কিভাবে বাল্ক ইমেইল সেন্ডার (Bulk Email Sender) ওয়েবসাইট বানাবেন এবং এক ক্লিকে শত শত ইমেইল সেন্ড করবেন

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন।
কিছু দিন আগে দেখলাম এক বড় ভাই পোষ্ট করেছে ইমেইল মার্কেটিং নিয়ে & সেখানে উনি থার্ট পার্টি ওয়েবসাইট ব্যবহার করে ইমেইল সেন্ড করার কথা বলেছেন।
তাই ভাবলাম যদি নিজের সাইট থেকে বাল্ক মেইল পাঠানো যায় এবং গুগল করে একটি স্ক্রিপ্ট পেলাম & কিছু কাস্টমাইজ করে শেয়ার করলাম।


Bulk Email Sender কিঃ

Bulk Email Sender হলো এমন একটি টুল/সাইট যার মাধ্যমে এক সাথে অনেক ইমেইল সেন্ড করা যায়। বিশেষ করে যারা ইমেইল মার্কেটিং করে তাদের রেগুলার এটি ব্যবহার করে থাকেন & অনেকে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের উপর নির্ভর করে থাকে।
আবার যাদের ছোট খাটো অয়েবসাইট আছে,সব ইউজার দের এক সাথে ইমেইল করতে চান তারাও এটি এডিট করে ব্যবহার করতে পারবেন।

আর আপনি যদি ইমেইল মার্কেটিং করতে চান বা আপনি যদি না জানেন ইমেইল মার্কেটিং কি তাহলে নিচের দেওয়া লিংক থেকে দুটি পোষ্ট পড়তে পারেন।
ইমেইল মার্কেটিং (Email Marketing) কি? এর গুরুত্ব ও সুবিধা সম্পর্কে জেনে নিন
ই-মেইল মার্কেটিং কি?কিভাবে ই-মেইল মার্কেটিং করা হয়?

এ টুলটি দিয়ে যা যা করতে পারবেনঃ

  • কোনও কোডিং এডিট ছাড়াই সেটাপ করতে পারবেন
  • লিস্টে কাস্টমার নাম & ইমেইল এড করতে পারবেন
  • কাস্টমার ইমেইল ডিলেট করতে পারবেন
  • ইমেইল বডিতে HTML সাপোর্ট করে
  • এক ক্লকে আপনার লিমিট অনুযায়ী* ইমেইল সেন্ড করতে পারবেন।
  • একসাথে কত গুলো ইমেইল পাঠানো যাবেঃ

    এটা নির্ভর করবে আপনার হোস্টিং থেকে দেওয়া লিমিটের উপর। সাধারন হোস্টিং প্যাকেজ গুলোতে প্রতি ঘন্টায় ১০০-৫০০ লিমিট সেট করা থাকে। আমি পুতুলহোস্টের ৫ জিবি হোস্টিং প্যাক ব্যবহার করি যেটাতে প্রতি ঘন্টায় ১৫০ করে ইমেইল সেন্ড করা যায়।
    অনেক হোস্টিং সাইটে ইমেইল হোস্টিং এর জন্য আলাদা প্যাকেজ থাকে যেগুলোতে প্রতি ঘন্টায় হাজারের উপর ইমেইল সেন্ড করা যায়।

    Demo Link;

    Demo Link

    ফাইল/স্ক্রিপ্ট ডাউনলোড:

    স্ক্রিপ্ট লিংকঃ গুগল ড্রাইভ
    জিপ ফাইলের ভিতর ডাটাবেস ফাইল (database.sql) ফাইল আছে।

    ইন্সটল করবেন যেভাবেঃ

    প্রথমে আপনার হোস্টিং সিপ্যানেলে একটি ডাটাবেস & ইউজার এক্সেস দিয়ে নিবেন। তারপর Email অপশন থেকে একটি ইমেইল খুলে নিবেন। ইমেইল একাউন্ট খোলার পর ইউজার নেম, পাসওয়ার্ড, পোর্ট মনে রাখুন।
    ডাউনলোড করা স্ক্রিপ্ট থেকে sql ফাইলটি phpmyadmin গিয়ে ইমপোর্ট করে নিবেন।
    এরপর Manager থেকে স্ক্রিপ্টটি আপলোড দিয়ে admin.php
    পেজটিতে ঢুকুন & Database , SMTP, Email Template সাবমিট করুন। এবার আপনার সাইট রেডি। insert.php থেকে লিস্টে নতুন ইমেইল এড করতে পারবেন।
    index.php থেকে সব দেখতে পারবেন & সব সিলেক্ট করে ইমেইল সেন্ড করতে পারবেন।
    ইমেইল সেন্ড হলে Success লেখা দেখতে পাবেন।
    আমার ইমেইল সাথে সাথে আমার ইনবক্সে আসছে।

    ইমেইল না গেলেঃ

    সাইট থেকে যদি ইমেইল না যায় তাহলে SMTP অথবা Port এর সমস্যা আছে। এই লিংকে গিয়ে আপনার smtp email টেস্ট করে দেখুন সব ঠিক আছে কি না।
    সাধারণত ওয়েবইমেইলের Outgoing পোর্ট ২৫ হয়ে থাকে, যদিও ৪৬৫ দেওয়া থাকে সেটি নাও কাজ করতে পারে।


    আশা করি সবাই বুঝতে পারছেন।যেকোন সমস্যা হলে কমেন্ট করুন। আপনার যদি এসএমএম সার্ভিস লাগে তাহলে smtpanel.comদেখতে পারেন। মাত্র ০.০১$ অটো এড করতে পারবেন।
    পোষ্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

    The post কিভাবে বাল্ক ইমেইল সেন্ডার (Bulk Email Sender) ওয়েবসাইট বানাবেন এবং এক ক্লিকে শত শত ইমেইল সেন্ড করবেন appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/d4KiUug
    via IFTTT

    Comments