ফেসবুক গ্রুপ কে যেভাবে মেসেঞ্জার গ্রুপে কনভার্ট করবেন জেনে নিন!!

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমরা প্রায় সবাই ফেসবুক ব্যাবহার করে থাকি। বলা হয় সামাজিক যোগাযোগ এর একটি মাধ্যম এটি।

ফেসবুক এর মাধ্যমে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি এবং ফেসবুক এর জন্য একে অপরের মধ্যে বন্ডিং তৈরি হয়েছে সবার।

অনেকে আছেন ফেসবুক গ্রুপ করে নিজদের প্রসার বৃদ্ধি করেছেন, অনেক মেম্বার ও আছে গ্রুপে কিন্তু চাইলেই সকলের সাথে যোগাযোগ করা সম্ভব হয় না।

এই সমস্যা এর সমাধান এর জন্য ফেসবুক নতুন একটি ফিচার এনেছে, তা হলো ফেসবুক কমিউনিটি চ্যাট। এর মাধ্যমে ফেসবুক গ্রুপ এর সকল সদস্যদের মেসেঞ্জার গ্রুপে যোগ দেওয়া যাবে।

তো চলুন জেনে নেই কিভাবে এটা করবেন। এর জন্য প্রয়োজন হবে মেসেঞ্জার অ্যাপ এর।

এবং যাদের মেসেঞ্জার অ্যাপ টি আপডেট ভার্সন ইনস্টল করা নেই তারা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিন।

এইবার আপনি আপনার মেসেঞ্জার এ প্রবেশ করুন।

ওপরে দেখানো জায়গা তে ক্লিক করুন।

এইবার নিচে দেখতে পারবেন
Creat a community এমন লেখা আছে। সেখানে ক্লিক করুন।

তারপর আপনি get start লেখা তে ক্লিক করবেন।

এইবার এইখানে আপনি যেই নামে গ্রুপ খুলতে চান সেই নাম দিন। আপনি চাইলে গ্রুপ টা প্রাইভেট গ্রুপ করতে পারেন আবার পাবলিক ও করতে পারেন।

তারপর creat এ ক্লিক করুন।

এইবার এইখানে আপনি আপনার গ্রুপে ইনভাইট করার জন্য ক্লিক করুন।

এইবার আপনি আপনার সমস্ত গ্রুপমেম্বার দের দেখতে পারবেন যাদের কে নিয়ে গ্রুপ খুলবেন আপনি তাদের কে সিলেক্ট করুন।

এই দেখুন গ্রুপ খোলা হয়ে গেছে।

চাইলে আপনিও এইভাবে আপনার ফেসবুক গ্রুপ এর মেম্বারদের নিয়ে মেসেঞ্জার কমিউনিটি চ্যাট খুলতে পারবেন।

তো, এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post ফেসবুক গ্রুপ কে যেভাবে মেসেঞ্জার গ্রুপে কনভার্ট করবেন জেনে নিন!! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/TZsVn6q
via IFTTT

Comments