আমার খেলা Android এর Best 10 টি Story Mode Games যেগুলো আপনাকে দিবে অন্য রকম এক অনুভূতি!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

Story Mode Games গুলো আমার অনেক পছন্দের। কেননা এই গেমগুলো আপনাকে এক আলাদা রকমের Experience দেয়। যেগুলো অন্যান্য গেমস থেকে পাওয়া মুশকিল।

আমি মনে করি Story mode games গুলোই বেশি ভালো Multiplayer Online Games গুলো থেকে। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত।

Story Mode Games গুলোতে আপনি যদি বুঝে খেলেন তবে আপনার অন্য ধরনের গেমস আর ভালোই লাগবে না গেরেন্টি দিলাম।

তো যাই হোক, চলুন দেখে নেওয়া যাক এমন ১০ টি স্টোরি মোড গেমস যেগুলো আপনার ভালো লাগবে বলে আশা করছি।

 

(1) Game Name : Brothers : A Tale Of Two Sons

Game Developer : 505 Games Srl

Game Size : 656 MB

Game Mode : Offline

Game Released Date : May 24, 2016

Game Link : Rexdl/Revdl

(কারন প্লে-স্টোরে গেমটি পেইড। অবশ্য যদি আপনার সামর্থ্য থাকে গেমটি কিনে খেলার জন্যে তবে আমি অবশ্যই বলবো গেমটি কিনে খেলতে। কারন এই গেমটি সেটি ডিসার্ভ করে।)

এটি একটি সত্যিকারের Masterpiece। বিশ্বাস না হলে আপনি নিজেই খেলে দেখুন। আপনি নিজেও স্বীকার করে নিবেন। কেননা গেমটি এতটাই সুন্দর।

আমার খেলা Story Type Games এর ভিতর আমি যদি Best বলে কোনো গেমকে পুরস্কার দিতে চাই তবে আমি এই গেমটিকে এবং The walking dead এই দুটি গেমকে সবার আগে পুরস্কৃত করতে চাইবো।

যদিও এটি একটি Award Winning Game তবুও এই গেমটি অনেক ভালো কিছুই Deserve করে। বিশেষ করে এর Storyline এর কারনে। গেমটি শেষ করে আপনি যদি না কাদেন তবে আপনি বুঝে নিবেন আপনার কোনো সমস্যা আছে 😅😅

একটু মজা করছিলাম। যাই হোক, সত্যিই গেমটি খেলে শেষ করে শেষের দিকে চোখের পানি আটকে রাখতে পারেনি এমন মানুষ খুবই কম পাওয়া যাবে।

গেমটির স্টোরি এভাবে আগায়ঃ দুই ভাই তাদের বাবার অসুস্থতা দেখে তাদের বাবার অসুখ সাড়াতে মেডিসিন খুজতে বেড়িয়ে যায় এক রোমাঞ্চকর অভিযানে। এই মেডিসিন নিয়ে আসতে তাদের বিভিন্ন বাধা-বিপত্তির সম্মূখিন হতে হয়। সাত সমুদ্র তেরো নদী কথাটি তো আমরা ছোটবেলায় অনেক শুনেছি তাই না?

এই সাত সমুদ্র তেরো নদী তাদের পার হতে হয় মেডিসিন আনার জন্যে। হ্যাঁ, আপনি এখানে সবকিছুই দেখতে পাবেন। আপনাকে জীবনের সবচেয়ে বড় সত্যিটা এই গেমটি আপনাকে বোঝাবে।

আমার খেলা এন্ড্রয়েড এর সেরা গেমের তালিকায় আমি সবসময়ই এই গেমটিকে ১ নম্বর স্থানেই জায়গা দিই। যদিও গেমটি অনেক বছর আগে খেলে শেষ করেছি।

গেমটি একবার নয়, বহুবার খেলেছি। কিন্তু কখনোই গেমটির প্রতি একঘেয়েমি বা বোরিং Feel আসেনি। গেমটি সেরাদেরও সেরা।

এত প্রশংসা কেন করছি? গেমটি আপনি নিজে খেলেই বুঝতে পারবেন কেন বলছি।

গেমটিতে যে Soundtrack/Music রয়েছে তা আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এতটাই সুন্দর ও Peaceful।

বাকীগুলো খেলুন আর না খেলুন, এই গেমটি অবশ্যই একবার হলেও খেলে দেখবেন।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

 

