এইবার কাতার বিশ্বকাপ এর প্রাইজমানি সম্পর্কে জেনে নিন!! কোন দল কত কোটি টাকা পাচ্ছে।

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমরা সকলেই খেলাধুলা পছন্দ করে থাকি। কারো পছন্দ ক্রিকেট আবার কারো ফুটবল। মূলত খেলা আমাদের একটা আবেগীয় বিষয়।

যা ছোট বড় সবাই পছন্দ করি। আমরা খেলার সময় আমাদের পছন্দের দল এর সাপোর্ট করে থাকি। যেনো সেই দল চ্যাম্পিয়ন হয়।

চ্যাম্পিয়ন হলে সবচাইতে খুশি হয় আমরা খেলা সমর্থকরা, কিন্তু একবারও কি জানার চেষ্টা করি আমাদের পছন্দের দলটি জেতার পর কত টাকা প্রাইজমানি পেলো?

অনেকেই জানতে চান এই বিষয়টি, তাই আজকে আমি আপনাদের আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপ এর প্রাইজমানি সম্পর্কে বলবো আপনাদের।

আমরা জানি যে প্রতি ৪ বছর পর পর ফিফা ফুটবল বিশ্বকাপ হয়। এইখানে বিশ্বের সেরা ৩২ টি দেশ এর দল অংশগ্রহণ করে থাকে।

মূলত আর্জেন্টিনা এবং ব্রাজিল দলকে নিয়ে সমর্থকদের উন্মাদনা বেশি লক্ষ করা যায়, বাংলাদেশেও এর ব্যাতিক্রম নয়।

এইবার কাতারে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ । আমরা জানি কাতার হলো ধনকুবের দেশ তাই বেশ জাকজমোক এর সাথে অনুষ্ঠিত হচ্ছে কাতার বিশ্বকাপ।

এইবার ফিফা ফুটবল বিশ্বকাপ এর টোটাল প্রাইজমানি হলো ৪ হাজার ২০০ কোটি টাকা।

তো জেনে নেওয়া যাক প্রাইজমানি সম্পর্কে।

গ্রুপ পর্ব তে যেই দল গুলো যাবে তারা পাবে ১৬ টি পুরস্কার। এবং তাদের কে দেওয়া হবে ১৪৪ মিলিয়ন ডলার। প্রতিটি দল ৯ মিলিয়ন ডলার করে পাবে।

যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে দাড়ায় ৯১ কোটি ৯৫ লাখ ১হাজার ২০০ টাকা(৯মিলিয়ন ডলার)

যেই দল গুলো ২য় রাউন্ড এ যাবে তাদেরকে দেওয়া হবে ৮ টি পুরস্কার।
এইবার টাকার পরিমাণ একটু বেশি হবে। প্রতিটি দল পাবে ১৩ মিলিয়ন ডলার করে। সব দল মিলে পাবে ১০৪ মিলিয়ন ডলার।

এইটা যদি বাংলাদেশী টাকায় কনভার্ট করা হয় তাহলে প্রতিটি দল পাবে ১৩২কোটি ৮১ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা।

বিশ্বকাপ এর কোয়ার্টার ফাইনালে যায় হলো ৪ টি দল। যেই ৪ টি দল যাবে তারা পাবে হলো ১৭ মিলিয়ন ডলার করে। পুরো দল গুলো পাবে ৬৮ মিলিয়ন ডলার।

বাংলাদেশী টাকায় প্রত্যেকটি দল পাবে হলো ১৭৩ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।

চতুর্থ অবস্থানে যেই দল যাবে তারা পাবে হলো ২৫ মিলিয়ন ডলার। এটা কে কনভার্ট করলে দাড়ায় ২৫৫ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা।

৩য় অবস্থানে যেই দল পৌঁছাবে তারা পাবে ২৭ মিলিয়ন ডলার। যা বাংলাদেশী টাকায় দাড়ায় ২৭৫ কোটি, ৮৫ লাখ ৩ হাজার ৬০০ টাকা।

যেই দল রানার্স আপ হবে সেই দল পাবে হলো ৩০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশী টাকায় কনভার্ট করে দেখা গেছে ৩০৬ কোটি ৫০ লাখ ৪ হাজার টাকা।

এবং সব শেষে ফাইনাল রাউন্ড এ যেই দল যাবে মানে চ্যাম্পিয়ন দল হবে তারা পাবে ৪২ মিলিয়ন ডলার।

যা বাংলাদেশী টাকায় হবে ৪২৯ কোটি ১০ লাখ ৫ হাজার ৬০০ টাকা।

মূলত এইগুলো হলো কাতার বিশ্বকাপ এর প্রাইজমানি। এ ছাড়াও যেই দল চ্যাম্পিয়ন হবে ৪২ মিলিয়ন ডলার এর সাথে ৬.৫ কেজি ওজনের খাঁটি সোনার তৈরি ট্রফি পবে।

এই বিশ্বকাপ মূলত আবেগ ,ভালোবাসা, সম্মান এবং টাকার খেলা।
বিশ্বকাপে কোন দল আপনার পছন্দ জানাতে ভুলবেন না কিন্তু।

যাইহোক এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে আমার ফেসবুক আইডি

The post এইবার কাতার বিশ্বকাপ এর প্রাইজমানি সম্পর্কে জেনে নিন!! কোন দল কত কোটি টাকা পাচ্ছে। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/EYKj04T
via IFTTT

Comments