আসসালামু আলাইকুম !
প্রিয় বন্ধুরা !
আমি আজ এমন একটি ফোনের রিভিউ নিয়ে হাজির হয়েছি যেটার পার্ফমেন্স দেখে আমার খুবই ভালো লেগেছে ৷
আমার যদি সার্ধ্য থাকতো তাহলে আমি কিনতাম ফোনটি ৷
আমি এই ফোনের নির্মাতাদের দক্ষ কলাকৌশল দেখে খুবই অবাক ৷ সত্যি কথা আমি খুবই মুগ্ধ, নির্মাতাদের GNS বললেও ভুল হবে না ৷
আজকের ফোন রিভিউ লেখার জন্য বেশ ঘাটাঘাটি করার সময় দেখলাম Asus ROG Phone 6D Ultimate ফোনটি ৷
এই ফোনটি প্রথম বিশ্ব বাজারে পাবলিশ হয় ১৯শে সেপ্টেম্বর ২০২২ ৷ এরপর গত ৭ই অক্টবরে বাংলাদেশে পাবলিশ হয় ৷ এখন এই ফোন বাংলাদেশে পাওয়া যাবে ৷
Asus ROG Phone 6D Ultimate মোবাইল টি গেমের জন্য ১০০% পার্ফেক্ট এবং খুব জনপ্রিয় ৷
এই ফোনটিতে (AeroActive Portal) কুলিং সিস্টেম রয়েছে যার দৌলতে ফোনটি যতই চাপুন গরম হবেনা ৷ যতই টিপুন স্লো হবে না ৷
ফোনটিতে ব্লুটুথ ৫.৩ ভার্সন সাপোর্ট করবে এবং
Wifi 6e dual-band ৷
এছাড়াও ফোনটিতে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও ৫১২ জিবি স্টোরেজের পাশাপাশি ১৬ জিবি র্যাম রয়েছে ৷
বিশ্ববাজারে Asus ROG Phone 6D Ultimate ফোনটির চাহিদা অনেক ৷
চলুন জেনে নিন আসুস আরওজি ফোন ৬ডি সিরিজের স্পেসিফিকেশন ৷
Asus ROG Phone 6D Series Specifications:
Display:
কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন ও ৬.৭৮-ইঞ্চির (২৪৪৮x১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১৬৫ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে ।
Camera:
Asus ROG Phone 6D Ultimate ফোনটিতে ত্রিপল ক্যামেরা রয়েছে ৷ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ক্যামেরা, এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো স্ন্যাপার ক্যামেরা । আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শ্যুটার ক্যামেরা রয়েছে ।
মোট কথা ক্যামেরা অনেক সুন্দর ৷
Bettary:
৬০০০ এম্পিয়ার নন রিমুভেবল Li-po ব্যাটারির সাথে Fast charging 65W,
Reverse charging 10W, Power Delivery 3.0, Quick Charge 5 রয়েছে ৷
Storage:
৫১২জিবির স্টোরেজ এর সাথে ১৬ জিবি র্যাম রয়েছে ৷ আলাদা মেমোরি ব্যবহার করা যাবে না ৷
Prossesor:
Octa-core 3.2 GHz ফোনটিতে পাবেন MediaTek Dimensity 9000+ (4 nm)
ফোনটি অ্যান্ড্রয়েড 12 (ROG UI) এবং (Zen UI) অপারেটিং সিস্টেম ।
AeroActive Cooler:
এই ফোনটিতে AeroActive Cooler সিস্টেম রয়েছে যার জন্য ফোনটি যতই চাপুন গরম হবেনা ৷ যতই টিপুন স্লো হবে না ৷ AeroActive Cooler গেম খেলার সময় মোবাইলের পিছনে লাগালেই ঠান্ডা হয়ে যাবে ৷ আবার AeroActive Cooler স্ট্যান হিসাবে ইউজ করতে পারবেন ৷ AeroActive Cooler এর সাহায্যে থিম পরির্তন করতে পারবেন ৷ AeroActive Cooler স্টানের পাশাপাশি horizontal হিসাবেও ব্যাবহার করতে পারবেন ৷
More:
একটি কালারেই পাওয়া যাবে Space Gray ৷ Asus ROG Phone 6D Ultimate ফোনটি তৈরী হয়েছে থাইওয়ানে ৷
Built-in motorized cooling air vent (AeroActive Portal)
IPX4 water resistant
2″ OLED display (on the back)
Pressure sensitive zones (Gaming triggers)
Features:
AI, Portrait ,Watermark, Emoji, Night Mode, Anti-flicker, Face beauty, Display Flash, Google Lens, Time Laps, Slow Motion, Professional, Touch shot, Fingerprint, water resistant.
Special Features:
- Google Translate
- Parental Control
- Wellbeing
- Fingerprint (under display)
- One-handed Mode
- Dark Theme
- Fast charging 65W
- Bluetooth 5.3
- water resistant
দামঃ মাত্র ৳১,৩০,০০০ হাজার ৷ দেশের মার্কেটে কিনতে পারবেন অথবা অনলাইনে কিনতে ক্লিক করুন⇄ Asus ROG Phone 6D Ultimate
পরিশেষে, বলি Asus ROG Phone 6D Ultimate সিরিজ ভিত্তিক ফোন কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – 5G, ওয়াই-ফাই ৬ই, জিএনএসএস (GNSS), এনএফসি, ডুয়াল সিম স্লট, ২টি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক ৷
আর একটা কথা না বললেই নয় আমি এই ফোন রিভিউ দিয়েছি শুধু এর অতভুত সব সিস্টেম দেখে ৷
আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে ৷
আজ এই প্রযুন্ত পরের পোস্টে আরো একটি ফোন রিভিউ নিয়ে হাজির হবো ৷ ততক্ষন ট্রিকবিডির সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ৷ চোক রাখুন ট্রিকবিডির হোম পেজে ৷৷৷
ধন্যবাদ !
The post অবাক হতে চান ? তাহলে Asus ROG Phone 6D Ultimate মোবাইল রিভিউ দেখুন একবার ৷ appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/l17YdzU
via IFTTT
Comments
Post a Comment