টিভি সিরিজের নাম : 1899
মুক্তির তারিখ : ১৭ নভেম্বর ২০২২
পরিচালনা করেছেন : Baran bo Odar
কাহিনী লিখেছেন : Jantje Friese
ভাষা : জার্মান, ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, পর্তুগিজ, পোলিশ, ড্যানিশ
সিজন : ১ : ৮ টি এপিসোড
জনরা : মিস্ট্রি, ড্রামা, হরর, হিস্টরিকাল
আইএমডিবি রেটিং : ৮.৪ / ১০
আইএমডিবি ভোট : ৫ হাজার ৬০০ টি (১৮-০৯-২০২২)
রান টাইম : প্রতিটি এপিসোড ৫০ মিনিট
নো স্পইলার—-
Dark TV Series টা অনেকেই দেখেছেন (যারা দেখেননি তাদের দেখার জন্য রিকমেন্ড করলাম) এটাও একটা মাস্টারমিস টিভি সিরিজ।
Dark সেরিজটির নির্মাতা Jantje Friese. Dark সিরিজটা সেই লেভেলের মাস্টারপিস ছিলো/আছে। Dark টাইম ট্রাভেল রিলেটেড সিরিজ ছিলো। পুরোটাই কনফিউশান এ ভরা . কে কার মা-বাপ, কে কার girl-friend মাথা আউলায় যায়। আমার চ্যালেঞ্জ থাকলো ৯৮% মানুষ ১ম দেখাতে Dark সিরিজটা ভালোভাবে বুঝতে পারবে না। Jantje Friese এই ব্যাক্তির মাথায় এত কমপ্লিকেটেড চিন্তা ভাবনা আসা কোথা থেকে
1899 এই সিরিজটাও সেই লেভেলের হতে চলেছে। এই সিরিজটাও কনফিউশান এ ভরা। তবে Dark এর মতো অতটা কমপ্লিকেটেড না। প্রথমে একরকম ভেবেছিলাম কিন্তু
বলবো না বললে দেখে মজা পাবেন না৷ মানে…..
Dark এর সাথে 1899 এর তুলনা করা ঠিক হবে না। ওটা আলাদা এটা আলাদা।
আসলে 1899 এই সিরিজটা যতক্ষন চলছিলো চোখ সরানোর উপায় নাই ভাই। সব ক্যারেক্টর অসাধারণ অভিনয় করেছেন। হরর টাইপ হলেও খুব একটা হরর না। আপনি দেখতে বসলে প্রথমের দিকে হালমা বিরক্ত লাগলেও মন দিয়ে দেখবেন একটু। এখানে একটা করে এপিসোড শেষ হচ্ছে আর কাহিনী তত গভিরে যাচ্ছে।
২য় সিজন এর জন্য আমার মন শুধু ছট ফট করছে
যারা দেখেছেন কমেন্টে জানিয়েন কেমন লেগেছে .
Official Hindi Trailer —
Download Link
720p – 3.6 GB (ZIP File)
Download Now
Audio : Hindi, English
480p – 1.5 GB (ZIP File)
Download Now
Audio : Hindi, English
যেকোনো মুভি, সিরিজ, এমিনে, এনিমেশন Download এর জন্য MaximoFilm.Com ঘুরে আসতে পারেন।
যেকোনো ধরনের মুভি এর Download Link এর জন্য Telegram Group এ জয়েন করতে পারেন।
আল্লাহ হাফেজ।
The post 1899 TV Series রিভিউ। নো স্পইলার। সাথে ডিরেক্ট ডাউনলোড লিংক appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/pBEkxNo
via IFTTT
Comments
Post a Comment