যেকোন apps এর toast alert message দিন খুব সহজেই কোন রকম ঝামেলা ছাড়া ।

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। 

টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের টপিক কি । তো বেশি কথা না বলে চলুন শুরু যাক ।

যারা আমার আগের পোস্ট দেখেন নাই তারা দেখে আসেন ।

যা যা লাগবে ঃ 

  1. App cloner

 

প্রথমে আমরা app cloner যাবো ।

এখন আমরা যেই app a toast alert দিবো সেই app টি সিলেক্ট করে নিবো ।

প্রথমে আমরা apps এর নাম change করে নিবো ।

নাম change এর নিচে আমরা cloning option পাবেন সেখানে যাবেন এবং ignore crashes টিক করে দিবো ।

 

তার নিচে remove app cloner branding টা on করে দিবো ।

back আসলে icon change option পাবেন ইচ্ছে হলে change করে নিতে পারেন ।

display option যাবেন ।

 

একটু নিচে গেলে welcome message option পাবেন সেখানে ক্লিক করবো ।

এখানে আমরা toast selete করে দিবো এবং edit welcome message click করবো ।

নিচে সেকেন্ড জায়গায় আপনার ইচ্ছে মতো দিয়ে নিবেন ।

alert toast যা দিতে চান সেটা লিখবেন এবং back click করবো ।

আমাদের কাজ শেষ এখন আমরা app clone ক্লিক  করবো ।

দেখতে পাচ্ছেন আমার app clone হচ্ছে ।

 

app clone হয়ে গেলে আমরা app install করে নিবো ।

দেখতে পাচ্ছেন আমার clone করা apps এ toast show করছে ।

তো এই ভাবে আপনি যেকোন apps এ toast alert দিতে পারবেন কোন সমস্যা হবে না ।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।

Facebook

Telegram

Youtube

The post যেকোন apps এর toast alert message দিন খুব সহজেই কোন রকম ঝামেলা ছাড়া । appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/YQePLUd
via IFTTT

Comments