(2) Game Name : The Walking Dead Series

Game Developer : Telltale Games

Game Size : 1.2 GB (All episodes Unlocked ডাউনলোড করলে আরো বেশি হবে। এটা নির্ভর করে প্রত্যেকটি Episode এর উপর। ৫০০-৬০০ MB এর মতো হয় এক একটা Episode)

Game Mode : Offline

Required OS : 2.3.3+

Game Released Date : 2014,2016

Game Link : Rexdl/Revdl/Pdalife

এখানে Full Episodes Unlocked Mod Apk + Data পেয়ে যাবেন।

প্রথমেই বলে দিই এর মোট ৩ টি Season Release করা হয়েছে Android এর জন্যে। এরপরে আর কোনো Season আসবে না Android এ। গেমটির Developer রাই জানিয়েছেন বিষয়টি। বাকী Season গুলো খেলতে হলে আপনাকে PC তে খেলতে হবে।

এবার আসি গেমটি কেমন। যদি আমাকে বলা হয় গেমটি এক কথায় ব্যক্ত করি তবে আমি বলবো এটি একটি Masterpiece। যারা খেলে দেখেছেন তারাই জানেন আমার কথাটি ঠিক না কি ভুল।

যারা খেলেননি তাদেরকে বলবো অবশ্যই গেমটি খেলে দেখবেন। যদিও এটি একটি Horror,Action,Adventure Type গেম তবুও আমি আপনাকে গেরেন্টি দিচ্ছি আপনি হতাশ কিংবা নিরাশ কোনোটাই হবেন না।

Season 1 শেষ করার সাথে সাথে আমার চোখে পানি এসে গিয়েছে। গেমটি আপনাকে Emotionally Attach তো করবেই তার সাথে আপনাকে অনেক কিছুরই শিক্ষা দিবে। শিক্ষাগুলো অবশ্যই বাস্তবিক।

গেমটি আপনার Choice আর Decision এর উপর নির্ভর করে আগাবে। তাই আপনি কোন পরিস্থিতিতে কোন সিদ্ধান্ত নিচ্ছেন সেটা বিবেচনা করে গেমটি আপনাকে খেলে যেতে হবে।

গেমটিতে আপনি খুবই কম সময়ে সিদ্ধান্ত নিতে পারার স্কিলও অর্জন করতে সক্ষম হবেন 😅😅। কেননা Decision গুলো কয়েক সেকেন্ডের ভেতরে নিতে হয়। এতে অবশ্য আপনার Listening + Reading Skill ও বাড়বে। আপনি নিজেই বুঝে যাবেন।

গেমটিকে Horror Tag দিলেও গেমটি এতটাও ভয়ংকর নয়। আমার কাছে লাগেনি। সবারটা জানি না। যাই হোক, গেমটির স্টোরিলাইন আপনার মন ছুয়ে যাবে।

প্রতিটি Season এর প্রতিটি Episode ই আপনাকে গেমটির সাথে আরো Emotionally Attach করবে। গেমটি এতটাই সুন্দর যে আমার বলার আর কোনো ভাষা নেই।

আমি প্রত্যেককেই বলবো গেমটি খেলে দেখতে। অবশ্যই যারা খেলে দেখেননি তাদেরকেই বলছি। Telltale Games এর প্রতিটি গেমই এক একটি Masterpiece। আপনি যখন তাদের গেমগুলো একের পর এক খেলে যাবেন আপনি তখন নিজেও বলবেন সত্যিই Masterpiece।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

 

(3) Game Name : Limbo

Game Developer : PlayDead

Game Size : 143 MB

Required OS : 4.4+

Game Mode : Offline

Game Released Date : February 21, 2015

Game Link : Rexdl/Revdl ( Playstore এ Paid গেম এটি। আর Demo Version খেলে মজা পাবেন না কারন তাতে Full Game টি আপনি পাবেন না।)

এই গেমটি Android & IOS দুটি Platform এই প্রচুর জনপ্রিয় একটি গেম। আপনি প্লে-স্টোরে এর রেটিং দেখলেই বুঝতে পারবেন। প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে গেমটি মোট ১০ লক্ষাধিকবারেরও বেশি তবুও এর Paid Version টি যার মূল্য বর্তমান বাংলাদেশী টাকায় ৪২০ টাকা (যদিও ১ দিনের Sell দিয়েছে আর এই Sell এ ৮০ টাকা গেমটির Price দিচ্ছে)।

