Samsung বাংলাদেশের বাজারে নিয়ে আসল তাদের নতুন ফোন Samsung Galaxy A04s

আসসালামু আলাইকুম


Samsung Bangladesh এর বাজারে নিয়ে এসেছে Samsung Galaxy A04s যা বর্তমানে দুটি ভার্সন অর্থাৎ 4/64 GB ৳17,999 এবং 4/128 GB ৳18,999 এ পাওয়া যাবে।

Display
কম বাজেটের মধ্যে এটি একটি ভালো ফোন যা সুন্দর ডিজাইনে এসেছে। একটি 6.5 ইঞ্চি HD+ LCD ডিসপ্লে রয়েছে। কোন ডিসপ্লে প্রটেকশন বা 90Hz রিফ্রেশ রেট ইত্যাদি নেই।

Camera
50 এমপির ক্যামেরা এটির একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য এবং এটি দিয়ে ভালো মানের ছবিতে তোলা যাবে। 5 এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এখানে। অবশ্যই এই দামে আরও ভাল হতে পারে।

Battery
এখানে রয়েছে 15W এর ফাস্ট চার্জিং সহ একটি বড় 5000 mAh এর ব্যাটারি রয়েছে। অ্যান্ড্রয়েড 12-এর উপরে OneUi core 4.0 দিয়ে ফোনটি এসেছে।

Ram ও Rom
এটি দুটি ভেরিয়েন্ট অর্থাৎ ৪ জিবি Ram + ৬৪ জিবি Rom এবং ৪ জিবি Ram+ ১২৮ জিবি Rom এই দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে।

Processor
এখানে 8nm এর Exynos 850 চিপসেট রয়েছে যা শক্তিশালী শোনাতে পারে কিন্তু তা নয়। এটি মিডিয়াটেকের Helio G35 চিপসেটের থেকে কিছুটা এগিয়ে এবং Helio G80 এর থেকে অনেক পিছিয়ে। অর্থাৎ এই ফোন দিয়ে Competitive গেম খেলে মজা পাওয়া যাবে না।

অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে, একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এনএফসি, ইউএসবি টাইপ-সি এবং আরও অনেক কিছু রয়েছে।

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।

The post Samsung বাংলাদেশের বাজারে নিয়ে আসল তাদের নতুন ফোন Samsung Galaxy A04s appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/iQKvZC0
via IFTTT

Comments