50 টি হ্যাকার স্টাইল লাঞ্চার || hacker style lancer || Android launcher

আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে লিখতে বসলাম সেটা হচ্ছে, লাঞ্চার নিয়ে। টাইটেল যেহেতু দিছি ৫০ টা হ্যাকার স্টাইল লাঞ্চার, তাই আপনারা ভাববেন একটা পোস্টে এতগুলো রিভিউ কিভাবে দিব? এত ভাবার প্রয়োজন নেই। কারণ আমি শুধুমাত্র একটা রিভিউ দিব। এবং এটা আমি বর্তমানে ইউজ করতেছি। আর বাকি ৪৯ টা সবই একই ক্যাটাগরি। শুধুমাত্র স্টাইলটা ভিন্ন। আপনি বলতে পারেন প্রত্যেকটা একই অ্যাপ, শুধুমাত্র প্রত্যেকটার লুক স্টাইল ভিন্ন ভিন্ন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্ট শুরু করা যাক।

অ্যাপস ইনফরমেশন :

Updated on Nov 18, 2022
Version 38.0
Downloads 5,000,000+ downloads
Required os Android 5.0 and up
Released on Jun 29, 2018
Offered by Iwsoftipl Apps

ডাউনলোড: Click here

অ্যাপস স্ক্রিনশট :

আমি যেই লাঞ্চারটা ব্যবহার করতেছি, এটা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করা। কোন ধরনের মুড বা প্রিমিয়াম ভার্সন নয়। তাই আমার এখানে দিনে পাঁচ থেকে ছয়টা এড আসে। তাই এটা আপনারও আসবে। আর যখন আপনি অ্যাপ এর সেটিং এ থাকবেন, তখন বেশি এড দেখতে পারবেন। আর এমনি সাধারণত অ্যাড আসেনা । মূল কথা হচ্ছে এই লাঞ্চারে আপনি অনেক সুবিধা পাবেন।

যেমন :
1, নিজস্ব অডিও প্লেয়ার : এই লাঞ্চারের সঙ্গে নিজস্ব একটা অডিও প্লেয়ার যুক্ত করে দেওয়া আছে। যা দেখতে অনেক সুন্দর। নিচের স্ক্রিনশট কি লক্ষ্য করুন :


2, নিজস্ব ওয়েদার ডিটেক্টর : আপনি এখানে আপনার কান্ট্রি এবং সিটি সিলেক্ট করে দিবেন, তারপর এখানে আপনি আপনার বর্তমান আবহাওয়ার পরিস্থিতি দেখতে পারবেন। নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুন :

3, নিজস্ব কিবোর্ড : এখানে আপনি হ্যাকার স্টাইলের নিজস্ব কিবোর্ড পাবেন, নিচের স্ক্রিনশট লক্ষ্য করুন :
এছাড়াও এখানে রয়েছে অনেক ধরনের সুবিধা : অনেকগুলো হ্যাকার স্টাইল ওয়ালপেপার, আপনি নিজের ইচ্ছামত চেঞ্জ করতে পারবেন। এবং সামনে যে হোম স্কিন সেটা থাকবে এলিমিটেড । এখানে আপনি আরো সুবিধা পাবেন। নিজের স্ক্রিনশটটি লক্ষ্য করুন :

তাহলে বন্ধুরা এই লাঞ্চার টা তো দেখেই নিলেন, এবার দিব বাকি গুলোর লিংক। আমি একটা একটা করে দিব না। আসলে হচ্ছে গিয়ে , এই লাঞ্চার গুলো সবগুলোই একই কোম্পানির। তাই আমি আপনাকে সরাসরি ওদের কোম্পানির লিংকে দিয়েছি, সেখান থেকে” all apps “এ ঢুকে আপনার মন মত একটা বেছে নিবেন…..

লিংক :Click here

তাহলে বন্ধুরা আজকে  পর্যন্তই। দেখা হবে পরবর্তী পোস্টে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন trickbd এর সাথেই থাকুন। পোস্টা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
———————–+-+———————–
আমার সঙ্গে যোগাযোগ : @Limon358358 (টেলিগ্রাম)
টেলিগ্রাম চ্যানেল : @uchiha88clan

The post 50 টি হ্যাকার স্টাইল লাঞ্চার || hacker style lancer || Android launcher appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/49G8OAr
via IFTTT

Comments