যাই হোক, গেমটির রিভিউ সংখ্যা ৬২ হাজার+ এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.9 ★! জি আপনি ঠিকই দেখেছেন। এই ৬২ হাজার+ মানুষের কাছে গেমটি এতটাই ভালো লেগেছে যে তাদের সকলের রেটিং মিলিয়ে রেটিং দাড়িয়েছে 4.9 ★।

রিভিউ এর কথা বাদই দিলাম। একটি Platformer Game হিসেবে এটি One of the best android game। কেননা এতে যে Unique আর অসম্ভব সুন্দর Storyline আছে তা সে ই বুঝতে পারে যে গেমটি খেলেছে।

গেমটি অনেকবারই খেলেছি আমি। আমার একটি অনেক প্রিয় গেম এটি। গেমটি সত্যিই খুব ভালো। আশা করছি আপনারাও খেলে দেখবেন।

গেমটি ১০০ টিরও বেশি Award জিতেছে এবং মানুষের কাছ থেকে Masterpiece এর খেতাবও পেয়েছে।

১০০ টির ভিতরে জনপ্রিয় যেসকল Award জিতেছে গেমটি তার কয়েকটার নাম দিয়ে দিলামঃ

Gameinformer’s “Best Downloadable”

Gamespot’s “Best Puzzle Game”

Kotaku’s “The Best Indie Game”

GameReactor’s “Digital Game of the Year”

Spike TV’s “Best Independent Game”

X-Play’s “Best Downloadable Game”

IGN’s “Best Horror Game”

 

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

 

(4) Game Name : Lonewolf

Game Developer : FDG Entertainment GmbH & Co.KG

Game Size : 66 MB

Required OS : 5.0+

Game Mode : Offline

Game Released Date : February 5, 2016

Game Link : Playstore

For mod – Rexdl/Revdl

 

এটি একটি Sniper Shooting Game। তবে গেমটিতে শুরু থেকে শেষ পর্যন্ত যে সুন্দর একটি স্টোরিলাইন আছে তাতে আপনাকে একের পর এক টুইস্ট ও রোমাঞ্চকর অনুভূতি প্রদান করবে।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে মোট ১ কোটি বারেরও বেশি। গেমটির প্লে-স্টোরে রিভিউ সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ছাড়িয়েছে। গেমটির রেটিং দাড়িয়েছে 4.6 ★।

রেটিং দেখেই হয়তোবা বুঝে গিয়েছেন গেমটি কতটা ভালো। আমার দেখা One of the best sniper game। এখানে Sound Effects + Soundtrack সবকিছু এত সূক্ষ্ম ও সুন্দরভাবে দেওয়া আছে যে আপনাকে মুগ্ধ করতে বাধ্য।

গেমটিতে ২০ টির উপর Weapons আছে যেগুলো আপনি Upgrade & Collect করতে পারবেন। তবে Mod version ব্যবহার করলে একবারেই সবকিছু কিনে ফেলতে পারবেন। কোনো সমস্যা হবে না।

গেমটিতে আরো আছেঃ

✔ ৫ ঘন্টার উপরে খেলার মতো Story Mode

✔ ৩০ টি Mission

✔ হাতে আকা Cutscenes

✔ ২০ টিরও বেশি Weapons

✔ Realistic Weapon Sound and Recoil যা আপনাকে বাস্তবিকভাবে বন্দুকের গুলির আওয়াজের স্বাদ দিবে।

✔ ১ ডজন Mini-games

✔ অনেকগুলো shooting Ranges প্র‍্যাকটিস করার জন্যে।

✔ Trophy Room যাতে 40 টিরও বেশি Trophy আছে।

যেহেতু গেমটির সাইজ খুবই কম তাই আপনাকে তেমন High Level এর মোবাইল লাগবে না। গেমটি আপনি যেকোনো মোবাইলেই আরামে খেলতে পারবেন।

আমি অবশ্যই গেমটি Recommend করবো বিশেষ করে গেমটির স্টোরিমোড এর কারনে। আপনাকে প্রত্যেক Mission এ টুইস্ট দিবে। আপনি যতই Level Up করবেন এবং নতুন নতুন Missions Unlock করা শুরু করবেন ততই আপনার Difficulty Level Hard হতে থাকবে।

অসাধারন একটি গেম। সকলের জন্যেই Recommended থাকবে।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

 

(5) Game Name : Leo’s Fortune

Game Developer : 1337 & Senri LLC

Game Size : 615 MB

Game Mode : Offline

Game Released Date : July 9, 2014

Game Link : Rexdl/Revdl

(যেহেতু Playstore এ গেমটি Paid। বাংলাদেশী টাকায় ৪২০ টাকা)

