্যই বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করবেন। মডরিচ ছাড়াও ব্রাজিলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করা মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ এবং অভিজ্ঞ পেরিসিক মেসিকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করবেন।

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া রেকর্ড ২০২২

দুই দলের মোট দেখা হয়েছে৫ বারআর্জেন্টিনার জয়২ টিক্রোয়েশিয়ার জয়২ টিড্র হয়েছে১ টিবিশ্বকাপে দেখা হয়েছে২ বারবিশ্বকাপে জয় আর্জেন্টিনা১ বারবিশ্বকাপে জয় ক্রোয়েশিয়া১ বারসর্বশেষ দেখা২০১৮ বিশ্বকাপ২০১৮ বিশ্বকাপের দেখায়ক্রোয়েশিয়া জয়ীফলাফল৩-০

Argentina vs Croatia Live streaming TV broadcast Rights in Bangladesh

  • Btv
  • Gtv
  • T-sports
  • Star Sports 1
  • STAR Sports 3
  • Star Sports 2

The post আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া লাইভ দেখুন , প্রেডিকশন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/LboxK3l
via IFTTT

Comments