আসসালামু আলাইকুম !
ট্রিকবিডির সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !
আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !
অনুগ্রহ করে তাড়াতাড়ি কিছু কিছু অংশ পড়বেন না। পোস্টের খুঁটিনাটি বিষয় সময় নিয়ে লেখা হয়েছে যেন ভালোভাবে বুঝতে পারেন। তাই অনুরোধ করছি ধৈর্য্য সহকারে পুরো পোস্ট পড়ুন !
ফোনে লক তো অনেকেই অনেক ভাবে সেট করে ব্যবহার করছেন। কিন্তু কথা হলো যে Lock ব্যবহার করার পর বারবার Unlock করতে হয়, সেটা আরেক বিষয়।
আবার অনেকেই আছেন যারা ফোন কোনো লক ব্যবহার করেন না শুধু Swipe Lock ব্যবহার করেন। কিন্তু আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট এ Google Chrome Browser এর ভেতর দরকারি ফেসবুক অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড, কোনো অ্যাপের অ্যাকাউন্ড এর পাসওয়ার্ড, জিমেইল এর পাসওয়ার্ড ইত্যাদি সেভ করে থাকেন।
আর যদি চান যে প্রয়োজনের সময় আপনি পাসওয়ার্ড না দিলেও যেন অটোমেটিক পাসওয়ার্ড লেখা হয়ে যায় (Auto Fill), এবং যদি পাসওয়ার্ড ভুলে যাই তাহলে যেন Chrome Browser এর Password Manager/Password Settings এ গিয়ে কাঙ্খিত পাসওয়ার্ড দেখতে, এডিট করতে, মুছে ফেলতে পারি তাহলে আপনাকে অবশ্যই ফোনে লক ব্যবহার করতে হবে।
কারণ ফোন লক না করে যদি এসব করতে যান তাহলে আপনাকে বলা হবে যে আগে কোনো লক ব্যবহার করুন (Pin/Pattern/Password/Face/Finger) তখন তো আপনাকে লক ব্যবহার করাই লাগবে।
আবার ধরুন আপনি এমন কাজ করছেন ফোনে যেখানে ফোন লক না থাকার চেয়ে আনলক থাকলেই ভালো। যেমন: গুগল ম্যাপের ব্যবহার।
তখন তো আর নিশ্চয়ই আপনি ঐ সময়ের জন্য ফোনের সব লক বন্ধ করে দিবেন না এবং কাজ শেষ হয়ে গেলে আবার লক চালু করবেন না, এতটুকু বুদ্ধি তো নিশ্চয়ই আছে আপনার।
যাদের ফোনে Finger/Face Lock আছে তাদের হয়তো আনলক করতে খুব বেশি অসুবিধা হবে না। কিন্তু যাদের ফোনে না তো Fingerprint Lock আছে আর না তো Face Unlock আছে তাদের হবে ঝামেলা। কারণ তারা Pin, Pattern, Password যেটাই দিক বারবার প্রতিবার বারংবার সেটা দিয়েই ফোন আনলক করতে হবে।
মানে আপনার অবস্থা এরকম যে ফোন লক করার কোনো বিশেষ প্রয়োজন নাই আবার লক না করলেও কিছু নির্দিষ্ট কাজ করতে সমস্যা হচ্ছে।
কিন্তু এই কারণগুলো ছাড়া যদি আপনার আর কোনো দরকার নাই ফোন লক করার। আর উপরে বলা দরকার গুলো তো আর সবসময় আপনার দরকার হবে না, মাঝেমধ্যে হবে। কিন্তু তার জন্য বারবার ফোন আনলক করা বিরক্তিকর!
এর জন্য ফোনে দেওয়া আছে Smart Lock নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন যে কিসের কথা বলছি, কিন্তু তাড়াহুড়ো করবেন না, ধৈর্য্য নিয়ে পড়ুন।
Smart Lock হলো এমন একটি লক সিস্টেম যেটা ব্যবহারকারী কে ৩ ধরনের লক সিস্টেম দেয়। এবং এগুলো এখন বেশ কাজের। এমনিতেই তো এই লক অনেকেই ব্যবহার করেন আবার অনেকেই করেন না, আবার কেউ এই সম্পর্কে জানেন না।
দেখুন কিভাবে এই Smart Lock কাজ করে এবং আপনি কিভাবে এটা ব্যবহার করবেন।
প্রথমে আপনার ফোনের Settings এ গিয়ে Lock Screen এ যাবেন।
তারপর আপনি Smart Lock পেয়ে যাবেন। (যদি আপনার ফোনে সেখানে থাকে।)
এভাবে যদি না পান, তাহলে ফোনের সেটিংস এ Smart Lock লিখে সার্চ করবেন।
স্মার্ট লক পেয়ে গেলে সেটার মধ্যে আপনি ৩ টি লক সিস্টেম পেয়ে যাবেন।
1. On-body detection
2. Trusted places
3. Trusted devices
On-body detection
On-body detection হলো এমন একটি লক যেটা চালু থাকলে, আপনার ফোন যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ ফোন নিজে থেকেই লক হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি নিজে ফোন লক না করবেন।