গেমটির রেটিং দেখেই আপনি বুঝতে পারবেন গেমটি কতটা ভালো। প্লে-স্টোরে গেমটি ডাউনলোড হয়েছে ৫ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটির রিভিউ আছে ৬৪ হাজারেরও বেশি। এই ৬৪ হাজার+ রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.7 ★

এটি একটি 2D Action-Adventure Type Offline গেম। 2D হওয়া সত্তেও গেমটির গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবেই।

এটি একটি Award Winning Platform Adventure গেম যেখানে আপনাকে আপনার (Leo/Main Character এর) চুরি করা ধন-সম্পদ ও তার সাথে চোরকে খুজে বের করতে হবে।

গেমটির কন্ট্রোল ও গ্রাফিক্স দুটিই খুবই Smooth। আপনি যে কোনো ফোনেই খুব সহজেই গেমটি খেলতে পারবেন। এখানে প্রচুর লেভেল পাবেন। যদিও আমি একটানা গেমটিকে অনেকবারই শেষ করেছি।

গেমটিতে Soundtrack + Sound Effects গুলো এত সুন্দরভাবে দেওয়া যেন আপনাকে তা Realistic Feel দিবে।

গেমটি শেষ করে আপনি Masterpiece না বলে থাকতেই পারবেন না। কেননা গেমটি সত্যিই একটি Masterpiece। গেমটির Developer রা কোনো কিছুরই কমতি রাখেননি।

প্রত্যেকটি ডিটেইলই খুবই সুক্ষ্মভাবে দেওয়া আছে। আপনি গেমটি খেলে মজা পাবেন এর গেরেন্টি আমি দিচ্ছি 😁😁

নিচে গেমটির কিছু স্ক্রিনশটস দিয়ে দিলামঃ

 

(6) Game Name : (1) Life Strange + (2) Life is strange : Before the Storm

Game Developer : SQUARE ENIX LTD

Game Size : 1 GB+ (ভেতর থেকে episode download করে খেলতে হবে। এর জন্য mod apk download করলেই হবে।)

Game Type : Offline

Required OS : Life is strange 5.0+ আর Life is strange : before the storm 4.3+

Game Released Date : July/September 2018

Game Link : Revdl (mod apk + data all episodes unlocked)

এই গেমটি অনেক জনপ্রিয় Android & IOS Platform এর ভিতরে। এটি একটি Adventure & Story Type Game। এখানে আপনাকে Main character একটি মেয়েকে নিয়ে খেলতে হবে। Telltale Games গুলো যারা খেলেছেন তাদের জন্যে এই গেমটি খেলা অনেক সহজ হয়ে যাবে।

এই গেমটি খেলতে আপনাকে যেমন ডিভাইস এর প্রয়োজন হবেঃ

**Only support devices running Android 6.0 and support OpenGL 3.1. Requires ARM 64 and a minimum of 2 GB of RAM**

আপনার Choice এর উপর নির্ভর করে Storyline আগাবে। তাই আপনি আপনার Choice গুলো, সিদ্ধান্ত গুলো একটু চিন্তা ভাবনা করে নিবেন।

এই গেমের স্টোরি আপনার মাথা ঘুরিয়ে দিবে 😁। Present, Past, Future, Rewind Time বিষয়গুলো নিয়ে 5 Episode ভিত্তিক গেমটি তৈরি করা হয়েছে। আপনি প্রচুর মজা পাবেন গেমটি খেলে।

আমি দুটি গেম নিয়েই হিসাব ধরেছি। দুটি গেমই অসাধারন।

কোনটি আগে খেলবেন?

এ নিয়ে অনেক মতবিরোধ আছে ইন্টারনেটের দুনিয়ায়।
প্রথমে Life is strange টি খেলবেন তারপর Life is strange : Before the storm টি খেলবেন। তাহলে বুঝতে সহজ হবে সবকিছু। বেশিরভাগ মানুষই বলেছে এই Order এ খেলতে। তাই আমিও এভাবেই Suggest করব খেলতে। বাকীটা আপনার নিজের উপর নির্ভর করে।

গেমের গ্রাফিক্স + কন্ট্রোল + সাউন্ডট্র‍্যাক + সাউন্ড এফেক্টস সবকিছুই এক কথা অসাধারন। আমার দেখা One of the best story type game। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

