আশাকরি সবাই ভালো আছেন । চলে এলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা পোস্ট নিয়ে।আশাকরি আপনাদের সবার ভালোই লাগবে এবং কাজে দিবে।
শুরু করার আগে কিছু কথাঃ
আপনার যদি এই অ্যাপটির ব্যাপারে আগে থেকেই জেনে থাকেন তাহলে দয়া করা চলে যান এবং অন্যকে এই ব্যাপারে জানতে দিন।কেউ খারাপ কমেন্ট করবেন না।
চলুন শুরু করি Uc Browser Turbo Intallation and review:
প্রথমে অ্যাপ টা ডাউনলোড করে নিন এবং ওপেন করুন
Uc Browser Turbo Download – Playstore Click Here
এবার I Agree তে ক্লিক করুন
এইবার এইখান থেকে যেকোনো একটা Theme সিলেক্ট করুন Homepage এর জন্য।আপনি চাইলে সিলেক্ট নাও করতে পারেন।আমি ২য় নাম্বার টা সিকেক্ট করলাম
তাহলেই দেখবেন ব্রাউজারটির Homescreen চলে এসেছে।এখন মজার কথা হলো এই ব্রাউজার দিয়ে আপনি ব্রাউজার ছাড়াও অনেক কিছু করতে পারবেন কারন এই ব্রাউজারটির বেশকিছু ফিচার আছে যার জন্যই পোস্ট টি করা।ফিচার গুলো দেখতে নিচে চারকোণা কিউব বাটন এ ক্লিক করুন
তাহলেই ব্রাউজারটির এক্সট্রা ফিচার গুলো পপ-আপ হয়ে চলে আসবে
দেখছেনতো একটি ব্রাউজার এর মধ্যে এক্সট্রা কতো ফিচার দিয়ে রেখেছে ? আর মজার বিষয় হলো এই সব ফিচারগুলো অনেক কাজের এবং এই ফিচারগুলো ইউজ করার জন্য ফোন এ আলাদাভাবে অ্যাপ ইনস্টল করতে হয় যার ফলে যাদের ফোন এর জায়গা কম তাদের অনেক ঝামেলা পোহাতে হয়।
চলুন দেখে নিই কি কি ফিচার থাকছে।১ম অপশন থেকে আপনারা বিভিন্ন Social Site এর ভিডিও ডাউনলোড করতে পারবেন
এইখান থেকে আপনারা ফোন এর নেটওয়ার্ক স্পিড চেক করতে পারবেন
এইখান থেকে আপনারা যেকোনো ছবির মাধ্যমে Search করতে পারবেন
এইখান থেকে আপনার যেকোনো লেখার জন্য Qr Code Generate করতে পারবেন
এইখান থেকে আপনারা আপনাদের ফোন এর Whatsapp Status Download করতে পারবেন
বন্ধুরা এইভাবে আপনারা শুধুমাত্র একটি ব্রাউজার দিয়েই ুঅনেক কিছু করতে পারবেন
কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে পোস্ট টি আরও একবার পড়ে নিতে পারেন এতে আপনার বুঝতে সুবিধা হবে অথবা আপনি কমেন্ট ও করতে পারেন।
আমার সাথে যোগাযোগ করতে চাইলে – টেলিগ্রাম
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
The post [LOW DEVICE MUST SEE]এক ব্রাউজার এ এতো কিছু ! Uc Browser Turbo Full Overview বিস্তারিত পোস্ট এ appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/jPId4O1
via IFTTT
Comments
Post a Comment