ফোন আনলক করার পরে, সেটি যতক্ষণ মোশনে আছে (ফোন নাড়াচাড়া করবে, করানো হবে) ততক্ষণ আনলক থাকবে। যেমন: ফোন নিয়ে হাঁটার সময়। ৪ ঘন্টা পর্যন্ত বা যতক্ষণ না আপনি সেটা নিচে নামিয়ে রাখছেন, ফোন আনলক অবস্থায় থাকবে।
এর জন্য আপনাকে অন-বডি ডিটেকশন লক চালু করে নিতে হবে।
অসুবিধাঃ
অন বডি ডিটেকশন আপনার এবং অন্য কারোর মধ্যে পার্থক্য করতে পারে না। আপনার ফোন আনলক থাকার সময় যদি অন্য কেউ সেটা নিয়ে যায়, তাহলে তারা হয়তো সেটা অ্যাক্সেস করতে পারবে। কিন্তু যদি তারা বা আপনি নিজে থেকে ফোন লক করে দেন তাহলে ফোন আনলক করার জন্য আপনি যেটা করেছেন সেটা দিতে হবে। আনলক হয়ে গেলে আবার ফোন নিজে থেকে লক হবে না।
Trusted Places
Trusted Places লক সিস্টেম হলো আপনি যখন আপনার কোনো বিশ্বস্ত জায়গা তে থাকবেন তখন আপনার ফোন নিজে থেকেই লক হবে না। যেমনঃ আপনার বাড়ি, অবসর সময় কাটানোর জায়গা, বা সেখানে আপনার ফোন লক করার দরকার হয় না।
ফোন আনলক করার পরে আপনি বিশ্বস্ত জায়গা বা তার কাছাকাছি থাকা পর্যন্ত আপনার ডিভাইস আনলক অবস্থায় থাকবে।
৪ ঘন্টা বা কোনো বিশ্বস্ত জায়গা ছেড়ে না যাওয়া পর্যন্ত আপনার ফোন আনলক অবস্থায় থাকবে। নির্ভুলতার জন্য এটি আপনার ফোনের লোকেশন ব্যবহার করবে। এর জন্য ফোনে ইন্টারনেট কানেকশন অথবা অফলাইন গুগল ম্যাপ ডাউনলোড করতে হবে।
প্রথমে আপনি Trusted Places এ ক্লিক করুন। প্রথমবারের মতো ইন্টারনেট কানেকশন দরকার হবে।
তারপর আপনি ৪ টি অপশন পেয়ে যাবেন। প্রথমে আপনি নিজের লোকেশন জানার জন্য লোকেশন আইকনে ক্লিক করুন।
তারপর যদি আপনি আপনার কোনো বিশ্বস্ত জায়গা তে থাকেন সেই সময়, তাহলে Select this location করে দিন।
আর যদি চান যে আপনি যেখানে আছেন তার আশেপাশের কোনো জায়গা সিলেক্ট করতে চান তাহলে ম্যাপ থেকে সিলেক্ট করতে পারবেন, অথবা নিচে Select a Nearby Place থেকে আশেপাশের কোনো জায়গা বেছে নিতে পারবেন।
Trusted Devices
Trusted Devices লক সিস্টেম হলো আপনি যখন আপনার কোনো বিশ্বস্ত ডিভাইস যেটাতে ব্লুটুথ (Bluetooth) সাপোর্ট করে এরকম ডিভাইসে কানেক্ট থাকলে বা Unlock করার পর কানেক্ট করলে ফোন লক হবে না।
আপনার ফোন আনলক করার পরে উপরে উল্লেখিত ব্লুটুথ ঘড়ি, ব্লুটুথ স্পিকার, বাটন ফোন, এন্ড্রয়েড ফোন, TWS (True Wireless Stereo), বা এমন কোনো ডিভাইস যেটাতে ব্লুটুথ ব্যবহার করা যায় ! অথবা গাড়ির সিস্টেমের বিশ্বস্ত কোনো ডিভাইসের সাথে কানেক্ট করা থাকলে আপনার ফোন আনলক অবস্থায় থাকবে।
ফোন ৪ ঘন্টা অথবা বিশ্বস্ত ডিভাইস থেকে ডিসকানেক্ট না হওয়া পর্যন্ত ফোন আনলক অবস্থায় থাকবে।
Additional Smart Lock Features for Samsung Phone : ↓↓↓
Smart Lock চালু থাকলে, আপনি জোর করে যেকোনো সময় ফোন লক করতে পারবেন। শুধু ‘Power Menu’ খুলে “Lockdown” ফিচারে ট্যাপ করুন।
প্রথমে আপনি Trusted Devices অপশনে ক্লিক করবেন।
তারপর আপনার বিশ্বস্ত ডিভাইস (ব্লুটুথ) যোগ করে নিন।
স্মার্ট লক করার পর Samsung ফোনে কিছু Additional Options পেয়ে যাবেন। যেটা দরকার সেটা অন করুন অথবা অফ করুন।
আপনার ফোনে Smart Lock On করার পর, সেটা Smart Lock এর সাহায্যে Unlock হলে Phone unlocked by Smart Lock এরকম লেখা দেখাবে।
এই ৩ টা লক এর মধ্যে আপনার যেটা ভালো লাগে সেটা সেট করুন অথবা সবগুলোই সেট করুন। এই Smart Lock তাদের জন্য Helpful যাদের কোনো বিশেষ প্রয়োজন নেই ফোন লক করার। শুধু মাঝেমধ্যে দরকার হয়।আরো পড়ুনঃ ↓↓↓ Robi Free Internet Offer 2022 (New Updated) 26GB-30GB
Google Map কি ? কিভাবে Google Map এ ঠিকানা যোগ করবেন?
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d
The post ফোন লক – আনলক করার সেরা পদ্ধতি ! সহজেই আনলক করুন আপনার ফোন ঝামেলা ছাড়াই! (SL) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/Xfqvy7B
via IFTTT
Comments
Post a Comment