(7) Game Name : Gathering Sky

Game Developer : A Stronger Gravity

Game Size : 296 MB

Game Type : Offline

Required OS : 4.1+

Game Released Date : August 11, 2015

Game Link : Revdl

এই গেমটিকে এক শব্দে প্রকাশ করতে চাইলে আমি বলবো “Masterpiece”।

গেমটি এতটাই সুন্দর যে আমি গেমটিকে এক বসাতে শেষ করেছি। গেমটি আমার কাছে এতটাই ভালো লেগেছে যে একে আমি ১০ এর ভিতরে ১২ রেটিং দিতে চাইবো।

সর্বপ্রথম আমি কথা বলবো গেমটির Epic Music & Soundtrack নিয়ে। আমি 100% Guarantee দিচ্ছেন আপনি এর প্রেমে পড়ে যাবেন।

আপনি যদি গেমটি কোনো ঠান্ডা পরিবেশে বসে (বর্তমান সময়ই সবচেয়ে উপযুক্ত সময়) Earphone কানে লাগিয়ে একা বসে খেলেন তবে আপনি ভিন্ন এক জগতের Experience পাবেন।

আমি বানিয়ে কিছুই বলছি না। আমি গেমটি বারে বারে খেলতে চাইবো। গেমটি আমার মনে এতটাই বড় জায়গা করে নিয়েছে যে এই গেমকে আমি বলবো আপনি যদি কিনেও খেলেন তবুও গেমটি Worth It!

গেমটি একটি সত্যিকার Masterpiece। প্লে-স্টোরে গেমটির দাম ২৫০ টাকা। যাদের সামর্থ্য আছে কিনে খেলুন। গেমটিকে সাপোর্ট করুন। প্লে-স্টোরে গেমটি যদি ফ্রিতে দেওয়া হতো তবে এই গেমটি অনেক রেকর্ড ভেঙ্গে দিতো।

গেমটি যদি আপনি বড় স্ক্রিন যেমনঃ Tv/Tablet/ বড় স্ক্রিনের মোবাইলে খেলেন তাহলে আরো মজা পাবেন।

গেমটি এক ভিন্ন জগতের Feel দেয়। বিশেষ করে এর Graphics + Soundtrack এর জন্য।

আমি সবাইকেই গেমটি একবার হলেও খেলে দেখার জন্যে অনুরোধ করবো। Android এ এমন গেম খুবই কম পাওয়া যায়। আমি পাইনি। আপনারা পেলে জানিয়েন আমাকে। আমি খুজছি এমন গেম।

গেমটি আপনি স্ক্রিনে ট্যাপ করে হোল্ড করে ধরে রেখে খেলতে পারবেন যা খুবই সহজ। একটা ছোট বাচ্চাও পারবে একে কন্ট্রোল করতে।

গেমটিতে আপনি একটি পাখিকে কন্ট্রোল করে নিয়ে যাবেন। সাথে আরো পাখি এসে যোগ দিবে। আপনাকে সাত সমুদ্র তেরো নদী পার করে বিভিন্ন লোকেশনের মধ্যে দিয়ে গেমটিকে খেলতে হবে।

শেষে আপনাকে Goosebumps দিবে গেমটি। সত্যিই একটি Masterpiece। আপনার মনে শান্তি এনে দিবে গেমটির সাউন্ডট্র‍্যাক। Brothers : a tale of two sons গেমটি যারা খেলেছেন তারা জানেন এই গেমটির সাউন্ডট্র‍্যাক কতটা ভালো। একই রকমের স্বাদ পাবেন এখানেও। তাই অবশ্যই গেমটি খেলে দেখবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

(8) Game Name : Sky – Children of light

Game Developer : thatgamecompany inc

Game Size : 1 GB

Game Type : Offline

Required OS : 8.0+

Game Released Date : April 6, 2020

Game Link : Playstore

অনেকেই হয়তোবা এই গেমটি সম্পর্কে জানেন। Android এ যদি High Graphics Games এর নাম আসে তবে বর্তমান এই সময়ে Sky : Children Of The Light এই গেমটির কথা আসবে না তা কি করে হয়? আপনার ডিভাইসটির প্রসেসর যদি ভালো হয়ে থাকে তবে এই গেমটি আপনার জন্যে রিকমেন্ড করবো আমি।

এটি একটি Story Mode গেম। আপনাকে Unlimited Money খরচ করতে হবে না এই গেমটি খেলতে হলে। শুধু ভালো একটি ডিভাইস লাগবে। তাহলেই আপনি এই গেমটির মজা উপভোগ করতে পারবেন।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার। গেমটির প্লে-স্টোরে রিভিউ সংখ্যা রয়েছে ৭ লক্ষ ৩২ হাজারেরও বেশি এবং তাদের রেটিং হচ্ছে 4.7 ★। এত লোকে রেটিং দিয়েও কিভাবে 4.7 ★ রেটিং অর্জন করতে সক্ষম হয়েছে এই গেমটি সে কথাই কি ভাবছেন?

