আসসালামু আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং রহমতে আমিও অনেক ভালো আছি। তাই আজকে লিখতে বসলাম পিকচার থেকে লেখায় রূপান্তরিত করার জন্য একটা অফলাইন অ্যাপ নিয়ে। তাহলে আর দেরি না করে আজকের পোস্ট শুরু করা যাক:
অ্যাপস ইনফরমেশন :
Version 4.1.2
Updated on Jan 31, 2021
Downloads 1,000,000+ downloads
Required Os Android 5.0 and up
In-app purchases HK$8.00 HK$75.90 per item
Offered by Duy Pham (MMLab)
Released on Oct 1, 2017
Download : Click here to download(play store)
Mod : Click here to download(telegram)
ব্যবহার বিধি:
প্রথমে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিন। এবং ডাউনলোড করার পর ওপেন করুন। তারপরে যেসব পারমিশন চায় সব দিয়ে দিন।
এখন আপনারা সব কাজ শেষ, আপনি যদি সরাসরি পিক তুলে টেক্সটে কনভার্ট করতে চান তাহলে এখানে ক্লিক করুন:
আর যদি আপনি আপনার আগের তোলা পিক থাকে কনভার্ট করতে চান, তাহলে নিচের জায়গায় ক্লিক করুন :
তারপর ফোটো তে ক্লিক করুন :
এখন দেখাবো আপনারা যেভাবে কনভার্ট করবেন :
যেই ছবিটা text কনভার্ট করবেন সেটা সিলেক্ট করুন করুন, তারপর জেতুতুকু জায়গা আপনার লেখা আছে বা দরকার সেটুকু নিন । আর নেবার জন্য ওই লেখার একটু উপরে থেকে নিচ পর্যন্ত টেনে আনুন , না বুজলে নিজের স্ক্রীনশট দেখুন :
আমি about টা কপি করতে চাই। তাই আমি ss এ দেখানো প্রথম বিত্ত থেকে 2nd বিত্ত তে টেনে নিয়ে এলাম।আর দেখুন সেই জায়গাটুকু সিলেক্ট হয়ে গেল,
তারপর টিক চিহ্নে গঠনে ক্লিক করুন :
দেখুন স্ক্যান হয়ে গেল, এখন আপনি লেখাটা যতটুকু কপি করতে চান, সেটুকু আগের মতো করে আবার সিলেক্ট করুন, দেখুন আমি উপর থেকে নিচ পর্যন্ত টেনে সিলেক্ট করলাম :
তারপর নিচে স্ক্রিনশট দেখুন :
তার পর দেখুন :
দেখুন এখান থেকে আপনি ট্রান্সলেট, কপি অথবা শুনতে পাবেন, আবার শেয়ারও করতে পারবেন।
তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকদিন, সে পর্যন্ত ট্রিক বিডি এর সাথেই থাকুন।
The post পিকচার থেকে লেখায় রূপান্তর করুন অফলাইনে। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/glquJQD
via IFTTT
Comments
Post a Comment