আপনি যখন নিজেই গেমটি খেলবেন তখন বুঝতে পারবেন গেমটিকে এত বেশি রেটিং দেওয়ার কারন। প্রথমত গেমটিতে আছে মনোমুগ্ধকর গ্রাফিক্স, গেমটির কন্ট্রোলও খুবই ভালো। গেমটির Sound Effects & Music এক কথায় অসাধারন। এমন গেম খুব কমই Develop করা হয়েছে Android এর জন্যে।

গেমটি আপনি শেষ করে Masterpiece না বলে থাকতে পারবেন না। কারন গেমটি এতটাই সুন্দর। অবশ্যই ডাউনলোড করে খেলে দেখবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

(9) Game Name : The Wolf Among Us

Game Developer : Telltale

Game Size : 801 MB (ভিতর থেকে Episode গুলো আনলক করতে হবে। Episode 1 ফ্রি তেই পাবেন। Mod version download করলে সব এপিসোড আনলক পাবেন।)

Game Type : Offline

Required OS : 2.3.3+g

Game Released Date : October 28, 2014

Game Link : Playstore/Revdl/Pdalife

SYSTEM REQUIREMENTS :

Minimum specs:

GPU: Adreno 300 series, Mali-T600 series, PowerVR SGX544, or Tegra 4
CPU: Dual core 1.2GHz
Memory: 1GB

Telltale এর গেম মানেই Masterpiece। যারা Storymode Games পছন্দ করেন তাদের জন্যে এই গেমটি আমি অবশ্যই Recommend করবো। কিছু Violence আছে গেমটিতে। তাই আপনি নিজ দায়িত্বে খেলবেন (যদি আপনি কোনো দূর্বল হৃদয়ের মানুষ হোন)

গেমটির স্টোরি আপনার কাছে ভালো লাগবেই। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫০ লক্ষবারেরও বেশি। গেমটি রিভিউ করা হয়েছে ২ লক্ষ ৪০ হাজার+ বার। গেমটির রেটিং দাড়িয়েছে 4.3 ★

গেমটির শুরু থেকে শেষ পর্যন্ত এর Graphics + Sound + Controls Quality সব দিক দিয়েই ১০ এ ১০ দেওয়ার মতো।

আমি অবশ্যই Recommend করবো গেমটি খেলার জন্যে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

(10) Game Name : Oceanhorn

Game Developer : FDG entertainment GmbH & Co.KG

Game Size : 273 MB

Game Type : Offline

Required OS : 4.1+

Game Released Date : December 15, 2016

Game Link : Playstore

এটি একটি Action – Adventure Type Open World Game যেখানে আপনি একটি ছেলের Character Play করবেন।

গেমটির শুরু হয় এভাবেঃ আপনি ঘুম থেকে উঠেন। উঠে দেখেন আপনার বাবা একটি চিঠি রেখে গিয়েছে এবং সে চলে গিয়েছে কোথাও।

তাকে খুজে পাওয়ার রাস্তা হচ্ছে তার দেওয়া নোটবুক এবং একটি রহস্যময় নেকলেস। এই জিনিসগুলোর মাধ্যমেই আপনাকে তাকে খুজে পেতে হবে।

রোমাঞ্চকর এই Open World গেমটিতে আছে প্রচুর Puzzle, Dangers & Secrets। আপনাকে বিভিন্ন ধরনের Monsters এর সাথে লড়াই করতে হবে এবং তার সাথে অনেক বড় একটি ম্যাপ পাবেন Explore করার জন্যে।

আপনি শিখতে পারবেন Magic এবং তা ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি প্রচুর প্রাচীন গুপ্তধন খুজে পেতে পারবেন যেগুলো আপনার Journey তে আপনাকে অনেক সহায়তা করবে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

তো এই ছিল আমাদের ১০ টি Story Mode Games যেগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে। ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT….

The post আমার খেলা Android এর Best 10 টি Story Mode Games যেগুলো আপনাকে দিবে অন্য রকম এক অনুভূতি! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/brBMAHW
via IFTTT

Comments